1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদা জিয়ার ১১ মামলা হাইকোর্টে বাতিল

৩০ অক্টোবর ২০২৪

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলার কার্যক্রম বাতিল করেছেন হাইকোর্ট৷

খালেদা জিয়া
খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলার কার্যক্রম বাতিলছবি: Andrew Biraj/REUTERS

২০১৫ সালে শেখ হাসিনা সরকারের বিভিন্ন সময়ে যাত্রাবাড়ী ও দারুস সালামসহ ঢাকার বিভিন্ন থানায় অগ্নিসংযোগ, সহিংসতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে এসব মামলা করা হয়৷ আজ বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন বলে জানিয়েছে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার৷

খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল ও নাসির উদ্দিন আহমেদ অসীম সাংবাদিকদের জানান, খালেদা জিয়া মামলার এজাহারে উল্লেখ করা জায়গাগুলোতে উপস্থিত ছিলেন না৷ এই যুক্তিতে হাইকোর্ট ১০টি অগ্নিসন্ত্রাস ও সহিংসতার মামলার কার্যক্রম বাতিল করেছেন৷

মাহবুব উদ্দিন খোকন বলেন, রাষ্ট্রপক্ষের অনুমতি ছাড়া একজন আইনজীবীর মাধ্যমে মামলাটি করায় হাইকোর্ট খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটিও বাতিল করেছেন৷

এপিবি/এসিবি (ডেইলি স্টার বাংলা)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ