1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৬ মাস বাড়ছে 

১৬ মার্চ ২০২২

বিদেশে না যাওয়া এবং নিজের বাসায় থেকে চিকিৎসা করানোর শর্তেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ পঞ্চমবারের মতো আরো ছয় মাস বাড়ানো হচ্ছে।

বেগম খালেদা জিয়া(ফাইল ছবি)ছবি: bdnews24.com

বুধবার বিকালে আইনমন্ত্রী আনিসুল হক ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিবারের আবেদন পরীক্ষা-নিরীক্ষা করে এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানিয়ে দেওয়া হয়েছে৷

আইনমন্ত্রী বলেন ‘‘আমি ফাইলটি ছেড়ে দিয়েছি৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে গেছে৷ আগের শর্তে (বিদেশে যাওয়া যাবে না এবং দেশে চিকিৎসা নিতে হবে) তার (খালেদা জিয়া) মুক্তির মেয়াদ আরো ৬ মাস বাড়ানোর জন্য মতামত দেওয়া হয়েছে৷ সব কিছু আগের মতোই, নতুন কিছু যুক্ত করা হয়নি৷''

এনএস/এসিবি(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ