1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খাদ্যের অপচয় কমাতে সহজ সমাধানসূত্র দিচ্ছেন জার্মান শেফ

৩১ মার্চ ২০২১

খাদ্যের অপচয় গোটা বিশ্বেই বড় সমস্যা৷ সারা বছর ধরে খাদ্যসম্ভাবের বিশাল বৈচিত্র্য এই অবস্থার জন্য অনেকটাই দায়ী৷ থাইল্যান্ডের এক বিশাল হোটেলে সহজ কৌশলে অপচয় কমানো সম্ভব হচ্ছে৷

ছবি: DW

বেশিরভাগ মানুষের কাছে যা আবর্জনা, ডানিয়েল বুখারের কাছে তা আসলে এক কলঙ্ক৷ কারণ থাইল্যান্ডের আবর্জনার স্তূপগুলির প্রায় দুই-তৃতীয়াংশ অরগ্যানিক বর্জ্যে ভরা থাকে৷ অর্থাৎ খাদ্যের অপচয়ের সাক্ষাৎ ফল সেখানে দেখা যায়৷ এমনই এক জঞ্জালের স্তূপ ঘুরে ডানিয়েল বলেন, ‘‘এখানে যেমনটা স্পষ্ট দেখা যাচ্ছে যে প্রথমে সবকিছু প্লাস্টিক মনে হয়৷ কিন্তু ভেতরে নজর দিলে এবং প্রায় তরল সাদা পদার্থ দেখলে বোঝা যায়, এ সবই খাবারের অংশ৷ সবই অরগ্যানিক৷ অনেকটার অবস্থাই ভালো মনে হচ্ছে, এখনো মোড়া রয়েছে৷ সম্ভবত ধুইয়ে নিলে এখনই সেগুলি দিয়ে কিছু তৈরি করা যায়৷’’

সহজ কৌশলে খাদ্য অপচয় কমাচ্ছে এক হোটেল

04:24

This browser does not support the video element.

জার্মানির এই রাঁধুনি ব্যাংককের এক হোটেলের প্রধান পাচক৷ খাদ্যসামগ্রীর সঙ্গে তার বিশেষ সম্পর্ক রয়েছে৷ নিজের দৃষ্টিভঙ্গি সম্পর্কে ডানিয়েল বলেন, ‘‘খাবার ফেলে দিতে আমার নিজের অত্যন্ত খারাপ লাগে৷ অনেক ধৈর্য্য ধরে, ভালবাসা দিয়ে নিজে রান্না করি বলেই শুধু এমনটা মনে হয় না৷ যে জিনিস ভালোভাবে খাওয়া সম্ভব, সেটা ফেলে দেওয়া চূড়ান্ত বোকামি বলে আমার মনে হয়৷ আমি চিরকাল এ বিষয়ে ভেবেছি এবং ভাবলেই প্রচণ্ড রাগ হয়৷’’

প্রায় এক হাজার ঘরসহ হোটেলটি থাইল্যান্ডের অন্যতম বড় হোটেলগুলির মধ্যে একটি৷ রান্নাঘরের প্রায় ২০০ কর্মীর জন্য বুখার হোটেলের ছাদে শাকসবজির ছোট খেত গড়ে তুলেছেন৷ সেখানে যা উৎপাদন হয়, তা হোটেলের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট না হলেও এই বাগান রাঁধুনিদের মনে খাদ্য সম্পর্কে সম্পূর্ণ নতুন সচেতনতা সৃষ্টি করেছে৷ ডানিয়েল বুখার বলেন, ‘‘একটা নির্দিষ্ট ভাবনা থেকে আমরা ভাবনাচিন্তা না কলেই অনেক কিছু ফেলে দেই৷ কারণ আমরা সেগুলিকে স্রেফ পণ্য হিসেবে দেখি৷ কত কষ্ট করে চাষ করা হয়, মাটিতে বীজ বপন করার কতদিন পর প্রথম ফল হাতে পাওয়া যায়, সে বিষয়ে মোটেই ভাবি না৷’’

অপচয় ঠেকাতে লড়ছে যে রেস্তোঁরা

04:58

This browser does not support the video element.

খাদ্যের মর্যাদা দিতে হলে সেগুলি ঠিকমতো রাখার ব্যবস্থা করতে হবে৷ শুনতে সহজ মনে হলেও বুখার বিলক্ষণ জানেন, যে বাস্তবে এমনকি সবচেয়ে সহজ নিয়মও মানা হয় না৷ যেমন পানি দিয়ে ধোয়া শাকসবজি দীর্ঘ সময় ধরে টাটকা রাখতে হলে সেগুলি ভালো করে শুকানো প্রয়োজন৷ তাছাড়া হাইজিন টিম প্রতিদিন বিভিন্ন কাঁচামালের অবস্থা পরীক্ষা করে৷

বেশিরভাগ রাঁধুনি শুধু পরের পদ রান্নার বিষয়ে মনোযোগ দেন বলে সাধারণত অনেক তাজা উপকরণও ফেলে দেওয়া হয়৷ বুখারের হোটেলে তার বদলে এক কেন্দ্রীয় রান্নাঘরে অন্যান্য জায়গায় উদ্বৃত্ত উপকরণ ব্যবহার করে রান্না হয়৷ এই সমাধানসূত্র ব্যাখ্যা করে ডানিয়েল বলেন, ‘‘শাকসবজি ও মাংসের মতো বিভিন্ন বিভাগের উদ্বৃত্ত উপকরণ আমরা সংগ্রহ করি৷ হোটেলের বিশাল কার্ভিং বা সবজি অলঙ্করণের জায়গা থেকেও উচ্ছিষ্ট পাওয়া যায়৷ সে সব সংগ্রহ করে আমরা একটা সস তৈরি করি৷ সাধারণ পরিস্থিতিতে পিঁয়াজ কাটলে বাকি অংশ ফেলে দেওয়া হতো৷ কয়েক'শো পেঁয়াজ কাটলে অবশিষ্ট অংশ দিয়ে সস তৈরি করা যায় বৈকি৷’’

রেস্টুরেন্টে খাবার অপচয় করলে জরিমানা

01:17

This browser does not support the video element.

বুখারের হোটেলে বিভিন্ন ধারার মোট ছয়টি রেস্তোরাঁ আছে৷ তাছাড়া বাফেটের জায়গায় অনেক ছোট ইউনিটে বিভিন্ন পদ রান্না করা হয়৷ বেশিরভাগ ক্ষেত্রে সার্বিক ধারণা ও পরিকল্পনার মাধ্যমে খাদ্যের অপচয় অনেক কমিয়ে আনা সম্ভব৷ এমনই এক উদাহরণ তুলে ধরে ডানিয়েল বুখার বলেন, ‘‘প্রাতরাশের উদ্বৃত্ত ডিমসেদ্ধও আমরা এতে দিয়ে দেই৷ দুপুরের খাবার হিসেবে এটি খুবই জনপ্রিয়৷ আলাদা করে তাতে ডিম সেদ্ধ করার প্রয়োজন নেই৷ সমস্যা হলো ব্রেকফাস্ট এগ পশ্চিমা খাবারের রান্নাঘরে সেদ্ধ হয়৷ অন্যদিকে দুপুরের এই পদ চাইনিজ রান্নাঘরে তৈরি হয়৷ যোগাযোগের ব্যবস্থা করলেই প্রাতরাশের ডিম তাদের দেওয়া চলে৷’’

এমন সব কৌশল প্রয়োগ করে বুখার ও তার টিম হোটেলে খাদ্য অপচয়ের মাত্রা দুই বছরে অর্ধেকে কমিয়ে আনতে পেরেছেন৷

ফেলিক্স নুয়র/এসবি

গতবছর ফেব্রুয়ারির ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ