করোনার কারণে যুক্তরাষ্ট্রের অরেগন রাজ্যে রেস্তোরাঁ ও বারে বসে খাবার ও পানীয় পান বর্তমানে বন্ধ রয়েছে৷ এই অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখতে অভিনব এক উপায় বের করেছেন স্ট্রিপ ক্লাবের এক মালিক৷
বিজ্ঞাপন
গতমাসের ১৬ তারিখ থেকে অরেগনে বড় সমাবেশ নিষিদ্ধ৷ রেস্তোরাঁ আর বারে বসে খাওয়াও বন্ধ৷ শুধু সঙ্গে নিয়ে যাওয়ার জন্য খাবার বিক্রি করতে পারছে তারা৷ অরেগনের পোর্টল্যান্ড শহরের স্ট্রিপ ক্লাব ‘লাকি ডেভিল লাউঞ্জ' সেটা শুরুও করেছিল৷ কিন্তু একটি স্ট্রিপ ক্লাবের মূল আকর্ষণ হচ্ছে, স্বল্পবসনা নারীদের পোলড্যান্স৷ প্রাপ্তবয়স্ক ক্রেতাদের যৌন উত্তেজনা দিতে শরীর থেকে এক এক করে পোশাক খুলতে থাকেন নাচিয়েরা৷
কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই নাচ দেখার সুযোগ না থাকায় ক্রেতা পাচ্ছিলেন না ক্লাবের মালিক শন বোল্ডেন৷ তাই একদিন তিনি খাবার ডেলিভারি দিতে নাচিয়েদের পাঠানো হবে বলে ঠাট্টা করে একটি টুইট করেছিলেন৷ মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়৷ ‘‘হঠাৎ করেই আমার মাথায় বাতি জ্বলে উঠে, আর আমি বলি, ‘আমার মনে হয় আমাদের এটা করা উচিত’,’’ রয়টার্সকে বলেন তিনি৷
এরপরই সব ব্যবস্থা করে ফেলেন শন বোল্ডেন৷ এখন তাঁর ক্লাব দুটি সেবা চালু করেছে৷ একটি হচ্ছে, খাবার সংগ্রহের সময় পোলড্যান্স দেখার ব্যবস্থা করা৷ গাড়ি নিয়ে খাবার সংগ্রহ করতে আসা ক্রেতাদেরকে এখন একটি বড় তাঁবুর ভেতর গাড়িসহ ঢোকানো হচ্ছে৷ সেখানে গাড়ির দুই পাশে থাকা মঞ্চের উপর পোলড্যান্স চলছে৷ নাচিয়েরা চুমকি দেয়া মাস্ক, জি-স্ট্রিং বিকিনি বটম আর বুট পরে রয়েছেন৷ আর তাদের স্তনের অগ্রভাগ আলতো করে ঢাকা আছে৷
আর যে ক্রেতারা বাড়িতে খাবার চেয়ে পাঠাচ্ছেন, সেগুলো ডেলিভারি দিতে নাচিয়েদের পাঠাচ্ছে ঐ স্ট্রিপ ক্লাব৷ সঙ্গে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করতে বাউন্সাররাও যাচ্ছেন!
এই দুই সেবার যে-কোনো একটি পেতে ক্রেতাদের ত্রিশ ডলার দিতে হচ্ছে৷ তবে খাবারের দাম যা ছিল, তাই আছে৷
এসব কারণে এখন পোর্টল্যান্ড ছাড়াও পার্শ্ববর্তী শহর থেকেও ক্রেতা পাচ্ছে ঐ ক্লাব৷ তারপরও অবশ্য করোনার আগের সময়ের আয়ের ছয় ভাগের মাত্র একভাগ আয় সম্ভব হচ্ছে বলে জানাচ্ছেন ক্লাবের মালিক বোল্ডেন৷ তবে ক্লাবের বেশিরভাগ কর্মীকে ন্যূনতম মজুরি দেয়া যাচ্ছে বলে জানান তিনি৷
জেডএইচ/এসিবি (রয়টার্স)
করোনা সংকটে দিকে দিকে শুভ বিবাহ
করোনার প্রাদুর্ভাবের আগে যেসব উৎসব, অনুষ্ঠানের দিন ঠিক করা হয়েছিল, তার সব কি বাতিল হয়েছে? না, চাইলেও সব বাতিল করা যায় না। তাই এমন পরিস্থিতিতেও বিশ্বের বিভিন্ন দেশে বিয়ে হয়েছে, হচ্ছে। দেখুন ছবিঘরে..
ছবি: Reuters/R. Zvulun
ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
টু ওয়ে রেডিওর মাধ্যমে গির্জার যাজকের সঙ্গে যুক্ত হয়ে রাস্তার পাশে গাড়ি পার্ক করানোর জায়গাতেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছেন এক যুগল। ১৭ এপ্রিলের ছবি।
ছবি: Reuters/M. Blake
ফ্রাঙ্কফুর্ট, জার্মানি
ফ্রাঙ্কফুর্ট শহরের টাউন হলের বাইরে বিয়ের সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা। ছবিটি ২০ মার্চের।
ছবি: Reuters/K. Pfaffenbach
মস্কো, রাশিয়া
বিয়ের আনুষ্ঠানিকতা সেরে রেজিস্ট্রি অফিস থেকে বেরিয়ে আসছেন নবদম্পতি। অনুষ্ঠানের দিন অতিথিরা সামাজিক দূরত্ব বজায় রেখে অভিনন্দন জানাচ্ছেন তাদের। ৮ এপ্রিলের ছবি।
ছবি: Reuters/Sergei Kiselyov/Moscow News Agency
জেরুসালেম, ইসরায়েল
গত ২৭ এপ্রিল আনুষ্ঠানিকতা শেষে মাস্ক পরেইপরস্পরকে চুমু খেয়ে দাম্পত্য জীবন শুরু করেছেন এক যুগল।
ছবি: Reuters/R. Zvulun
কায়রো, মিশর
একটু পরেই শুরু হবে কারফিউ। সারারাত আর ঘর থেকে বেরোনো যাবে না। তাই বিয়ের পর গাড়িবহর নিয়ে আনন্দে মেতেছে নবদম্পতির পরিবার।
ছবি: Reuters/A. A. Dalsh
জুরিখ, সুইজারল্যান্ড
বিয়ের পর ক্যামেরার সামনে এক সমকামী দম্পতি। ১৪ এপ্রিলের ছবি।
ছবি: Reuters/A. Wiegmann
পেসকালা, ইতাল
করোনা ভইরাস থেকে বাঁচতে বিয়ের অনুষ্ঠানেও পাত্র-পাত্রী এবং অতিথিরা এসেছেন মাস্ক পরে। সামাজিক দূরত্ব বজায় রাখতেও ভুলেননি অতিথিরা। ছবিটি গত ২৭ এপ্রিলের।
ছবি: Reuters/J. Lorenzini
ব্রাসেলস, বেলজিয়াম
গত ১১ এপ্রিল বিয়ে করে নতুন জীবন শুরু করেছেন ব্রাসেলসের এই জুটি। পাত্র-পাত্রী মাস্ক না পরলেও অতিথিরা এ ভুল করেননি।
ছবি: Reuters/J. Geron
কারবালা, ইরাক
ইরাকের এই যুগল খুব সতর্ক, পাত্র নাক মুখ ঢেকেছেন মাস্কে, পাত্রীর কপালও ঢাকা।
ছবি: Reuters/A. Dhiaa Al-deen
ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
গত ১৭ এপ্রিল এমন মাস্ক পরেই বিয়ে সেরেছেন প্রবীণ এই যুগল।
ছবি: Reuters/M. Blake
কায়রো, মিশর
১৬ এপ্রিল কায়রোয় হয়ে যাওয়া এই বিয়ের অনুষ্ঠানে অতিথি খুব কম ছিল না।
ছবি: Reuters/R. Gomaa
জাকার্তা, ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার এই তরুণ-তরুণী স্বামী-স্ত্রী হয়েছেন গত ১১ এপ্রিল।
ছবি: Reuters/Antara Foto/Sigid Kurniawan
অপেক্ষার প্রহর
মেক্সিকোর এই যুগলের গত ১০ এপ্রিল বিয়ে হওয়ার কথা। খুব সংক্ষিপ্ত পরিসরে আনুষ্ঠানিকতা সেরে নেওয়া যেতো। কিন্তু জীবনের এত গুরুত্বপূর্ণ একটি দিনকে প্রিয়জনদের উপস্থিতিতে বরণ করতে চান বলে আগামী আগস্ট পর্যন্ত অনুষ্ঠান পিছিয়ে দিয়েছেন তারা