1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত

৫ আগস্ট ২০২৪

বঙ্গভবনে রাষ্ট্রপতির বৈঠকে সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ বৈঠকে তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷

খালেদা জিয়া
২০১৮ সাল থেকে বন্দি রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছবি: A.M. Ahad/picture alliance/AP Photo

রাষ্ট্রপতির উপপ্রেসসচিব মুহা. শিপলু জামানের সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি এ কথা জানানো হয়েছে৷ সেখানে বলা হয়েছে, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সর্বসম্মতিক্রমে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাম্প্রতিক বিভিন্ন মামলায় আটককৃতদেরও অনতিবিলম্বে মুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চলমান লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে৷ এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনোভাবেই বিনষ্ট না হয় সে ব্যাপারেও একমত হন সবাই৷ 

সভায় কোটা আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করা হয়৷

সভায় বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলাম, জাকের পার্টি, বাংলাদেশ খেলাফতে মজলিস, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন৷

জেডএ/এফএস

গণভবনে হাজারো জনতা

02:07

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ