1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশসাউথ আফ্রিকা

খাদ্য সংকট মোকাবিলায় জোহানেসবার্গে অভিনব উদ্যোগ

২৯ নভেম্বর ২০২৩

কিছু সমস্যার সমাধান আমাদের হাতের নাগালে থাকলেও নানা কারণে সেই সম্ভাবনার সদ্ব্যাবহার হয় না৷ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে এক উদ্যোগের আওতায় খাদ্য সংকট মেটানোর দৃষ্টান্ত অনেকেরই নজর কাড়ছে৷

প্রত্যেকটি নতুন বাগানের জমি ও বাগান করার প্রত্যেকটি পাঠ শুধু মানুষকে তাদের খাদ্যের চাহিদা মেটাতে সাহায্য করে না৷ নতুন করে পাওয়া চাষের দক্ষতার কারণে শহরাঞ্চলে গুরুত্বপূর্ণ পোকামাকড় ও উদ্ভিদের জীববৈচিত্র্য এবং বাতাসের মানও বেড়ে যায়৷ স্থানীয় স্তরে কর্মসংস্থানের বীজও একইসঙ্গে ছড়িয়ে পড়ে৷
গ্রিন বিজনেস ভিলেজ বৃক্ষরোপণ, রান্না ও সংরক্ষণের বাইরেও অনেক কিছু শেখায় (ফাইল ফটো)ছবি: Guillem Sartorio/Getty Images

জোহানেসবার্গ শহরের কেন্দ্রস্থলে বহুতল বাণিজ্যিক ভবনগুলির মাঝেই লোরেনৎসভিল এলাকা৷ সেখানকার মানুষের আয় কিন্তু মোটেই বেশি নয়৷ দক্ষিণ আফ্রিকায় খাদ্যের মূল্য চলতি বছরে ১৪ শতাংশ বেড়ে গেছে৷ ফলে এলাকার মানুষ কোনোরকমে টিকে রয়েছেন৷ লোরেনৎসভিলের এক দোকানদার জানালেন, ‘‘প্রত্যেকটি দিনই কঠিন৷ কখনো পচা জিনিস আসে, যেমন এই ক্যাপসিকাম৷ আমি সাধারণত বাক্সপ্রতি ৩৫ ব়্যান্ড দেই৷ গত সপ্তাহে দেখি ৭৫ ব়্যান্ড দাম চাইছে৷''

এই সমস্যা থেকে রেহাই পাবার একটি পথ আর্বান এগ্রিকালচার৷ লোরেনৎসভিলের ভিক্টোরিয়া ইয়ার্ড পাড়া সেই পথই দেখাচ্ছে৷ জোহানেসবার্গে কী করা সম্ভব, এটা সেটার একটা উদাহরণ৷ 

খাদ্য সংকট মোকাবিলায় দৃষ্টান্ত জোহানেসবার্গে

04:07

This browser does not support the video element.

সেই প্রাক্তন কারখানা প্রাঙ্গণে মাৎজেপিসো মাখাবানে শহরবাসীকে নিজস্ব খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করার প্রেরণা জোগাতে চান৷ জোহানেসবার্গের স্ব-ঘোষিত গ্রিন লেডি নিজে গ্রিন বিজনেস ভিলেজের প্রধান৷ সেখানে মানুষকে মাটি ঘেঁটে হাত নোংরা করে উপার্জন করতে প্রেরণা দেওয়া হয়৷ মাৎজেপিসো বলেন, ‘‘গ্রিন ইকোনমি বেশ বড়৷ অর্থাৎ, কলেজে আমরা ঝুলন্ত ছোট ফলমূল দিয়ে শুরু করি৷ সবার আগে খাবার দিয়ে শুরু করি৷''

৭৫ ইউরোর মতো অংকের বদলে সেই কলেজ পাঁচ দিনের কর্মশালার ব্যবস্থা করে৷ সেখানে অরগ্যানিক খাবার উৎপাদনের কৌশল সেখানো হয়৷ আজ মাখাবানে তাঁর ছাত্রদের নাসপাতি দিয়ে চাটনি ও নানা সবজির আচার তৈরি করা শেখাচ্ছেন৷ ভিনিগার, চিনি বা লবণের মতো সংসারের সাধারণ উপকরণ দিয়ে তা করা যায়৷

গ্রিন বিজনেস ভিলেজ অবশ্য বৃক্ষরোপণ, রান্না ও সংরক্ষণের বাইরেও অনেক কিছু শেখায়৷ মাৎজেপিসো বলেন, ‘‘আমরা সেই প্রশিক্ষণের সঙ্গে ব্যবসার কৌশল ও বাইরের জগত সম্পর্কে শেখানো হয়৷ আমরা এক বিজনেস কলেজ৷ আমরা চাই, তারা উদ্যোক্তা হয়ে উঠুক৷ শুধু নিজেদের জন্য চাটনির বাইরেও কিছু করতে হবে৷''দক্ষিণ আফ্রিকা নিজস্ব জনসংখ্যার জন্য যথেষ্ট খাদ্য উৎপাদন করতে পারে৷ তা সত্ত্বেও বেড়ে চলা ব্যয়ের কারণে ২০২০ সালে প্রতি চারটির মধ্যে একটি সংসারের মানুষকে ক্ষুধার্ত থাকতে হয়েছে৷ 

স্বাস্থ্যকর খাদ্য মানুষের সামর্থ্যের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে খোলোফেলো এমফোগো চাষের কাজ শুরু করেন৷ তিনি চার বছর আগে গ্রিন বিজনেস কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেন৷ এখন তিনি জোহানেসবার্গের উত্তরে ছোট শহুরে খামার চালান৷ প্রশিক্ষণপ্রাপ্ত সংগীতশিল্পী হিসেবে তিনি মনে করেন, শহরের মানুষকে নতুন করে নিজস্ব খাদ্য উৎপাদন করা শিখতে হবে৷ এই জমিতে তিনি নিয়মিত স্থানীয় তরুণদের চাষের মৌলিক কৌশল শেখান৷ খোলোফেলো বলেন, ‘‘কেউ আর ক্ষুধা নিয়ে অভিযাগ করবে না, সেটাই আমার আশা৷ অমি দেখি, তাদের বাসার পেছনে ছোট বাগান রয়েছে৷ কারণ আমরা সেখানেই কাজ করি৷ সবারই যেন আমাদের মতো ছোট একফালি জমি থাকে৷ তখন তারা সুযোগ দেখতে শুরু করেন৷ কারণ কৃষিকাজ, পারমাকালচার ইত্যাদি অনেক সুযোগ রয়েছে৷ এ ক্ষেত্রে অনেক টাকা রয়েছে৷''

এমফোগো বিনামূল্যেই এই সব পাঠক্রম দেন৷ আজ এক স্থানীয় নারী এসে পুরানো প্লাস্টিক বোতল দিয়ে স্বয়ংক্রিয় পানি ঢালার প্লান্টার তৈরির কাজ শেখাচ্ছেন৷ বাসায় শাকসবজি ও ঔষধি উৎপাদন করতে সেটা কাজে লাগে৷ কঠিন সময়ে সেই ‘গ্রিন স্কিল' অত্যন্ত মূল্যবান৷

দুই হাজারের বেশি ছাত্রদের প্রশিক্ষণের পর সাফল্যের এমন কাহিনি মাখাবানেকে তাঁর ‘গ্রিন মেসেজ' ছড়িয়ে দেবার প্রেরণা জোগায়৷ তাঁর মতে, ‘‘খাবারই সবকিছু৷ সেটাই হলো কথা৷ কোভিড, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্যের মতো সমস্যা থাকুক বা না থাকুক, সবাইকে খেতে হয়৷ প্রেসিডেন্টসহ সবারই খাবার চাই৷''

প্রত্যেকটি নতুন বাগানের জমি ও বাগান করার প্রত্যেকটি পাঠ শুধু মানুষকে তাদের খাদ্যের চাহিদা মেটাতে সাহায্য করে না৷ নতুন করে পাওয়া চাষের দক্ষতার কারণে শহরাঞ্চলে গুরুত্বপূর্ণ পোকামাকড় ও উদ্ভিদের জীববৈচিত্র্য এবং বাতাসের মানও বেড়ে যায়৷ স্থানীয় স্তরে কর্মসংস্থানের বীজও একইসঙ্গে ছড়িয়ে পড়ে৷

রেন্টিয়া বার্লেট, স্টেফান ম্যোল/এসবি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ