1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘খালেদার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়ায় মামলা’

৯ আগস্ট ২০১১

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় কোন রাজনীতি নেই বলে জানিয়েছেন দুদক মহাপরিচাল ফররুখ আহমেদ৷ তাঁর দাবি, সরকারে মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রত্যাহারে দুদকের হাত নেই৷

Bild am 25.12.2008 zugeschickt. Bangladesh Nationalist Party (BNP) is the immediate past ruling political party of Bangladesh. It was founded on September 1, 1978, by former President General Ziaur Rahman. The party has ruled the country in four separate terms. The party's chair is General Zia's widow, Begum Khaleda Zia, an ex-Prime Minister of Bangladesh. Mr. Mustafiz Mamun, photographer from Bangladesh, contributed these photos for Deutsche Welle. As he mentioned, ‘’these photos are taken by me (Mustafiz Mamun) & I permit Deutsche Welle to use them.’’ Kind regards, Arafatul Islam Deutsche Welle Bengali Service Kurt-Schumacher Straße 3 53113 Bonn, Germany Tel: +49 228 429 4708
খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতির মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত - বিএনপি'র এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন দুদকের মহাপরিচালক ফররুখ আহমেদ৷ তিনি বলেছেন, কোনো রাজনৈতিক বিবেচনা থেকে দুদক দুর্নীতির অনুসন্ধান করেনা৷ আর কারুর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে আইন অনুযায়ী মামলা হয়৷ খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ হাতে নিয়েই মামলা করা হয়েছে৷ রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে মামলা হয়নি৷

তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ৫৬ রাজনীতিবিদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়ে৷ সেই সব মামলারই তদন্ত করছে দুদক৷ কাউকে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠেনা৷ তিনি বলেন, বর্তমান সরকারের মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দুদক প্রত্যাহার করেনি এবং করবেও না৷ তাদের এসব মামলা আইনগতভাবেই মোকাবেলা করতে হবে৷

ফররুখ আহমেদ জানান, শেয়ার বাজার কেলেঙ্কারির মামলারও তদন্ত করছে দুদক৷ শিগগিরই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আনোয়ার উল কবীর ভূইয়া এবং তার স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হবে৷

দুদক মহাপরিচালক অযথা বিতর্ক সৃষ্টি না করে দুর্নীতির মামলা আইনগতভাবে মোকাবেলার আহ্বান জানান৷ কেউ আদালতে নির্দোষ প্রমাণিত হলে দুদকের কিছু বলার থাকবেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ