খালেদার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে: রফিকুল ইসলাম মিয়া
১২ আগস্ট ২০১১
খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার প্রতিবাদে আজ ঢাকায় এক সমাবেশে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া দাবি করেন যে, খালেদা জিয়ার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে৷ ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে যাতে দেশের মানুষ খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে না পারে, সেজন্যই এই মামলা৷
একই সমাবেশে বিএনপি'র স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আশঙ্কা প্রকাশ করেন খালেদা জিয়াকে গ্রেফতারের৷ তাঁর আশঙ্কা, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং'এর বাংলাদেশ সফরের আগেই খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় গ্রেফতার করার হতে পারে৷ তাঁর দাবি, খালেদা বাইরে থাকলে ভারতের সঙ্গে অসম চুক্তি করতে পারবেনা সরকার৷
অন্যদিকে ঢাকায় আলাদা এক অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, খালেদা জিয়া ও তাঁর পুত্রদের বিরুদ্ধে মামলা হয়েছে আইন অনুযায়ী৷ এখানে সরকারের কোনো প্রভাব নেই৷ তাই তাদের এসব মামলা আইনগতভাবে মোকাবেলা করা উচিত৷ তিনি বলেন, কেউ কেউ বলে থাকেন যে শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে সমঝোতা হলে দেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে৷ এটা কোনো দিনও সম্ভব নয়৷ কারণ দুর্নীতিবাজ ও স্বাধীনতা বিরোধীদের সঙ্গে শেখ হাসিনার সমঝোতা সম্ভব নয় কখনোই৷
আইন প্রতিমন্ত্রী বলেন, একজন দিচ্ছেন মুক্তিযুদ্ধের চেতনার নেতৃত্ব৷ আর আরেকজন দিচ্ছেন ঘাতকদের নেতৃত্ব৷ সুতরাং দু'জনের পথ আলাদা৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ