বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখা যাবে না৷ তিনি আইনগতভাবেই মুক্ত হয়ে আগামী নির্বাচনে অংশ নেবেন৷ তাঁকে নির্বাচনের বাইরে রাখতেই অন্যায়ভাবে কারাদন্ড দেয়া হয়েছে৷
বিজ্ঞাপন
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় আদালত পাঁচ বছরের কারাদণ্ড দেয়ার পর শুক্রবার বাংলাদেশে বিদেশি সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলেন দলের মাহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ তিনি বলেন, ‘‘এই রায় দেয়া হয়েছে খালেদা জিয়াকে আগামী নির্বাচন থেকে সরিয়ে রাখার জন্য৷ তাঁকে যে ধারায় দণ্ড দেওয়া হয়েছে, সেটা দুর্নীতি দমন কমিশনের (দুদক) ধারা নয়৷ তাই দুর্নীতির দায়ে খালেদা জিয়াকে অভিযুক্ত করা যায়নি৷''
বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে বিকেলে এই ব্রিফিংয়ে আইনি দিকগুলো তুলে ধরে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ বলেন, ‘‘দুর্নীতির সঙ্গে খালেদা জিয়ার কোনও সংযোগ নেই৷ এই মামলার বাকি পাঁচ আসামির ক্ষেত্রে দুর্নীতির সংযোগের কথা বলা হলেও রায়ে খালেদা জিয়াকে কী কারণে সাজা দেয়া হয়েছে, তা বলা হয়নি রায়ে৷'' খন্দকার মোশাররফও একই কথা বলেছেন৷ মির্জা ফখরুল বলেন, ‘‘আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলেছি৷ তিনি (খালেদা জিয়া) আপিল করবেন এবং জামিনে বেরিয়ে আসবেন৷ এতে আইনগতভাবে কোনো বাধা নাই৷ সরকারের পক্ষে তাঁকে নির্বাচনের বাইরে রাখা সম্ভব হবে না৷''
বিএনপি ফখরুল
01:51
মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, ‘‘ তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করবেন৷ তিনি দেশের বাইরে থাকলেও সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে দল চালাবেন৷ এটা দলের গঠনতন্ত্র অনুযায়ী করা হয়েছে৷ তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান৷ আর তাকেও অন্যায়ভাবে শাস্তি দেয়া হয়েছে৷''
মির্জা ফখরুল মনে করেন, ‘‘খালেদা জিয়াকে কারাগারে নেয়ায় সরকারই ক্ষতিগ্রস্ত হবে৷ বিএনপি'র কোনো ক্ষতি হবে না৷ দলের জনসমর্থন আরো বাড়বে৷''
কারাগারে খালেদা জিয়া:
খালেদা জিয়াকে ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে৷ এটাকে ‘সাবজেল' ঘোষণা করা হয়েছে৷ এই কারাগারে খালেদা জিয়া ছাড়া আর কোনো বন্দি নেই৷ কারাগারে খালেদা জিয়া বাসার খাবারই খাচ্ছেন৷ তবে তাঁর সঙ্গে গৃহকর্মী রাখার আবেদন গ্রহণ করেনি কারা কর্তৃপক্ষ৷ শুক্রবার দুপুরের পর তাঁর মেজ বোন সেলিমা রহমান ও ছোট ভাই শামীম ইস্কান্দার খাবার নিয়ে কারাগারে যান৷ শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভীক ইস্কান্দারও কারাগারে যান খাবার নিয়ে৷
তবে সকালে বিএনপি'র কয়েকজন নারী সমর্থক কারগারের গেটে ফল নিয়ে গেলেও কারা কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে দেয়৷ মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ‘‘কারাগারে তাঁকে ডিভিশন দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি৷''
বিক্ষোভ
এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বাদ জুমা ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি৷ বিক্ষোভের সময় বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে তিনজনকে আটব করে পুলিশ৷ মির্জা ফখরুল দাবি করেন, ‘‘খালেদা জিয়ার এই মামলার রায়কে কেন্দ্র করে এ পর্যন্ত বিএনপি'র সাড়ে তিন হাজার নেতা-কর্মীকে আট করেছে পুলিশ৷''
বিএনপি মহাসচিব জানান, খালেদা জিয়ার মুক্তির জন্য আইনি লড়াইয়ের পাশাপাশি নিয়মতন্ত্রিক আন্দোলনও চালিয়ে যাবেন তাঁরা৷
দশম সংসদের চার বছর পূর্তি
২০১৪ সালের ৫ জানুয়ারির সমালোচিত নির্বাচনের মধ্য দিয়ে গঠন হয় দশম জাতীয় সংসদ৷ ২৯ জানুয়ারি এর চার বছর পূর্ণ হলো৷ ছবিঘরে দেখুন দশম সংসদে উল্লেখযোগ্য কী কী হলো৷
ছবি: imago/Xinhua
নির্বাচনের বছরে দশম সংসদ
২০১৪ সালের ২৯ জানুয়ারি যাত্রা শুরু করে দশম সংসদ৷ সে হিসেবে এর মেয়াদ চার বছর পূর্ণ হলো৷ অর্থাৎ পাঁচ বছর মেয়াদি সংসদের জন্য এটি নির্বাচনি বছর৷ আগামী বছর ২৯ জানুয়ারির আগের তিন মাসের মধ্যে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷
২০১৪ সালের ৫ জানুয়ারিতে ‘আলোচিত’ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হয়েছিল দশম জাতীয় সংসদ৷ বিএনপিসহ অনেক দল ওই নির্বাচন বর্জন করেছিল৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ জন সাংসদ নির্বাচিত হন৷ ভোট বর্জনের ঘোষণা দিয়েছিলেন এইচ এম এরশাদও৷ পরে তাঁর দল জাতীয় পার্টি (জাপা) সংসদে বিরোধী দলের আসনে বসে৷
ছবি: bdnews24.com
বন্ধুত্বপূর্ণ সংসদ
ঠিক যেন একটা বন্ধুত্বপূর্ণ সংসদ, দশম জাতীয় সংসদ৷ সরকারি ও বিরোধী দলের মধ্যে বিতণ্ডা নেই তেমন৷ সরকারের অধিকাংশ নীতিনির্ধারণী সিদ্ধান্তে সমর্থন দিচ্ছে বিরোধী দল৷ থেকে থেকে বিরোধী দলও সরকারি দলের প্রশংসা কুড়াচ্ছে৷
ছবি: imago/Xinhua
কার্যকর সংসদ
তবে প্রশ্ন থাকছে সংসদের কার্যকারিতা নিয়ে৷ অন্যান্য সংসদের তুলনায় এ সংসদে বিরোধী দলের অংশগ্রহণ বেশি৷ তারপরও এ সংসদ আদতে কতটা কার্যকর তা নিয়ে গণমাধ্যমসহ বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে৷ একটি পত্রিকায় সাক্ষাৎকারে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘‘গুণগত বিশ্লেষণে যাচ্ছি না৷ তবে দশম সংসদে সরকারি দলের সঙ্গে বিরোধী দলের অংশগ্রহণ সংসদকে কার্যকর করেছে৷’’
ছবি: bdnews24.com
রাষ্ট্রপতি নির্বাচন
মোট ১৯টি অধিবেশনে মোট কার্যদিবস ছিল ৩৪২ দিন৷ চার বছরে এই সংসদে ১৩০টি আইন পাস হয়েছে৷ ১৪টি প্রস্তাব গৃহীত হয়েছে৷
ছবি: DW
বিরোধী নেতার ভাষণ
গত বছর সংসদের অধিবেশন বসেছে পাঁচটি৷ মোট কার্যদিবস ছিল ৭৬টি৷ গণমাধ্যমের বিশ্লেষণ বলছে, অধিবেশনগুলোতে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের দেওয়া সমাপনী ভাষণগুলোতে কোনো নীতিনির্ধারণী বিষয়ে তাঁর শক্ত সমালোচনা, বিতর্ক বা অবস্থান ছিল না৷
ছবি: AP
বাজেট নিয়ে উত্তাপ
চলতি সংসদে সবচেয়ে বেশি উত্তাপ ছড়িয়েছে বাজেট নিয়ে৷ বিরোধী দলও এ নিয়ে ব্যাপক সমালোচনা করেছে৷ সরকারি দলের সদস্যদের তোপের মুখে পড়েছেন অর্থমন্ত্রী৷ বিশেষ করে সমাপ্ত বছরের বাজেট অধিবেশনে ব্যাংকের আমানতকারীদের ওপরে আবগারি শুল্ক ধার্য করে বেশি সমালোচনার মুখে পড়েন তিনি৷ এমনকি ব্যাংক খাতে লুটপাটের কারণে বিরোধী দলের সদস্য কাজী ফিরোজ রশীদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু অর্থমন্ত্রীর পদত্যাগ পর্যন্ত দাবি করেছিলেন৷
ছবি: bdnews24.com
বিএনপি নিয়ে সমালোচনা
বাজেটে বিরোধী দল নিয়ে যতটা না আলোচনা হয়েছে, তার চেয়ে অনেকগুণ বেশি সমালোচনা হয়েছে বিএনপির কার্যকলাপ নিয়ে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকবার সুশীল সমাজের একটি অংশেরও কড়া সমালোচনা করেছেন৷
ছবি: Getty Images/AFP/F. K. Godhuly
সংসদীয় কূটনীতি
সংসদীয় কূটনীতির ক্ষেত্রে সফলতা দেখিয়েছে দশম জাতীয় সংসদ৷ বিচ্ছিন্নভাবে জঙ্গিবাদের উত্থান নিয়ে উন্নত কয়েকটি দেশের অতি সতর্কতার মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রের দেশগুলোর সর্ববৃহৎ দু’টি সংস্থার সম্মেলনের আয়োজক হওয়া এবং তা সফল ও নিরাপদে আয়োজন করে সাফল্য দেখিয়েছে সংসদ৷
ছবি: imago/Xinhua
9 ছবি1 | 9
আপনিও কি মনে করেন খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন? লিখু নিচের মন্তব্যের ঘরে৷