1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খারকিভে রাশিয়ার সীমান্তের কাছে ইউক্রেনের সেনারা

১১ সেপ্টেম্বর ২০২২

ইউক্রেনের সেনারা দেশটির উত্তরাঞ্চলীয় খারকিভে রাশিয়ার সেনাদের দখলে থাকা বেশ কয়েক হাজার কিলোমিটার উদ্ধারে সক্ষম হয়েছে বলে দাবি করেছে৷ অন্যদিকে রাশিয়া জানিয়েছে পরিকল্পনা অনুযায়ীই সেখান থেকে তারা সেনা সরিয়ে নিচ্ছে৷

Ukraine Krieg l Rückeroberung der Region Charkiw durch die Ukrainische Armee
ছবি: Metin Aktas/AA/picture alliance

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইউক্রেনের চিফ কমান্ডার জেনারেল ভেলেরিয়ে জালুজনি জানান, সেপ্টেম্বরের শুরু থেকে এ পর্যন্ত ইউক্রেনের সেনারা রাশিয়ার দখলকৃত তিন হাজার বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে৷

তিনি বলেন, দেশটির খারকিভে রাশিয়ার সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে ইউক্রেনের সেনারা৷ খারকিভের দক্ষিণ এবং পুর্বাঞ্চলে এগিয়ে যাচ্ছে তারা৷ 

যুদ্ধের আতঙ্ক নিয়ে ইউক্রেনে স্কুলে ফিরছে শিশুরা

02:15

This browser does not support the video element.

খারকিভে সেনাদের এই অগ্রগতিকে বড় সাফল্য হিসেবে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি৷ তার আশা, শক্তিশালী অস্ত্র হাতে পেলে আসছে শীতের মধ্যে ইউক্রেনের সেনারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারবে৷      

রাজধানী কিয়েভের একজন সামরিক বিশেষজ্ঞ ওলেহ যানোভ বলেন, খারকিভে ইউক্রেনের সেনাদের এই অগ্রগতির ফলে লুহানস্কেও তাদের এগিয়ে যাওযার পথ প্রশস্ত হবে ৷ 

গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের সেনাদের খারকিভ অঞ্চলের অগ্রগতির কথা জানিয়েছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও৷

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রলালয় শনিবার জানিয়েছে, খারকিভ অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে রাশিয়ান সৈন্যদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে৷ পার্শ্ববর্তী দোনেৎস্কে শক্তি বৃদ্ধির লক্ষ্য নিয়ে সেনাদের এই অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানানো হয়৷      

আরআর/এফএস (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ