খালেদা জিয়া হাসপাতালেই থাকছেন
২৮ এপ্রিল ২০২১বিএনপি চেয়ারপারসন খালেদাকে মঙ্গলবার রাতে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়৷ ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘উনার অবস্থা স্থিতিশীল আছে৷ আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে উনি দেশবাসীর দোয়া চেয়েছেন৷’’
খালেদা জিয়ার চিকিৎসক দলের প্রধান অধ্যাপক এফএম সিদ্দিকী বিডিনিউজকে বলেন, ‘‘আমরা উনার অন্যান্য যেসব পরীক্ষা গত এক বছর করতে পারিনি সেগুলো করাব ৷ রিপোর্টগুলো পেলে তা রিভিউ করব৷ অস্থির হয়ে উনাকে ভর্তি করালাম... রিপোর্ট ঠিকমত না দেখে আবার নিয়ে গেলাম... একটা দুইটা পরীক্ষার জন্য আবার উনাকে হাসপাতালে নিয়ে আসলাম... এটা ভালো দেখায় না৷ সেজন্য পরীক্ষাগুলো সারতে আমরা উনাকে কেবিনে ভর্তি করিয়েছি৷’’
খালেদা জিয়াকে কতদিন হাসপাতালে থাকতে হতে পারে জানতে চাইলে এফএম সিদ্দিকী বলেন, ‘‘এক-দুইদিন ম্যাক্সিমাম, কোভিডের কোনো উপসর্গ উনার নেই৷ আজকে আমরা উনার চেস্টের সিটি স্ক্যান করিয়েছি৷ প্রথম সিটি স্ক্যানের চেয়ে আজকের রিপোর্ট অনেক ভালো৷ সেই দিক দিয়ে আলহামদুলিল্লাহ উনি সার্বিকভাবে সুস্থ হয়ে উঠছেন৷ করোনাভাইরাসের অন্যান্য প্যারামিটার- ডি-ডাইমার, ফেরিটিন, সিআরপি ঠিক আছে৷’’
গত ১১ এপ্রিল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর খালেদা জিয়া গুলশানে তার ভাড়া বাসা ফিরোজায় ব্যক্তিগত চিকিৎসক এফএম সিদ্দিকীর অধীনেই চিকিৎসা নিচ্ছিলেন৷ বিএনপি চেয়ারপারসন ছাড়াও তার বাসার আরো ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন৷
দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে তিন বছর আগে কারাগারে যেতে হয়েছিল ৭৬ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে৷দেশে মহামারী শুরুর পর পরিবারের আবেদনে সরকার গত বছরের ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়'শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়৷ এবং পরে দুই দফা তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়৷
খালেদা জিয়া তখন থেকে গুলশানের বাসাতেই আছেন৷
এনএস/ কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)