1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদা জিয়ার ‘মুক্তির' মেয়াদ বাড়ানোর আবেদন

১৬ মার্চ ২০২২

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুর্নীতি মামলার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে তার পরিবার৷ আবেদনটি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷ 

বেগম খালেদা জিয়াছবি: bdnews24.com

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবর অনুযায়ী, বুধবার  মন্ত্রণালয়ের সভাকক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে আইন-শৃঙ্খলা সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান৷

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘খালেদা জিয়ার পক্ষে আবেদন পেয়েছি, তার পরিবার আবেদন করেছেন৷ পরীক্ষা-নিরীক্ষার জন্য তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে৷’’ এ নিয়ে পঞ্চমবারের মতো খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির আবেদন করা হলো৷ সর্বশেষ গত সেপ্টেম্বরে তার দণ্ডের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত দেয় সরকার৷ সেই মেয়াদ ২৪ মার্চ শেষ হবে৷

খালেদা জিয়াকে প্রতিবার একই শর্তে কারাগারের বাইরে থাকার অনুমতি দেওয়া হয়েছে৷ শর্ত অনুযায়ী, মুক্ত থাকার সময়ে তাকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না৷ দুর্নীতির দুই মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে করোনা মহামারির মধ্যে গতবছর ২৫ মার্চ নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার৷ দণ্ডের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করা হলে তিনি কারামুক্ত হন৷ পরে চার দফায় দুই বছর তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়৷

বর্তমানে তার গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজায়' আছেন ৭৬ বছর বয়সি খালেদা জিয়া৷তিনি আর্থারাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন৷ গতবছর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন৷

সর্বশেষ গত ১৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ‘পরিপাকতন্ত্রে' রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসের কথা জানান চিকিৎসকেরা৷ দীর্ঘ ৮১ দিন হাসপাতালে চিকিৎসা শেষে গত ১ ফেব্রুয়ারি বাসায় ফেরেন তিনি

পরিবারের পক্ষ থেকে সে সময় খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি চাওয়া হলে দণ্ড স্থগিতের শর্তের কথা মনে করিয়ে দিয়ে তা নাকচ করে দেয় সরকার৷

আইনমন্ত্রী আনিসুল হক তখন বলেছিলেন, শর্তসাপেক্ষে মুক্ত থাকা অবস্থায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশযাত্রার আবেদন বিবেচনার সুযোগ নেই৷ তাকে কারাগারে ফিরে তবেই আবেদন করতে হবে৷

সিআরপিসির ৪০১(১) ধারায় বলা আছে, যখন কোনো ব্যক্তিকে অপরাধের জন্য শাস্তি দেওয়া হয়, তখন সরকার যে কোনো সময় শর্ত ছাড়াই অথবা শর্তসাপেক্ষে শাস্তি স্থগিত করতে পারে অথবা তাকে যে শাস্তি দেওয়া হয়েছে তার পুরো বা যে কোনো অংশ স্থগিত করতে পারে৷

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজায় কারাজীবন শুরু করেন খালেদা জিয়া৷ পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজার রায় হয়৷ এছাড়াও এই সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রয়েছে আরও ৩৪টি মামলা৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

গত বছরের ছবিঘরটি দেখুন 

   

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ