দুর্নীতির দায়ে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা আগের শর্তে আরও ছয় মাসের জন্য স্থগিত রাখার বিষয়ে সম্মতিসূচক মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়৷
বিজ্ঞাপন
আইনমন্ত্রী আনিসুল হক অনুমোদন দেওয়ার পর এ সংক্রান্ত নথি রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়৷ তাতে বলা হয়, দুর্নীতির দায়ে দণ্ডিত খালেদা জিয়ার সাজার কার্যকারিতা আগের শর্তে আরও ছয় মাসের জন্য স্থগিত রাখার সুপারিশ করে মতামত দিয়েছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়৷
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল গত ৩ মার্চ সাংবাদিকদের বলেছিলেন, তার আগের দিন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার সাজা মওকুফ এবং চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির আবেদন করলে তা পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানোর কথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী৷
দুর্নীতির দুই মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে করোনাভাইরাস মহামারীর মধ্যে গতবছর ২৫ মার্চ নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার৷ দণ্ডের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করা হলে তিনি কারামুক্ত হন৷ওই মুক্তির মেয়াদ শেষে গতবছর সেপ্টেম্বরে আগের শর্তে তা আরও ছয় মাসের জন্য বাড়ানো হয়৷ একই শর্তে এবারও সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর পক্ষে মত দিয়েছে আইন মন্ত্রণালয়৷ শর্ত অনুযায়ী, ৭৫ বছর বয়সি খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন না, গুলশানে তার ভাড়া বাসা ‘ফিরোজায়’ থেকে তাঁকে চিকিৎসা নিতে হবে৷
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজায় কারাজীবন শুরু করেন খালেদা জিয়া৷ পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজার রায় হয় এবং তার বিরুদ্ধে আরও ৩৪টি মামলা রয়েছে৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
গতবছর ২৫ মার্চের ছবিঘরটি দেখুন...
করোনার কালে খালেদার বাড়ি ফেরা
‘মানবিক বিবেচনায়’ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য কারামুক্তি মিলেছে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার৷ গুলশানে নিজ বাড়িতে ফিরে গেছেন তিনি৷
ছবি: Asif Mahmud Ove
খালেদার শর্তসাপেক্ষে মুক্তি ঘোষণা
আইনমন্ত্রী আনিসুল হক ২৪ মার্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দেয়ার সরকারি সিদ্ধান্তের কথা জানান৷
ছবি: Asif Mahmud Ove
মুক্তির দিন
দণ্ডের কার্যকারিতা স্থগিত করে মুক্তির আদেশের নথি প্রধানমন্ত্রীর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষের হাত ঘুরে ২৫ মার্চ স্থানীয় সময় বিকাল ৩টার পর বঙ্গবন্ধু মেডিকেলে পৌঁছায়৷ তারপরই প্রায় ২৫ মাস পর কারাগার থেকে বাড়িতে ফেরেন খালেদা জিয়া৷
ছবি: Asif Mahmud Ove
নেতাকর্মীদের ভিড়
খালেদা জিয়ার মুক্তির খবর পেয়ে বুধবার সকালের পর থেকেই বিএনপির নেতা-কর্মীরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে জড়ো হন৷ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতাও সেখানে উপস্থিত ছিলেন৷
ছবি: Asif Mahmud Ove
ভাইয়ের সঙ্গে গাড়িতে খালেদা
নেতা-কর্মীদের ভিড় আর স্লোগানের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা হাসপাতাল থেকে বের হয়ে নিজের নিশান পেট্রোল গাড়িতে উঠেন৷ তার ছোট ভাই শামীম এস্কান্দার ছিলেন চালকের আসনে৷ শামীমের স্ত্রী কানিজ ফাতেমাও ছিলেন ওই গাড়িতে৷
ছবি: Asif Mahmud Ove
মানবিক কারণে মুক্তি
বয়স এবং অসুস্থতার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধান হিসেবে নির্বাহী আদেশে খালেদা জিয়াকে ছয় মাসের জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের৷
ছবি: Asif Mahmud Ove
গুলশানে নিজ বাড়িতে
শামীম এস্কান্দার নিজে গাড়ি চালিয়ে খালেদাকে গুলশানে তার বাড়ি ‘ফিরোজায়’ পৌঁছে দেন৷ মুক্তির শর্তানুযায়ী খালেদাকে এই ছয়মাস নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিতে হবে৷ এ সময়ে তিনি বিদেশে যেতে পারবেন না৷
ছবি: Asif Mahmud Ove
যে কারনে কারাবাস
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি ছিলেন৷