1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদা জিয়া করোনায় আক্রান্ত: মির্জা ফখরুল

১১ এপ্রিল ২০২১

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ তার আগে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে খালেদা জিয়ার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় বিষয়টি জানানো হয়৷

ফাইল ফটোছবি: bdnews24

ডয়চে ভেলেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘আমরা নিশ্চিত হয়েছি যে, আইসিডিডিআর,বিতে করা নমুনা পরীক্ষায় খালেদা জিয়ার করোনা পজিটিভ এসেছে৷ তবে এখন পর্যন্ত তার কোনো শারীরিক উপসর্গ নেই৷’’  তিনি শারীরিকভাবে সুস্থ আছেন, ব্যক্তিগত চিকিৎসকরা ইতোমধ্যে তার চিকিৎসা শুরু করেছেন বলেও জানান মির্জা ফখরুল৷

তার আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, আইসিডিডিআর,বিতে গতকাল খালেদা জিয়া নমুনা পরীক্ষা করা হয়৷ সেই রিপোর্টটি আজ স্বাস্থ্য অধিদপ্তরে এসেছে যেখানে দেখা গেছে তিনি করোনা পজিটিভ৷

‘‘খালেদা জিয়ার করোনা পজিটিভ রিপোর্ট আমাদের হাতে আছে৷ আমি স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি৷ সবকিছু মিলিয়ে নিশ্চিত হয়ে তারপর বলছি,’’ বলেন মাইদুল ইসলাম৷

সমীর কুমার দে/আরআর/এফএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ