1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাল থেকে বিএনপির লাগাতার কর্মসূচি

২৪ নভেম্বর ২০২১

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে আট দিনের লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে দলটি৷

ফাইল ছবিছবি: bdnews24.com

২৫ নভেম্বর বৃহস্পতিবার থেকে এই কর্মসূচি শুরু হবে৷ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন৷

এর আগে একই স্থানে দলের ফ্রন্ট ও সহযোগী সংগঠনের সঙ্গে যৌথসভা করেন তিনি৷ কর্মসূচির মধ্যে রয়েছে বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন, মৌন মিছিল ও দোয়া৷

এপিবি/কেএম (সূত্র: দৈনিক ডেইলিস্টার)