1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদা জিয়ার বিদেশে যাওয়ার ‘সুযোগ নেই’

২৮ ডিসেম্বর ২০২১

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিশেষ শর্তে অস্থায়ীভাবে মুক্ত থাকা অবস্থায় বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার ‘আইনি সুযোগ নেই' বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মতামত পাঠিয়েছে আইন মন্ত্রণালয়৷

Asaduzzaman Khan Kamal 
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি জানান স্বরাষ্ট্রমন্ত্রীছবি: bdnews24.com

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান৷

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আইনমন্ত্রী জানিয়েছেন, আইনতগত কোনো সুযোগ নেই। কাজেই আমাদের অবস্থান আপনারা বুঝতে পারছেন। আমরা বসে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছি৷''

তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার আসছিলেন, একটি চিঠি দিয়েছেন আমরা দেখেছি। আইনমন্ত্রী একটি মতামত দিয়েছেন, সেটা আমরা পর্যালোচনা করছি, আরও অধিকতর জায়গায় যদি নিতে হয় তাহলে আমরা পরামর্শ নেব। এখন আমাদের পর্যালোচনায় এটা এসেছে যে এটা নিয়ে আরও আমাদের কথা বলতে হবে৷'‘

এপিবি/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ