1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খাদ্য সংকট দূর করতে জিনগত পরিবর্তনের মাধ্যমে উত্‌পাদন বৃদ্ধি

রিয়াজুল ইসলাম৫ সেপ্টেম্বর ২০০৮

বর্তমান বিশ্বে যে খাদ্য সংকট চলছে তা দূর করতে হলে জিনগত পরিবর্তনের মাধ্যমে খাদ্যশস্য উত্‌পাদনের প্রক্রিয়া চালিয়ে যাওয়া উচিত বলে আন্তর্জাতিক একটি গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে৷

বর্তমানে গোটা বিশ্বে খাদ্য মজুদের পরিমাণ কমে গিয়েছেছবি: Laura Spurway

এক্ষেত্রে নানা সমালোচনা এড়িয়ে দরিদ্র দেশগুলোর স্বার্থে উন্নত দেশগুলোকে এ প্রযুক্তি হস্তান্তরের কথাও বলা হয়েছে ওই গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে৷

জ্বালানি মূল্য বেড়ে যাওয়ায় গোটা বিশ্বে বেড়ে গেছে খাদ্যের দাম৷ বিশেষ করে পরিবেশ বান্ধব বায়োফুয়েল উত্‌পাদনে ভুট্টা ব্যবহারের ফলে চাপ পড়েছে গম ও চালের ওপর৷ ফলে গোটা বিশ্বেই খাদ্যের দাম বেড়েছে৷ এর প্রভাব সবচে বেশী পড়েছে তৃতীয় বিশ্বের নিম্ন আয়ের মানুষের ওপর৷ পাঁচ দশক আগেও খাদ্য উত্‌পাদন যেভাবে বেড়ে চলছিলো তা এখন অনেকটাই কমে এসেছে৷ মেক্সিকো ভিত্তিক আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের প্রধান থমাস লাম্পকিন জানিয়েছেন, ৬০এর দশকে বিশ্বে গম উত্‌পাদন বৃদ্ধির হার ছিলো ১০ শতাংশ যা এখন মাত্র দুই শতাংশেরও কম৷

ফসলের উত্‌পাদন বাড়াতে জমিতে সার প্রয়োগ করা হচ্ছেছবি: dpa - Report

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংগঠনের তথ্য মতে গম ও ভুট্টা বিশ্বের ৪০ শতাংশ খাদ্য চাহিদা মিটিয়ে থাকে৷ গত দু বছরে গমের মুল্য দ্বিগুনেরও বেশী হয়েছে৷ এ অবস্থায় প্রতি টন গমের মুল্য দাঁড়িয়েছে ৪৫৪ ডলার পর্যন্ত৷ এছাড়া অন্যান্য খাদ্যের দামও বেড়েছে ৫০ শতাংশের বেশী৷

খাদ্য উত্‌পাদন বাড়াতে বিগত দশকগুলোতে হয়েছে অনেক গবেষণা৷ বিভিন্ন শস্যের জিনগত পরিবর্তন এনে উত্‌পাদনের মাত্রা বাড়ানোর চেষ্টা করেছেন বিজ্ঞানীরা৷ এছাড়া পরিবেশভেদেও উপযুক্ত শস্য উদ্ভাবনের চেষ্টা চলছে৷ তবে এক্ষেত্রে এ সব উদ্যোগ সবচেয়ে বেশী বাধা পেয়েছে উন্নত বিশ্বের ভোক্তা ও পরিবেশবাদী সংগঠনগুলোর কাছ থেকে৷ এসব সংগঠনের বিরোধিতার ফলে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার মত খাদ্য উত্‌পাদানে প্রথম সারিতে থাকা দেশগুলো উদ্ভাবিত এসব শস্যের বাণিজ্যিক উত্‌পাদন বন্ধ রেখেছে৷ জিনগত পরিবর্তন এনে উচ্চ ফলনশীল শস্য উদ্ভাবনের উদ্যোগ থেকেও পিছিয়ে এসেছে নামকরা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান৷

ইউরোপীয় ইউনিয়ন এখন পর্যন্ত এসব উচ্চ ফলনশীল শস্য উত্‌পাদনের অনুমতি দেয়নি৷ কিন্তু থমাস লাম্পকিন মনে করেন, তৃতীয় বিশ্বের দরিদ্র মানুষের স্বার্থে উন্নত দেশগুলোর উচিত এদিকে মনোযোগ দেয়া৷ উন্নত বিশ্বের উদ্দেশ্যে তিনি বলেন, প্রযুক্তি ব্যবহার করে খাদ্য উত্‌পাদন বাড়ালে দরিদ্র দেশগুলোর মানুষ খাদ্য সংকট থেকে মুক্তি পাবে৷ এসব প্রযুক্তি না দিয়ে মূলত তাদেরকে ক্ষুধার্ত করে রাখা হচ্ছে৷

এদিকে গোটা বিশ্বে বর্তমানে খাদ্য মজুদের পরিমাণও কমে গিয়েছে৷ এ মুহূর্তে যে পরিমাণ খাদ্য শস্য রয়েছে তা দিয়ে মাত্র ৫৩ দিন চাহিদা মেটানো সম্ভব হবে৷ সাত বছর আগেও গোটা বিশ্বে ১১৫ দিনের খাদ্য মজুদ ছিলো৷ বিষয়টি উল্লেখ করে থমাস লাম্পকিন জানান, যদি চীন, ভারত কিংবা যুক্তরাষ্ট্রের মত দেশগুলোতে কোন কারণে খরা সৃষ্টি হয় এবং খাদ্য উত্‌পাদান কমে যায় তাহলে গোটা বিশ্বে খাদ্যমূল্য পাঁচগুন বেড়ে যাবে৷ যা বিপুল সংখ্যক মানুষকে অনাহারে মৃত্যুর দিকে ঠেলে দেবে৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ