1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদা জিয়া ‘ভালো আছেন’ জানালেন ফখরুল

২৯ অক্টোবর ২০২১

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন ‘ভালো আছেন’ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ তিনি বেগম জিয়ার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন৷

ফাইল ছবিছবি: bdnews24.com

মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সকালে এক অনুষ্ঠানে বলেন, ‘‘আমি গতকাল হসপিটালে ম্যাডামকে দেখতে গিয়েছিলাম৷ আল্লাহর অশেষ রহমতে তিনি এখন ভালো আছেন৷ আপনারা সকলে দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন৷’’

টানা কয়েকদিন জ্বর অনুভব করায় গত ১২ অক্টোবর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে৷ সেখানে ২৫ অক্টোবর তার বায়োপসি করা হয়৷

সে সময় বিএনপি নেতারা বলেন, খালেদা জিয়ার শরীরে ছোট আকারের একটি ‘লাম্প' তৈরি হওয়ায় বায়োপসি করা হয়েছে৷ সেই পরীক্ষার প্রতিবেদন দেখে পরবর্তী চিকিৎসা নির্ধারিত হবে৷ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ডের অধীনে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে৷

দুর্নীতির মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যেতে হয়৷ দেশে করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পর পরিবারের আবেদনে গত বছরের ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়' তাকে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি দেয় সরকার৷

বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন ৭৬ বছর বয়সি খালেদা জিয়া৷ গত এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ছিলেন তিনি৷

এনএস/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ