1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদা জিয়া কোভিড পজিটিভ: স্বাস্থ্য মন্ত্রণালয়

১১ এপ্রিল ২০২১

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়৷ তবে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মামুন রহমান দাবি করছেন, পরীক্ষার জন্য খালেদা জিয়ার নমুনাই নেওয়া হয়নি৷

ফাইল ছবিছবি: bdnews24

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, আইসিডিডিআর,বিতে গতকাল খালেদা জিয়া নমুনা পরীক্ষা করিয়েছিলেন৷ সেই রিপোর্টটা আজ স্বাস্থ্য অধিদপ্তরে এসেছে যেখানে দেখা গেছে তিনি করোনা পজিটিভ৷

‘‘খালেদা জিয়ার করোনা পজিটিভ রিপোর্ট আমাদের হাতে আছে৷ আমি স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি৷ সবকিছু মিলিয়ে নিশ্চিত হয়ে তারপর বলছি৷’’

এদিকে স্থানীয় সময় দুপুর দুইটা পর্যন্তও এই বিষয়ে নিশ্চিত হতে পারেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ ফোনে ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘আমিও খবরটি দেখছি৷ কিন্তু এখনও নিশ্চিত হতে পারিনি৷ নিশ্চিত হয়ে সবাইকে জানিয়ে দিব৷’’

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, শনিবার বিকালে ডা. মামুন বেসরকারি হাসপাতালের একজন টেকনোলজিস্ট নিয়ে গুলশানে খালেদা জিয়ার বাসায় গেলে খবর ছড়িয়েছিল যে তিনি পরীক্ষা করাচ্ছেন৷ পরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে জানানো হয়, করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেননি খালেদা৷ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলেন মামুন৷ ডা. মামুন বিডিনিউজ এর কাছে দাবি করেন, করোনা ভাইরাস পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসনের নমুনাই নেওয়া হয়নি৷

সমীর কুমার দে/আরআর/এফএস  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ