1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদা জিয়ার চিকিৎসায় সংকট কোথায়?

সমীর কুমার দে ঢাকা
৮ সেপ্টেম্বর ২০১৮

বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসা নিয়ে আবারো আলোচনা শুরু হয়েছে৷ সরকারের তরফ থেকে চিকিৎসায় আপত্তি নেই৷ বিএনপিও তাঁর চিকিৎসার জোরালো দাবি জানিয়ে আসছে৷ তাহলে সমস্যা কোথায়?

Bangladesch Prozess gegen Ex-Regierungschefin Khaleda Zia
ছবি: picture-alliance/AP Photo/A.M. Ahad

‘‘আমার শারীরিক অবস্থা ভালো না৷ পা ফুলে গেছে৷ চিকিৎসকরা বলেছে, পা ঝুলিয়ে রাখা যাবে না৷ আমি আদালতে বারবার আসতে পারব না৷ আপনাদের যা মনে চায়, যতদিন ইচ্ছা আমাকে সাজা দিয়ে দেন৷''

গত মঙ্গলবার আদালতে খালেদা জিয়া এমন মন্তব্য করেছিলেন৷ তখন থেকেই আবারো এই চিকিৎসা বিতর্ক শুরু হয়েছে৷

বিএনপির দাবি, কোনো বেসরকারি হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা করানো হোক৷ আর কারা কর্তৃপক্ষ তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে চায়৷ কিন্তু খালেদা জিয়া তাতে রাজি নন৷ এই পরিস্থিতিতে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানোর বিষয়টি আটকে রয়েছে৷ কোনো পক্ষ একটু নরম হলেই চিকিৎসা শুরু হতে পারে৷

‘সর্বোচ্চ ভালো চিকিৎসা দেয়ার চেষ্টা করছি’: শুভ

This browser does not support the audio element.

কারাগারে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন কারা হাসপাতালের চিকিৎসক ডা. আহমেদুল হাসান শুভ৷ ডয়চে ভেলেকে তিনি বলেন যে, খালেদা জিয়ার কিছু সমস্যা আগে থেকেই আছে৷

‘‘উনার হাটু রিপ্লেস করা৷ এখানে মাঝে মধ্যেই ব্যাথা বাড়ে, আবার কমে৷ আমরা ঢাকা মেডিক্যাল থেকে ফিজিও এনে প্রতিদিন তাঁকে থেরাপি দিচ্ছি৷ ঢাকার সিভিল সার্জনের নেতৃত্বে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ টিম প্রায়ই উনাকে দেখছেন৷ তাঁরা যেভাবে পরামর্শ দিচ্ছেন সেভাবেই চিকিৎসা হচ্ছে,'' বলেন শুভ৷

হাসপাতালে নেয়ার বিষয়ে তিনি বলেন, ‘‘এখন আমরা তো উনাকে বঙ্গবন্ধু মেডিক্যালে নিতে চাচ্ছি৷ কিন্তু উনি তো যেতে চান না৷ উনি বেসরকারী হাসপাতালে যেতে চান৷ কিন্তু কারা বিধি অনুযায়ি সেটা আমাদের পক্ষে সম্ভব না৷ তাই আমাদের এখানে উনার যেভাবে ভালো চিকিৎসা হওয়া সম্ভব আমরা তার সবাই করছি৷ এর বাইরে কিছু করা আমাদের পক্ষে সম্ভব না৷''

শুক্রবার সন্ধ্যায় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন চারজন সিনিয়র আইনজীবী৷ ফিরে এসে অ্যাডভোকেট জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘‘খালেদা জিয়া আমাদের বলেছেন, আমাকে আগে চিকিৎসা দিয়ে বাঁচানোর চেষ্টা করুন, আমার অবস্থা খুব খারাপ৷ আগে চিকিৎসা, পরে বিচার৷ আমার এই অবস্থায় ২৪ ঘণ্টার মধ্যে বিশেষায়িত কোনো হাসপাতাল কিংবা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করার জন্য সরকারকে বলুন৷ তা না হলে হাত, পা প্যারালাইজড হয়ে যেতে পারে৷''

‘আমরা তাঁকে সরকারি হাসপাতালে নিতে চাই না’: খসরু

This browser does not support the audio element.

জয়নুল আবেদীন বলেন যে, বেগম জিয়ার বাম চোখ ফুলে গেছে৷ চোখে ঝাপসা দেখছেন৷ তাকে অবিলম্বে বিশেষায়িত কোনো হাসপাতাল- ইউনাইটেড বা অ্যাপোলোতে ভর্তি করার দরকার৷

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ডয়চে ভেলের সঙ্গে আলাপকালে একই কথা বলেছেন৷ তিনি বলেন, ‘‘আগে তো তাকে বাঁচাতে হবে৷ তারপর তাঁর বিচার৷ এখন উনার চিকিৎসা করতে দিচ্ছে না, যদি কোন ক্ষতি হয়ে যায় তাহলে সরকারকে অনেক বড় দায়িত্ব নিতে হবে৷ এটা তো ছোটখাট কোন বিষয় না৷''

খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকেই ইউনাইটেড হাসপাতালে তাঁর চিকিৎসার দাবি জানিয়ে আসছে বিএনপি৷ তবে গত শুক্রবার সংবাদ সম্মেলন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই দাবি থেকে কিছুটা সরে এসেছেন৷ তিনি বলছেন, শুধু ইউনাইটেড নয়, যে কোনও বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা হতে পারে৷ তবে সরকারি হাসপাতালে খালেদা জিয়া চিকিৎসা হোক সেটা চান না তারা৷ তিনি বলেন, ‘‘আমরা তাঁকে সরকারি হাসপাতালে নিতে চাই না৷ কারণ, এই সরকারকে তো বিশ্বাস করা যায় না৷''

বিএনপির দাবি অনুযায়ি খালেদা জিয়াকে বেসরকারি হাসপাতালে নিতে সমস্যা কোথায়? এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের মুখপাত্র দলের যুগ্ম মহাসচিব মাহবুব উল-আলম হানিফ ডয়চে ভেলেকে বলেন, ‘‘কারা বিধি অনুযায়ী তো তাঁর চিকিৎসা হবে৷ বঙ্গবন্ধু মেডিক্যালে বাংলাদেশের সেরা চিকিৎসকরা আছেন৷ সেখানে নিয়ে তো কারা কর্তৃপক্ষ তাঁর চিকিৎসা করাতে চাচ্ছে৷ সেখানে নিলে সমস্যা কী? তারা আসলে খালেদা জিয়ার চিকিৎসা চান না৷ বিচার এড়াতেই তারা এই দাবি তুলছেন৷'' আরেক প্রশ্নের জবাবে জনাব হানিফ বলেন, ‘‘উনি সাবেক প্রধানমন্ত্রী৷ সেই কারণে সব আইন লঙ্ঘন করে উনার সঙ্গে একজন ব্যক্তিগত সহকারী দেয়া হয়েছে৷ বিনা দোষে, বিনা বিচারে একজন মানুষ শুধু উনার চাহিদার কারণে কারাগারে আছেন৷ এটা তো বিশ্বের কোনো দেশে আপনি দেখবেন না৷''

‘বঙ্গবন্ধু মেডিক্যালে নিলে সমস্যা কী?’: হানিফ

This browser does not support the audio element.

গত ফেব্রুয়ারিতে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আলোচনা শুরু হয়৷ তখন উনার দাবির প্রেক্ষিতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের তার স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগারে যাওয়ার অনুমতি দেয় কারা কর্তৃপক্ষ৷ তখন তারাও বেসরকারি কোনো হাসপাতালে নিয়ে তার চিকিৎসার কথা বলেন৷জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে পুরাতন কেন্দ্রীয় কারাগারের বিশেষ জেল করে সেখানে রাখা হয়েছে খালেদা জিয়াকে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ