1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘‘খালেদা জিয়া সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছেন’’: সুরঞ্জিত

২০ জানুয়ারি ২০১২

বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত৷ বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, এধরণের অভিযোগ অনভিপ্রেত৷

রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তছবি: Harun Ur Rashid Swapan

রাজধানীসহ সারা দেশে এখন মূল আলোচানার বিষয় শেখ হাসিনা সরকারকে উৎখাতে সামরিক বাহিনীর কতিপয় কর্মকর্তার ব্যর্থ ষড়যন্ত্রের খবর৷ তাই শুক্রবার ঢাকায় সভা সেমিনারেও ঘুরেফিরে এই আলোচনা চলে আসে৷ রাজধানীতে এক সেমিনারে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে একটি মহল সক্রিয়৷ তারা জানে, গণতান্ত্রিকভাবে এই সরকারকে পরাজিত করা যাবেনা৷ তাই তারা এখন নানা ষড়যন্ত্র করছে৷ সেনাবাহিনীর সাম্প্রতিক ঘটনা তারই অংশ৷ তিনি দাবি করেন, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সেনা বাহিনীকে উস্কানি দিচ্ছেন৷

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সেনা বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা ক্যু-এর ষড়যন্ত্র রুখে দিয়েছে যার প্রশংসার দাবিদার৷ তবে যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের আইনানুগভাবে মোকাবেলা করা হবে৷

অন্যদিকে ভিন্ন এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর বলেন, খালেদা জিয়াকে জড়িয়ে যে ধরণের বক্তব্য দেয়া হচ্ছে তা গ্রহণযোগ্য নয়৷ তার দাবি, বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই সেনাবাহিনী তৈরি করেছেন৷

মির্জা ফখরুল বলেন, বিএনপি কোন ষড়যন্ত্র বিশ্বাসী নয়৷ বিএনপি শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিকভাবে ক্ষমতার পরিবর্তনে বিশ্বাসী৷ বিএনপি দেশের জন্য সব সময়ই একটি সুশৃঙ্খল এবং শক্তিশালী সেনাবাহিনী চায়৷

এই বিষয়ের ওপর শুক্রবার আরো বক্তব্য রেখেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এবং বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক৷ তারাও অভিযোগ এবং পাল্টা অভিযোগ করে বক্তব্য দিয়েছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ