1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

খারকিভের ডাক্তারকে ইনস্টার নিয়ন্ত্রণ দিলেন বেকহ্যাম

২১ মার্চ ২০২২

ডেভিড বেকহ্যাম তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নিয়ন্ত্রণভার খারকিভের এক চিকিৎসকের হাতে তুলে দিলেন।

ডেভিড বেকহ্যাম।ছবি: Getty Images/AFP/T. Aljibe

যুক্তরাজ্যের সাবেক ফুটবলার বেকহ্যামের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা  সাত কোটি ১৫ লাখ। রোরবার বেকহ্যামের ইনস্টাগ্রামে একের পর এক ছবি, ভিডিও আপলোড করা হলো। সেগুলি ইউক্রেনের খারকিভ শহর থেকে। সেখানকার চিকিৎসক ও শিশু অ্যানেস্থিওলজিস্ট ইরিনাকে তার ইনস্টাগ্রামের নিয়ন্ত্রণভার দিয়েছিলেন বেকহ্যাম।

সেখানে ইরিনা খারকিভের বর্তমান অবস্থার কথা সমানে তুলে ধরলেন ভিডিও ও ছবির মাধ্যমে। ইরিনা দেখিয়েছেন, রাশিয়ার হামলার পর কীভাবে একটা ছোট বেসমেন্টে গাদাগাদি করে আছেন গর্ভবতী ও সদ্য মায়েরা। তাদের উদ্ধার করে এই বেসমেন্টে রাখা হয়েছে। তিনি আইসিইউ-তে সদ্য জন্ম নেয়া শিশুদের ছবিও দেখিয়েছেন। ইউনিসেফের দেয়া অক্সিজেন জেনারেটরের সাহায্যে তাদের বাঁচিয়ে রাখা হচ্ছে। তিনি দেখিয়েছেন, সদ্য মা হওয়া ইয়ানাকে, তিনি তার বাচ্চাকে জড়িয়ে ধরে আছেন। শ্বাসকষ্ট নিয়ে বাচ্চাটি জন্মেছে। ইয়ানার বাড়ি পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ইরিনা জানিয়েছেন, তিনি এখন সাতদিন ২৪ ঘণ্টা কাজ করছেন। তিনি বলেছেন, ''আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি। তবে আমরা সেসব ভাবছি না। আমরা কাজ করতে ভালোবাসি।'' তিনি বলেছেন, ''চিকিৎসক ও নার্সরা এখানে আছি। আমরা চিন্তিত, আমরা কেঁদে ফেলছি। কিন্তু আমরা হেরে যেতে রাজি নই।''

২০০৫ সাল থেকে বেকহ্যাম ইউনিসেফের দূত। তিনি তার অনুগামীদের ইউক্রেনের জন্য দান করতে বলেছেন। ইউনিসেফ ইউক্রেনের মানুষদের কাছে পানীয় জল ও খাবার পৌঁছে দিচ্ছে। হাসপাতালে মা ও বাচ্চাদের প্রয়োজনীয় জিনিস দিচ্ছে।

খারকিভ হলো ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। রাশিয়া এই শহরে লাগাতার বোমা ফেলেছে।

জিএইচ/এসজি(এএফপি, রয়টার্স, দ্য গার্ডিয়ান)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ