ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের প্রধান জ্যঁ ল্যামবার্ট মনে করেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাজার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ‘জটিলতা’ তৈরি হয়েছে৷ ইইউ বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বলে জানান তিনি৷
বিজ্ঞাপন
বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে ল্যামবার্ট বলেছেন, খালেদা জিয়ার সাজা হওয়াটা তাঁর দলের জন্য ‘চ্যালেঞ্জ’ হয়ে দাঁড়ালেও রাজনৈতিক দল হিসেবে বিএনপির জন্য আগামী নির্বাচনে মনোযোগী হওয়াটাই গুরুত্বপূর্ণ৷ এই পরিস্থিতিতে বিএনপির জন্য নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোও চ্যালেঞ্জের বলে মনে করেন ল্যামবার্ট৷ তবে খালেদার বিরুদ্ধে মামলা ও তাঁর সাজা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি৷
মূলত রোহিঙ্গা পরিস্থিতি দেখতে চার দিনের সফরে ল্যামবার্টের নেতৃত্বে বাংলাদেশে এসেছিল ১১ সদস্যের ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল৷ বুধবার শেষ দিনে প্রতিনিধি দলটি নির্বাচন কমিশন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করে৷
আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ‘কম শত্রুতা ও কম সংঘাতপূর্ণ’ হবে বলে আশা প্রকাশ করেছেন ইউরোপীয় পার্লামেন্টের এই সদস্যরা৷ ২০১৯ সালে অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের অনুকূল পরিবেশ তৈরিতে সহায়তা করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা৷
খালেদা জিয়ার মামলার রায়ের দিনটি
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত৷ দিনটি ছিল ঘটনাবহুল৷ চলুন দেখে নিই ছবিঘরে৷
ছবি: DW/M. M. Rahman
পুলিশের সতর্ক পাহারা
খালেদা জিয়ার রায়ের দিনটিকে ঘিরে যেন কোনো নাশকতা না হয়, সেজন্য পুরো রাজধানীতেই ছিল পুলিশের সতর্ক পাহারা৷ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, হাইকোর্ট এলাকা ও বকশিবাজারে আদালত প্রাঙ্গনকে ঘিরে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা৷
ছবি: DW/M. M. Rahman
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে
পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টি দিনভর ছিল প্রায় নেতা-কর্মীশূন্য৷
ছবি: DW/M. M. Rahman
যাত্রা হলো শুরু
দুপুর বারোটায় গুলশানের বাসা থেকে বকশিবাজারের আদালতের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া৷ এ সময় তাঁর ব্যক্তিগত নিরাপত্তা কর্মীরাসহ গাড়িবহরের পাশে অসংখ্য নেতাকর্মী ছিলেন৷
ছবি: bdnews24.com
সিনিয়র নেতারা আগেই হাজির
খালেদা জিয়া আদালতে পৌঁছানোর আগেই দলের কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে বকশিবাজারে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷
ছবি: DW/M. M. Rahman
কাকরাইলে সংঘর্ষ
খালেদা জিয়া আদালতে পৌঁছানোর পথে কাকরাইলে পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় বিএনপির নেতা কর্মীরা৷
ছবি: DW/M. M. Rahman
চানখারপুলে সংঘর্ষ
পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় কাকরাইলে বিক্ষুব্ধ বিএনপি নেতারা একটি মোটর সাইকেল জ্বালিয়ে দেয়৷ খালেদা জিয়া আদালতে পৌঁছানোর আগেই ঢাকার চানখাঁরপুল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপি নেতা-কর্মীদের৷ বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে সরিয়ে দেয়া হয় তাদের৷
ছবি: DW/M. M. Rahman
বিএনপিপন্থি আইনজীবীদের অবস্থান
বৃহস্পতিবার সকাল থেকেই বকশিবাজারের আদালত এলাকায় অবস্থান নিয়ে স্লোগান দেন বিএনপিপন্থি আইনজীবীরা৷ তাঁরা আদালতে প্রবেশ করতে চাইলে পুলিশি বাঁধার সম্মুখীন হন৷
চানখাঁরপুল এলাকায় সংঘর্ষ চলাকালে কয়েকজনকে আটক করে পুলিশ৷ বিএনপির এক নারী কর্মীকেও চানখাঁরপুল এলাকা থেকে আটক করা হয়৷
ছবি: DW/M. M. Rahman
কাগজের স্তুপে আগুন
চানখাঁরপুলে বিএনপি নেতা-কর্মীদের পুলিশ ছত্রভঙ্গ করে দিলে একটি গলিতে অবস্থান নিয়ে কাগজের স্তুপে আগুন দেয় তারা৷
ছবি: DW/M. M. Rahman
যানবাহনশুন্য রাস্তাঘাট
খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে ঢাকার রাস্তাঘাট সকাল থেকেই ছিল যানবাহনশূন্য৷ ঢাকায় উবার, পাঠাওসহ বিভিন্ন পরিবন সার্ভিসও বন্ধ ছিল৷
ছবি: DW/M. M. Rahman
11 ছবি1 | 11
ল্যামবার্ট জানান, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় তাঁরা এমন ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে একটি সুষ্ঠু নির্বাচন করা যায়৷ তিনি বলেন, ‘‘বাংলাদেশের জনগণ যাতে নিজেদের পছন্দ মতো ভোট দিতে পারে, তা নিশ্চিত করতে সব দল নির্বাচনে আসবে বলে আমরা আশাবাদী৷ জনগণের জন্য এটা সত্যিই গুরুত্বপূর্ণ৷’’
এক লিখিত বিবৃতিতে গত কয়েক বছরে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির ‘অবনতি’ নিয়ে উদ্বেগ জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের এই প্রতিনিধিরা৷ সভা-সমাবেশ ও বাকস্বাধীনতায় হস্তক্ষেপ, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নারীর প্রতি সহিংসতার খবর নজরে আসার কথা জানিয়েছেন তাঁরা৷ এছাড়া মুক্তমনা লেখক ও ব্লগার, ধর্মীয় সংখ্যালঘু এবং তৃতীয় লিঙ্গ ও সমকামীদের ওপর সহিংসতা বন্ধের কথা বলেছেন তাঁরা৷
গতরাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে গিয়ে দলটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা৷
বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, ‘‘দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, দেশনেত্রীর মামলার রায় এবং বর্তমানে গণতন্ত্রের যে অবস্থা সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷ দেশনেত্রীর রায়ের বিষয়টি আমরা তাদেরকে অবহিত করেছি৷’’
এদিকে খালেদা জিয়ার সাজার রায়ের সত্যায়িত কপি না পাওয়া যাওয়ায় এখনও আদালতে তাঁর জামিন আবেদন হয়নি৷ বিএনপি চেয়ারপার্সনের মুক্তির দাবিতে দুই দফা টানা কর্মসূচি শেষে দুই দিন বিরতি দিয়ে বিক্ষোভসহ তিন দিনের নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি৷ বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কর্মসূচি ঘোষণা করেন৷
কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার দেশব্যাপী গণস্বাক্ষর অভিযান, রোববার সারাদেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া ও মঙ্গলবার ঢাকা মহানগর ছাড়া জেলা-মহানগরগুলোতে বিক্ষোভ-সমাবেশ৷ ২২ ফেব্রুয়ারি পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব৷
এপিবি/এসিবি
রোহিঙ্গাদের উপর নৃশংসতার চিত্র
মিয়ানমারের রাখাইনে সামরিক বাহিনীর হামলা থেকে বাঁচতে কয়েক লক্ষ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে চলে গেছে৷ রয়টার্সের আলোকচিত্রীর ছবিতে সেইসব নৃশংসতার ছবি ফুটে উঠেছে৷
ছবি: Reuters/J. Silva
একবছরের শিশু
মনকে নাড়া দেয়া ব্যান্ডেজে মোড়ানো তুলতুলে ছোট্ট এই দু’টি পা শহিদের৷ বয়স মাত্র এক বছর৷ মিয়ানমারের সামরিক বাহিনীর হামলা থেকে বাঁচতে দাদি তাহেরা যখন পালাচ্ছিলেন, তখন তাঁর কোল থেকে পড়ে যায় ছোট্ট শহিদ৷ ছবিটি কক্সবাজারে রেডক্রসের এক হাসপাতালে ২৮ অক্টোবর তোলা৷
ছবি: Reuters/H. McKay
কালাবারো, ৫০
রাখাইনের মংদুতে তাঁদের গ্রামে আগুন ধরিয়ে দেয় সেনা সদস্যরা৷ এতে স্বামী, মেয়ে ও এক ছেলেকে হারান কালাবারো৷ তাঁর ডান পায়ে আঘাত করা হয়৷ যেখানে পড়ে গিয়েছিলেন সেখানেই কয়েক ঘণ্টা মারা যাওয়ার ভান করে ছিলেন তিনি৷
ছবি: Reuters/J. Silva
সেতারা বেগম, ১২
নয় ভাই-বোনের মধ্যে একজন সে৷ সেনারা যখন তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়, তখন বাকি আটজন বের হয়ে যেতে পারলেও সে আগুনের মধ্যে আটকা পড়ে গিয়েছিল৷ পরে তাকে উদ্ধার করা হয়৷ তবে পা পুড়ে যায়৷ এই অবস্থায় বাংলাদেশে পৌঁছেছে সে৷ বাংলাদেশেই তার চিকিৎসা করা হয়৷ এখন তার দুই পা থাকলেও নেই কোনো আঙুল৷
ছবি: Reuters/J. Silva
নূর কামাল, ১৭
নিজের ঘরে লুকিয়ে ছিল সে৷ সেখান থেকে সৈন্যরা তাকে খুঁজে বের করে প্রথমে রাইফেলের বাট, পরে ছুরি দিয়ে মাথায় আঘাত করে৷ ছবিতে সেটিই দেখা যাচ্ছে৷
ছবি: Reuters/J. Silva
আনোয়ারা বেগম, ৩৬
ঘরে আগুনের উপস্থিতি টের পেয়ে ঘুম থেকে উঠে পালাতে গিয়েছিলেন তিনি৷ তবে এর মধ্যেই পুড়ে যাওয়া ছাদ তাঁর মাথায় ভেঙে পড়ে৷ ফলে শরীরে থাকা নাইলনের কাপড় গলে হাত পুড়িয়ে দেয়৷ ‘‘আমি মনে করেছিলাম, মরে যাব৷ তবে আমার সন্তানদের জন্য বেঁচে থাকার চেষ্টা করছি,’’ রয়টার্সকে বলেন তিনি৷
ছবি: Reuters/J. Silva
মমতাজ বেগম, ৩০
সেনারা তাঁর বাড়িতে ঢুকে মূল্যবান জিনিসপত্র দিতে বলেছিল৷ তখন মমতাজ তাঁদের দারিদ্র্যের কথা জানালে সৈন্যরা বলেছিল, ‘‘যদি তোমার কোনো অর্থ না থাকে, তাহলে আমরা তোমাকে হত্যা করব৷’’ এই বলে, সৈন্যরা তাঁকে ঘরে বন্দি করে আগুন ধরিয়ে দিয়েছিল৷ কোনোরকমে সেখান থেকে মুক্তি পেয়ে বের হয়ে দেখেন তাঁর তিন ছেলে মৃত, আর মেয়েকে প্রহার করা হয়েছে, তার রক্ত ঝরছে৷
ছবি: Reuters/J. Silva
ইমাম হোসেন, ৪২
মাদ্রাসায় পড়িয়ে ফেরার পথে তিন ব্যক্তি ছুরি নিয়ে তাঁর উপর হামলা করেছিল৷ পরের দিনই তিনি তাঁর স্ত্রী ও দুই সন্তানকে গ্রামের অন্যদের সঙ্গে বাংলাদেশে পাঠিয়ে দেন৷ এরপর তিনিও কক্সবাজারে পৌঁছান৷
ছবি: Reuters/J. Silva
মোহাম্মদ জাবাইর, ২১
গ্রামের বাড়িতে এক বিস্ফোরণে তার শরীরের এই অবস্থা৷ ‘‘আমি কয়েক সপ্তাহ অন্ধ ছিলাম৷ কক্সবাজারের এক সরকারি হাসপাতালে ২৩ দিন চিকিৎসাধীন ছিলাম,’’ বলেছে সে৷