ডেভিড বেকহ্যাম তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নিয়ন্ত্রণভার খারকিভের এক চিকিৎসকের হাতে তুলে দিলেন।
বিজ্ঞাপন
যুক্তরাজ্যের সাবেক ফুটবলার বেকহ্যামের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা সাত কোটি ১৫ লাখ। রোরবার বেকহ্যামের ইনস্টাগ্রামে একের পর এক ছবি, ভিডিও আপলোড করা হলো। সেগুলি ইউক্রেনের খারকিভ শহর থেকে। সেখানকার চিকিৎসক ও শিশু অ্যানেস্থিওলজিস্ট ইরিনাকে তার ইনস্টাগ্রামের নিয়ন্ত্রণভার দিয়েছিলেন বেকহ্যাম।
সেখানে ইরিনা খারকিভের বর্তমান অবস্থার কথা সমানে তুলে ধরলেন ভিডিও ও ছবির মাধ্যমে। ইরিনা দেখিয়েছেন, রাশিয়ার হামলার পর কীভাবে একটা ছোট বেসমেন্টে গাদাগাদি করে আছেন গর্ভবতী ও সদ্য মায়েরা। তাদের উদ্ধার করে এই বেসমেন্টে রাখা হয়েছে। তিনি আইসিইউ-তে সদ্য জন্ম নেয়া শিশুদের ছবিও দেখিয়েছেন। ইউনিসেফের দেয়া অক্সিজেন জেনারেটরের সাহায্যে তাদের বাঁচিয়ে রাখা হচ্ছে। তিনি দেখিয়েছেন, সদ্য মা হওয়া ইয়ানাকে, তিনি তার বাচ্চাকে জড়িয়ে ধরে আছেন। শ্বাসকষ্ট নিয়ে বাচ্চাটি জন্মেছে। ইয়ানার বাড়ি পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ইনস্টাগ্রামে সর্বোচ্চ আয়ের ১০ খেলোয়াড়
করোনা ভাইরাসের কারণে খেলাধুলা বন্ধ থাকলেও ক্রীড়াবিদদের আয়ের কমতি নেই৷ জেনে নিন মার্চের ১২ তারিখ থেকে মে মাসের ১৪ তারিখ পর্যন্ত ইনস্টাগ্রাম থেকে সর্বোচ্চ আয় করা ১০ খেলোয়াড়ের আয়ের পরিমাণ৷
ছবি: instagram.com/cristiano
রোনাল্ডো
ইনস্টাগ্রামে আয়ের দিক থেকে এগিয়ে আছেন তারকা ফুটবলাররা৷ আয়ের শীর্ষে ইয়ুভেন্টুস তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ কোয়ারান্টিনের দুই মাসে তিনি ইনস্টাগ্রাম থেকে আয় করেছেন ১৮ লাখ ৮২ হাজার ৩৩৬ পাউন্ড বা প্রায় ১৯ কোটি ৪৫ লাখ টাকা৷
ছবি: picture-alliance/dpa/F. Ferrari
মেসি
দ্বিতীয় স্থানে আছেন রোনাল্ডোর চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা তারকা লিওনেল মেসি৷ লক ডাউনে ইনস্টাগ্রাম থেকে তাঁর আয় ১২ লাখ পাউন্ড বা প্রায় ১২ কোটি ৯৬ লাখ টাকা৷
ছবি: Imago Images/ZUMA Wire/E. Alonso
নেইমার
পিএসজিএস তারকা নেইমার আছেন তিন নম্বরে৷ লক ডাউনের দুই মাসে ইনস্টাগ্রাম থেকে তার আয় ১১ লাখ পাউন্ড বা প্রায় ১১ কোটি ৮৮ লাখ টাকা৷
ছবি: imago images/HMB-Media
ও’নিল
বাস্কোটবল খেলোয়াড় সাকিল ও’নিল আছেন চতুর্থ অবস্থানে৷ দুই মাসে তার আয় ৫ লাখ ৮৩ হাজার পাউন্ড অর্থাৎ প্রায় ৬ কোটি ৩০ লাখ টাকা৷
ছবি: picture-alliance/Pressefoto Ulmer
বেকহ্যাম
সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম আছেন পঞ্চম স্থানে৷ লক ডাউনে ইনস্টাগ্রাম থেকে তার আয় ৪ লাখ পাউন্ড বা প্রায় ৪ কোটি ৩৮ লাখ টাকা৷
ছবি: Getty Images/M. Reaves
কোহলি
তালিকায় ছয় নম্বরে আছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি৷ লক ডাউনে সর্বোচ্চ আয়ের শীর্ষ ১০ খেলোয়াড়দের মধ্যে তিনিই একমাত্র ক্রিকেটার৷ ইনস্টাগ্রামের পোস্টের জন্য কোহলি আয় করেছেন ৩ লাখ ৭৯ হাজার ২৯৪ পাউন্ড বা প্রায় ৪ কোটি ১০ লাখ টাকা৷
ছবি: AFP/J. Sawad
ইব্রাহিমোভিচ
সুইডিশ ফুটবলার স্লাতান ইব্রাহিমোভিচ আছেন সাত নম্বরে৷ দুই মাসে ইনস্টাগ্রাম থেকে তার আয় ১ লাখ ৮৪ হাজার পাউন্ড বা প্রায় ১ কোটি ৯৯ লাখ টাকা৷
ছবি: picture-alliance/dpa/A. Haider
ডোয়েইন ওয়েড
সাবেক এনবিএ তারকা ডোয়েইন ওয়েড আছেন আট নম্বরে৷ এইসময়ে ইনস্টাগ্রাম পোস্ট থেকে তার আয় ১ লাখ ৪৩ হাজার পাউন্ড বা প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা৷
ছবি: Getty Images/M. Reaves
দানি আলভেস
ব্রাজিলের ফুটবলার দানি আলভেস আছেন ৯ নম্বরে৷ কোয়ারান্টিন সময় ইনস্টাগ্রাম থেকে তার আয় ১ লাখ ৩৩ হাজার পাউন্ড বা প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা৷
ছবি: picture-alliance/dpa
অ্যান্থনি জসুয়া
ইনস্টাগ্রামে আয়ের দিক থেকে বক্সার অ্যান্থনি জসুয়া আছেন ১০ নম্বরে৷ লক ডাউনে তার আয় ১ লাখ ২১ হাজার পাউন্ড বা প্রায় ১ কোটি ৩১ লাখ টাকা৷
ছবি: picture-alliance/empics/N. Potts
10 ছবি1 | 10
ইরিনা জানিয়েছেন, তিনি এখন সাতদিন ২৪ ঘণ্টা কাজ করছেন। তিনি বলেছেন, ''আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি। তবে আমরা সেসব ভাবছি না। আমরা কাজ করতে ভালোবাসি।'' তিনি বলেছেন, ''চিকিৎসক ও নার্সরা এখানে আছি। আমরা চিন্তিত, আমরা কেঁদে ফেলছি। কিন্তু আমরা হেরে যেতে রাজি নই।''
২০০৫ সাল থেকে বেকহ্যাম ইউনিসেফের দূত। তিনি তার অনুগামীদের ইউক্রেনের জন্য দান করতে বলেছেন। ইউনিসেফ ইউক্রেনের মানুষদের কাছে পানীয় জল ও খাবার পৌঁছে দিচ্ছে। হাসপাতালে মা ও বাচ্চাদের প্রয়োজনীয় জিনিস দিচ্ছে।
মিস্টার অ্যান্ড মিসেস বেকহ্যাম
ফ্যাশন স্টার, আবার ভালো বিজনেসম্যান – বা বিজনেসউওম্যানও বটে, দেখতে-শুনতেও মন্দ নন৷ একজন সাবেক পপস্টার, অন্যজন সাবেক ফুটবল স্টার৷ দু’জনকে মেলালে: দ্য বেকহ্যামস৷
ছবি: picture-alliance/dpa/J. Lane
দম্পতি ও দাম্পত্য
স্পাইস গার্লস-এর একটি ভিডিও দেখে ডেভিড বলেছিলেন, যদি কাউকে বিয়ে করি, তবে ঐ মেয়েটাকে৷ ঘটেও তাই, ১৯৯৯ সালে৷ ডেভিডের গোটা দু’য়েক পরকীয়া প্রেম ভিক্টোরিয়া নিজগুণে মার্জনা করে দিয়েছেন৷ এছাড়া তিনি ঐ হ্যান্ডসাম ফুটবলারটিকে ধরে পুরুষদের এক সুপারমডেলে পরিণত করেছেন – আর নিজে হয়েছেন ফ্যাশন ডিজাইনার৷
ছবি: picture-alliance/dpa/J. Lane
সন্তানাদি
বেকহ্যামরা যাকে বলে কিনা একটি ‘গ্ল্যামার কাপল’৷ তবুও তারা একটি ‘সাধারণ’ ফ্যামিলি৷ ভিক্টোরিয়া তিন ছেলে আর এক মেয়ের জন্ম দিয়েছেন, অথচ তাঁকে দেখে সেটা বোঝার উপায় নেই৷ ব্রুকলিন, রোমিও, ক্রুজ আর হার্পার, চার সন্তানের নাম বেক-এর শরীরে উলকি করা আছে৷ পারিবারিক জীবন বলতে বাবার সাথে শপিং, মার সাথে ফ্যাশন শো-তে যাওয়া, নয়ত টেলিভিশনে বাস্কেটবল দেখা বা মেলায় যাওয়া – আর সর্বত্র পাপারাৎসিদের উৎপাত সহ্য করা৷
ছবি: picture-alliance/dpa/Gombert
বেকহ্যাম নিজেই একটি শিল্পকলা
‘বেকস’এর পেটানো শরীরে ৩২টি উলকি আছে – তিনি নিজেই একটি টক শো’তে বলেছেন৷ তার মধ্যে তাঁর প্রিয় জার্সির নম্বরটিও পড়ে: সাত নম্বর৷ এই তো সেদিন এক টক শো থেকে জানা গেল যে, ভিক্টোরিয়া দৃশ্যত নিজেই জানেন না, বেকস-এর উলকিগুলো ঠিক কোথায়!
ছবি: AFP/Getty Images
মাঠে-ময়দানে
বেকহ্যামের ব্যক্তিগত সম্পত্তির মূল্য হলো ৩০ কোটি ইউরো, অর্থাৎ তিনি মেসি কিংবা রোনাল্ডোর চেয়ে ধনি৷ ইংল্যান্ডের জার্সি গায়ে ১১৫ বার মাঠে নেমে ১৭টি গোল করেছেন৷ তাঁর ফুটবল-পদযুগল বীমা করা আছে তিন কোটি দশ লক্ষ ইউরোতে৷ এক বিশ্বকাপ ছাড়া ফুটবলের বাকি সব খেতাব জিতেছেন৷
ছবি: picture-alliance/dpa
সিক্সপ্যাক
বেকস ১৮২ সেন্টিমিটার লম্বা আর ওজনে ৭৪ কিলো৷ পেপসি, জিলেট আর এইচঅ্যান্ডএম-এর মতো বড় বড় কোম্পানির বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা গেছে তাঁকে৷ ছবিতে তিনি আর্মানি-র হয়ে পোজ করছেন৷
ছবি: picture-alliance/akg-images
মুখে তার হাসি নেই
ভিক্টোরিয়ার ট্রেডমার্ক হলো তাঁর গম্ভীর মুখ৷ ক্ষীণকটি, নিন্দুকেরা বলে একটু বেশি ক্ষীণ৷ ভিক্টোরিয়া বলেন তিনি রোগাশোগা, ছিমছাম বটে, কিন্তু সেটা বিভিন্ন ডায়েট ও খেলাধুলার কল্যাণে – তবে তিনি অ্যানোরেক্সিক নন৷ তাঁর রোগা থাকতেই ভালো লাগে – যেমন তিনি ২০ বছর আগে স্পাইস গার্লসের আমলে ছিলেন৷
ছবি: picture-alliance/dpa/J. Lane
পশ স্পাইস
ভিক্টোরিয়া ছিলেন ইতিহাসের সফলতম গার্ল গ্রুপ স্পাইস গার্লস-এর সদস্য, ১৯৯৬ সালে ‘ওয়ানাবি’ হিট গানটি দিয়ে যাদের জয়যাত্রা শুরু হয়৷ পাঁচ কোটি ত্রিশ লক্ষ রেকর্ড বিক্রি হয়েছিল এই স্পাইস গার্লসদের৷ ভিক্টোরিয়ার ডাকনাম ছিল পশ স্পাইস, মানে বড়লোক স্পাইস৷ ২০০১ সালে ব্যান্ড মুলতুবি রেখে স্পাইস গার্লরা চেষ্টা করেন একাই সফল হতে – কিন্তু বৃথা৷
ছবি: picture-alliance/dpa/F. Hanson
ফ্যাশন ডিজাইনার
২০০৪ সালেই ভিক্টোরিয়া একটি ব্রিটিশ লেবেলের হয়ে জামাকাপড় ডিজাইন করতে শুরু করেন৷ ২০০৬ সালে আসে তাঁর নিজের লেবেল ‘ডিভিবি স্টাইল’৷ ২০১৪ সালে তাঁকে ইংল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিলা ব্যবসায়ীর খেতাবটি দেওয়া হয়৷
ছবি: Getty Images/Josh Robenstone
স্পাইস গার্লদের কামব্যাক
২০০৭ সালেই যা ঘটে, ভিক্টোরিয়ার যতো কাজই থাক না কেন৷ স্পাইস গার্লস বেশ কয়েক মাস ধরে বিশ্বে জুড়ে একটি কনসার্ট টুর করেন৷ ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সের চূড়ান্ত অনুষ্ঠানেও গান গেয়েছেন তাঁরা৷
ছবি: picture-alliance/dpa/M. Owen
এই তো বয়স
ডেভিড বেকহ্যাম আজও বিশ্বের সবচেয়ে মনপসন্দ পুরুষ মডেলদের পর্যায়ে পড়েন৷ চল্লিশেও তাঁর শরীর নিখুঁত, নিজের কোম্পানির সুগন্ধ প্রোমোট করার জন্য যা দেখাতে বেকস-এর স্বভাবতই কোনো আপত্তি নেই৷
ছবি: picture alliance/Markus C. Hurek
10 ছবি1 | 10
খারকিভ হলো ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। রাশিয়া এই শহরে লাগাতার বোমা ফেলেছে।