1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদত্যাগের আহ্বান

২ জুন ২০১২

বাংলাদেশের দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন৷

ছবি: Reuters

আর বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সরকার শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিরোধী দলের সঙ্গে আপোষে বাধ্য হবে৷

একদিন আগে ব্যর্থতার জন্য স্বরাষ্ট্র মন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ৷ আর তার জবাব দিয়েছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত৷ তিনি বলেছেন, শুধু সরকারের ব্যর্থতা থাকে বিরোধী দলের থাকে না এই ধারণা ঠিক নয়৷ বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন৷ তিনি সংসদকে অকার্যকর করার চেষ্টা করছেন৷ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ায় বাধা সৃষ্টি করছেন৷ ব্যারিস্টার মওদুদও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন না৷ তাদের উচিত পদত্যাগ করা৷

সুরঞ্জিত সেন গুপ্তছবি: DW

তিনি গণতন্ত্র এবং সংবাদ মাধ্যমকে পরস্পরের পরিপূরক উল্লেখ করে বলেন, সবাইকে দায়িত্বশীল হতে হবে৷ নয়তো কোন কিছুই বিকশিত হবে না৷ দায়িত্বশীল হতে হবে সংবাদ মাধ্যমকেও৷

অন্যদিকে, ঢাকায় এক আলোচনা সভায় বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, তারা তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোন প্রস্তাব দেবে না৷ তা সরকারকেই করতে হবে৷ আর সংবিধানে অন্তর্বর্তী সরকার বলতে কোন শব্দ নেই৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী এখন যতই না না বলুন না কেন শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক ইস্যুতে সরকার বিরোধী দলের সঙ্গে সমঝোতা করতে বাধ্য হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ