1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খাদ্য নিরাপত্তার জন্য নতুন হুমকি ইউক্রেন যুদ্ধ: জাতিসংঘ

১২ মার্চ ২০২২

ইউক্রেনে রাশিয়ার হামলার ফলে বিশ্বব্যাপী খাদ্য সরবরাহে নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের এক কর্মকর্তা৷ বিশ্বে এখন প্রতিদিন পেটে ক্ষুধা নিয়ে ঘুমাতে যাওয়া মানুষের সংখ্যা ৮২ কোটির বেশি বলেও জানান তিনি৷

Ukraine Ernte Donetsk Getreide
ইউক্রেনের বিশাল জমি জুড়ে চলছে গম চাষ৷ বিশ্বের মোট গম ও যব রপ্তানির এক-তৃতীয়াংশ করে ইউক্রেন ও রাশিয়া৷ কিন্তু ইউক্রেনে রাশিয়ার হামলার পর গমসহ নানা ধরনের পণ্য সরবরাহে ঘাটতি তৈরি হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের৷ ছবি: Valentin Sprinchak/dpa/TASS/picture alliance

‘‘মহামারির আগেও আমরা ভালো করছিলাম না, ক্ষুধা ধীরে ধীরে বাড়ছিল৷ এরপর মহামারি এলো,’’ বার্তা সংস্থা এপিকে ঢাকায় বলেন জাতিসংঘের ‘কমিটি অন ওয়ার্ল্ড ফুড সিকিউরিটির' প্রধান গ্যাব্রিয়েল ফেরারো দে লোমা-ওসরিও৷ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩৬তম কনফারেন্স উপলক্ষ্যে ঢাকা সফর করেন তিনি৷

লোমা-ওসরিও জানান, মহামারির আগে যত মানুষ ক্ষুধায় ভুগতো সেই সংখ্যাটা এখন ১৬ কোটির বেশি বেড়েছে৷ ফলে বর্তমানে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ৮২ কোটির বেশি৷

ইউক্রেনে রাশিয়ার হামলা বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ ও দামের উপর বড় প্রভাব ফেলেছে বলেও জানান তিনি৷ তাই খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দেশগুলোকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন জাতিসংঘের কর্মকর্তা লোমা-ওসরিও৷ যেমন বাংলাদেশের মোট গম আমদানির প্রায় অর্ধেক আসে ইউক্রেন ও রাশিয়া থেকে৷

বিশ্বব্যাপী গম সরবরাহে এখনও বাধা না আসলেও যুদ্ধ শুরু হওয়ার এক সপ্তাহ আগের তুলনায় দাম প্রায় ৫৫ শতাংশ বেড়ে গেছে৷

বিশ্বের মোট গম ও যব রপ্তানির এক-তৃতীয়াংশ করে রাশিয়া ও ইউক্রেন৷ এছাড়া ইউক্রেন ভুট্টার অন্যতম সরবরাহকারী এবং সূর্যমুখী তেলের শীর্ষ রপ্তানিকারক৷

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হাসিনার তিন প্রস্তাব

যে সম্মেলন উপলক্ষ্যে জাতিসংঘের কর্মকর্তা লোমা-ওসরিও ঢাকা সফরে গিয়েছিলেন বৃহস্পতিবার সেটির উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ উদ্বোধনী ভাষণে তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি প্রস্তাব তুলে ধরেন৷

প্রথম প্রস্তাবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে কৃষি গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুপারিশ করেন প্রধানমন্ত্রী৷

দ্বিতীয় প্রস্তাবে শেখ হাসিনা এ অঞ্চলের এফএও সদস্য দেশগুলোর মধ্যে কৃষি ক্ষেত্রে বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি এবং রোবটিক্সের মতো আধুনিক প্রযুক্তি হস্তান্তর ও জ্ঞান বিনিময় বাড়ানোর কথা বলেন৷

তৃতীয় প্রস্তাবে তিনি বলেন, আধুনিক কৃষিতে বিপুল বিনিয়োগ প্রয়োজন, তাই কৃষিতে অর্থায়ন ও সহায়তার জন্য বিশেষ তহবিল তৈরি করা যেতে পারে৷

জেডএইচ/এসিবি (এপি, বিডিনিউজ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ