1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কৃত্রিম মাংসের বার্গার

৫ আগস্ট ২০১৩

গবাদি পশুর স্টেমসেল থেকে তৈরি মাংস দিয়ে এই বার্গার তৈরি করবেন বিজ্ঞানীরা৷ সোমবার লন্ডনের একটি রেস্টুরেন্টে এই বার্গার তৈরি হবে৷ আর সেটা চেখে দেখবেন দুই স্বেচ্ছাসেবক খাদক৷

ছবি: Fotolia/Gennadiy Poznyakov

ডাচ বিজ্ঞানী মার্ক পোস্টের গত কয়েক বছরের গবেষণার ফল এই মাংস৷ পোস্টের আশা তাঁর উদ্ভাবিত মাংস বিশ্বের খাদ্য চাহিদা মেটানো ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা করবে৷

কয়েকটি তথ্য দিলে বিষয়টা পরিষ্কার হবে৷ বিশ্ব খাদ্য সংস্থার ২০০৬ সালের এক প্রতিবেদন বলছে, কৃষিকাজে প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, ডিফরেস্টেশন ও বায়োডাইভারসিটি কমানোর ক্ষেত্রে ‘বড় ভূমিকা' রাখছে৷

ঐ প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিশ্বে যত গ্রিনহাউস গ্যাস নির্গমন হয় তার ১৮ শতাংশের জন্য নাকি দায়ী মাংস শিল্প এবং এই মাত্রা আরো বাড়তে পারে কারণ দ্রুত উন্নয়নশীল দেশ চীন ও ভারতে মাংস খাওয়ার পরিমাণ বাড়ছে৷

জাতিসংঘের ঐ সংস্থার মতে, ২০৩০ সালে মাংস উৎপাদনের পরিমাণ বেড়ে দাঁড়াবে ৩৭৬ মিলিয়ন টনে৷ ১৯৯৭-১৯৯৯ সালে যেটা ছিল ২১৮ মিলিয়ন টন৷

বেশি বেশি মাংস উৎপাদন মানেই হলো বেশি বেশি পরিবেশ দূষণ৷ সুতরাং যদি কৃত্রিম মাংস উৎপাদন করে মাংসের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় তাহলে তো সেটা ভালোই হবে বলে বিশ্লেষকদের ধারণা৷

ডাচ বিজ্ঞানী পোস্ট আশা করছেন যে, আগামী ২০ বছরের মধ্যে বাণিজ্যিক উপায়ে কৃত্রিম মাংসের উৎপাদন শুরু করা যাবে৷

কিন্তু প্রশ্ন হচ্ছে কৃত্রিম মাংস কি আসল মাংসের স্বাদ এনে দিতে পারবে?

জেডএইচ/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ