1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খারাপ খেলে হারলো ভারত, বাংলাদেশের জয়

৩১ অক্টোবর ২০২২

খারাপ ব্যাটিং, ফিল্ডিং এবং অধিনায়কের ভুল সিদ্ধান্তে হারলো ভারত। জিম্বাবোয়েকে হারালো বাংলাদেশ।

১৯তম ওভারে অশ্বিনকে দিয়ে বল করিয়ে ডুবলেন রোহিত শর্মা।
১৯তম ওভারে অশ্বিনকে দিয়ে বল করিয়ে ডুবলেন রোহিত শর্মা। ছবি: Gary Day/AP

রোববার পার্থের উইকেটে বাউন্স ছিল। ফলে সাউথ আফ্রিকার জোরে বোলাররা বাড়তি সুবিধা পাচ্ছিলেন। কিন্তু এরকম উইকেটে, আগুনে বোলিংয়ের বিরুদ্ধেই তো ভালো ব্যাটাররা ঝলসে ওঠেন। যেমন উঠলেন সূর্যকুমার যাদব। ৪০ বলে ৬৮ রানের ইনিংস খেলে। কিন্তু আর কেউ রান পেলেন না।

কোহলি রোববার বিরাট হতে পারলেন না। রোহিত শর্মা ব্যর্থ হলেন। কে এল রাহুল প্রতিটি ম্যাচেই ব্যর্থ হচ্ছেন। রোববারেও হলেন। দীপক হুডা শূন্য রানে আউট। হার্দিক দুই রানে। ফিনিশার হিসাবে যাকে দলে নেয়া হয়েছে সেই দীনেশ কার্তিক ১৫ বলে ছয় রান করেছেন। ফলে ২০ ওভারে ১৩৩ রান তোলে ভারত।

তারপরেও বোলিংয়ের শুরুটা অসাধারণ হয়েছিল। প্রথম ওভারেই দুইটি উইকেট তুলে নেন অর্শদীপ। দক্ষিণ আফ্রিকার তাড়াতাড়ি তিন উইকেট পড়ে যায়।

প্রথম ওভারেই দুই উইকেট নেন অর্শদীপ। ছবি: Trevor Collens/AFP

খারাপ ফিল্ডিং

তা সত্ত্বেও যে ভারত বিপক্ষকে চেপে ধরতে পারলো না, তার কারণ, খারাপ ফিল্ডিং। মার্করামের সহজ ক্যাচ ফেলে দেন বিরাট কোহলি। রোহিত শর্মা তার সহজ রান আউট মিস করেন। অল্প রানের পুঁজি নিয়ে এমন ফিন্ডিং করলে ম্যাচ জেতা যায় না। আর খারাপ ফিল্ডিং করেছেন বর্তমান ও সাবেক অধিনায়ক, যারা দলে অসাধারণ ফিন্ডার বলে খ্যাত।

ভুল সিদ্ধান্ত

এর সঙ্গে যুক্ত হয় রোহিত শর্মার একটি ভুল সিদ্ধান্ত। ১৯তম ওভারে তিনি রবিচন্দ্রন অশ্বিনের হাতে বল তুলে দেন। অশ্বিন ব্যর্থ হন। পেস সহায়ক উইকেটে ১৯ তম ওভার একজন স্পিনারকে দিয়ে বল করানোর বিলাসিতা দেখাতে গিয়ে ডুবেছেন রোহিত।

ভারতের খারাপ ব্যাটিং, ফিল্ডিংয়ের ফলে জিতলো সাউথ আফ্রিকা। ছবি: Trevor Collens/AFP

বাংলাদেশকে জেতালেন শান্ত, তাসকিনরা

জিম্বাবোয়ের বিরুদ্ধে অসাধারণ জয় পেল বাংলাদেশ। গত ম্যাচেই জিম্বাবোয়ে পাকিস্তানকে হারায়। কিন্তু রোববার বাংলাদেশের পারফরম্যান্স ছিল দেখার মতো। বিশেষ করে নাজমুল হাসান শান্তর ৫৫ বলে ৭১ রান এবং তাসকিন, মুস্তাফিজুর এবং মোসাদ্দেকের বোলিং।

দলকে ভালো নেতৃত্ব দিয়েছেন সাকিব। ছবি: DAVID GRAY AFP via Getty Images

প্রথম ব্যাট করে ১৫০ রান তোলে বাংলাদেশ। শান্তর ৭১ রান ছাড়া আফিফ করেন ২৯ রান এবং সাকিব ২৩ রান।

জিম্বাবোয়ে ২০ ওভারে সাত উইকেটে ১৪৭ রান তোলে। শেষ দুই বলে তাদের পাঁচ রান দরকার ছিল। সেখান থেকে ম্যাচ পকেটে পোরে বাংলাদেশ।

ডিডাব্লিউর কনটেন্ট পার্টনার বিডিনিউজ২৪ডটকম জানিয়েছে, বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড জানিয়েছেন, "গত ৯ মাসে শান্তর দিকে আমার সবসময়ই চোখ ছিল, তার শট খেলার ক্ষমতার কারণে। টেস্ট ম্যাচে ও সাদা বলের ক্রিকেটেও। আজকের ইনিংস তার প্রাপ্য। আরও একবার সে দেখিয়েছে,  প্রথমে নেমে সে রান করতে পারে।”

জিএইচ/এসজি (স্টার স্পোর্টস)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ