1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তন

৫ জুন ২০১২

বিশ্বে দিন দিন জনসংখ্যা বাড়ছে৷ কিন্তু সে হারে বাড়ছে না খাদ্য উৎপাদন৷ এর কারণ অনুসন্ধানে কাজ করছে বিভিন্ন মহল৷ এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি এর মধ্যে একটি৷ সম্প্রতি এ বিষয়ে তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷

ছবি: Andy Hall/Oxfam

গতমাসের শেষের দিকে প্রতিবেদনটি প্রকাশিত হয়৷ নাম ‘‘ফুড সিকিউরিটি অ্যান্ড পভার্টি ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক: কি চ্যালেঞ্জেস অ্যান্ড পলিসি ইস্যুস''৷

এডিবি'র কর্মকর্তারা খাদ্য নিরাপত্তার জন্য হুমকি এমন বিভিন্ন কারণ নিয়ে গবেষণা করেছেন৷ এর মাধ্যমে তারা বের করার চেষ্টা করেছেন যে, কোন কারণটি আসলে এর জন্য সবচেয়ে বেশি দায়ী৷ উত্তরে তারা জানতে পেরেছেন, খাদ্য নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হলো জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব৷ এছাড়া, বাণিজ্যনীতি, উন্নয়ন, খাদ্য ও সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ও খাদ্য নিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারে বলে মনে করে সংস্থাটি৷

এডিবি'র প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে যে ধরণের সমস্যা হয় সেটা অল্প সময়ে সমাধান করা কষ্টসাধ্য একটা ব্যাপার৷ এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং আন্তর্জাতিক সহযোগিতা৷

এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে আগামী ১০০ বছরে এশিয়া অঞ্চলে খাদ্য উৎপাদন কমে যেতে পারে বলে আশঙ্কা করছে এডিবি৷ বিশেষ করে, দক্ষিণ পূর্ব এশিয়ায় ধান উৎপাদন প্রায় ৫০ শতাংশ কমে যেতে পারে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক৷

এডিবি'র এই আশঙ্কার বাস্তব একটা উদাহরণ হতে পারে শ্রীলঙ্কা৷ সেখানে গত বছর বন্যা ও খরার কারণে ধান উৎপাদন প্রায় ২০ শতাংশ কমে যায়৷ এর ফলে আরেকটা যে সমস্যা হয়েছে সেটা হচ্ছে, নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের বড় সন্তানেরা লেখাপড়া ছেড়ে দিচ্ছে৷ ব্যাপারটা এরকম - ঠিকমত ফসল উৎপাদন করতে না পারায় পরিবারের খরচ চালাতে বাবা-মা'র পাশাপাশি বড় সন্তানকেও বিভিন্ন কাজে নেমে পড়তে হচ্ছে৷ ফলে সেসময়টা তারা স্কুলে যেতে পারছেনা৷

শ্রীলঙ্কার জলবায়ু বিশেষজ্ঞ রিজা ইয়াহিয়া বলছেন, খাদ্য নিরাপত্তা আর বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি, এই দুটি বিষয় নিয়ে তারা বেশ উদ্বিগ্ন৷ তিনি বলেন, শ্রীলঙ্কার কৃষিজমিতে অধিক পরিমাণে সার ব্যবহার করায় সেগুলোর উৎপাদন ক্ষমতা কমে গেছে৷

দেশটির আরেক বিশেষজ্ঞের মতে, পানি ব্যবস্থাপনাও শ্রীলঙ্কার কৃষিখাতের একটি বড় সমস্যা৷ সেখানকার কৃষকরা এখনও পানির জন্য সেচ বিভাগের উপর নির্ভর করে থাকে৷ কৃষকরা এখনও মনে করে না যে সেচের জন্য তাদের নিজেদেরই পানির ব্যবস্থা করা উচিত৷

প্রতিবেদন: আইপিএস / জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ