1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খানখান হয়ে আছেন বলিউডের তিন খান

২৭ আগস্ট ২০১১

আমীর, শাহরুখ, সালমান.. এই তিন খানেদের নিয়ে নানারকমের কাহানি উড়ে বেড়াচ্ছে বাতাসে৷ বৌ বিতর্ক তো আছেই, ইগো বিতর্কও কম নয়৷

শাহরুখের আহ্বানে সাড়া দেননি আমীর খানছবি: AP

ঘটনাটা এক পার্টিতে প্রথমে শুরু হয়৷ সেখানে আমীর খানও হাজির, আবার শাহরুখও৷ দুই হিরোই সঙ্গে স্ত্রীদের নিয়ে গেছেন৷ সচরাচর যা হয়, এই মাপের তারকা এলে একজনের সঙ্গে অন্যজনের সৌজন্য বিনিময়, স্ত্রীদের মধ্যেও একটু শাড়ি গয়না নিয়ে কথাবার্তা, খুনসুটি, এসব তো থাকেই৷ কিন্তু দেখা গেল আমীর আর শাহরুখের দুই গিন্নী কিন্তু একজনের সঙ্গে আরেকজনের বেশ আরো আরো ছাড়ো ছাড়ো ভাব দেখাচ্ছেন৷ দু'জনেই দু'জনকে এড়িয়ে যাচ্ছেন৷ আমীর গিন্নী কিরণ যদি যান ডানদিকে, তো শাহরুখ বেগম গৌরীকে দেখা যাচ্ছে এক্বেবারে বাঁদিকে চলে যেতে৷ বোঝাই গেছে, দুই নায়কের মতই দুই নায়কের হেড অফিসেরও পারস্পরিক সম্পর্ক তেমন সুবিধের নয়!

শাহরুখছবি: AP

গল্প আরও আছে৷ ইউটিভিতে একটি স্টার শো-র দায়িত্ব সম্প্রতি হাতে নিয়েছেন শাহরুখ খান৷ সেটায় আমীর খানকে ডেকেছিলেন কিং খান৷ আমীর সরাসরি না বলে দিয়েছেন৷ এর মধ্যে আবার জড়িয়েছেন সালমান খান সাহেবও৷ ডন টু, যে ছবি নিয়ে শাহরুখের ব্যাপক আশা, সেটার ট্রেলার সালমানের আসন্ন ছবি বডিগার্ডের সঙ্গেই রিলিজ করতে চেয়েছিল পরিবেশক রিলায়েন্স৷ সালমান নাকি ভয়ংকর ক্ষিপ্ত হয়ে পেল্লাই একখানা না বলে দিয়েছেন৷

কারণটা কী? কারণ সেই ২০০৮ সালে সালমানের তৎকালীন বান্ধবী কাটরিনা কাইফের ২৪ তম জন্মদিনের পার্টিতে শাহরুখের সঙ্গে সালমানের ঝগড়া৷ সালমানের আরেক প্রাক্তন বান্ধবী, ঐশ্বরিয়া রাইকে নিয়ে শাহরুখ কিছু চটুল কথা বলায় সালমান সেদিন খেপে যান৷ দুই নায়কের সেই লড়াই আজও বহমান৷

দেখা যাচ্ছে বলিউডের এই তিন খান আসলে খান খান হয়ে রয়েছেন!

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা:   জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ