1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদা জিয়া হাসপাতালেই থাকছেন

২৮ এপ্রিল ২০২১

করোনায় আক্রান্ত খালেদা জিয়ার অবস্থা ‘স্থিতিশীল’ হলেও তাকে আরো কিছুদিন হাসপাতালেই রাখা হবে বলে জানিয়েছেন তার চিকিৎসক৷

ফাইল ছবিছবি: bdnews24

বিএনপি চেয়ারপারসন খালেদাকে মঙ্গলবার রাতে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়৷ ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘উনার অবস্থা স্থিতিশীল আছে৷ আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে উনি দেশবাসীর দোয়া চেয়েছেন৷’’ 

খালেদা জিয়ার  চিকিৎসক দলের প্রধান অধ্যাপক এফএম সিদ্দিকী  বিডিনিউজকে বলেন, ‘‘আমরা উনার অন্যান্য যেসব পরীক্ষা গত এক বছর করতে পারিনি সেগুলো করাব ৷ রিপোর্টগুলো পেলে তা রিভিউ করব৷ অস্থির হয়ে উনাকে ভর্তি করালাম... রিপোর্ট ঠিকমত না দেখে আবার নিয়ে গেলাম... একটা দুইটা পরীক্ষার জন্য আবার উনাকে হাসপাতালে নিয়ে আসলাম... এটা ভালো দেখায় না৷ সেজন্য পরীক্ষাগুলো সারতে আমরা উনাকে কেবিনে ভর্তি করিয়েছি৷’’

খালেদা জিয়াকে কতদিন হাসপাতালে থাকতে হতে পারে জানতে চাইলে এফএম সিদ্দিকী বলেন, ‘‘এক-দুইদিন ম্যাক্সিমাম, কোভিডের কোনো উপসর্গ উনার নেই৷ আজকে আমরা উনার চেস্টের সিটি স্ক্যান করিয়েছি৷ প্রথম সিটি স্ক্যানের চেয়ে আজকের রিপোর্ট অনেক ভালো৷ সেই দিক দিয়ে আলহামদুলিল্লাহ উনি সার্বিকভাবে সুস্থ হয়ে উঠছেন৷ করোনাভাইরাসের অন্যান্য প্যারামিটার- ডি-ডাইমার, ফেরিটিন, সিআরপি ঠিক আছে৷’’

গত ১১ এপ্রিল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর খালেদা জিয়া গুলশানে তার ভাড়া বাসা ফিরোজায় ব্যক্তিগত চিকিৎসক এফএম সিদ্দিকীর অধীনেই চিকিৎসা নিচ্ছিলেন৷ বিএনপি চেয়ারপারসন ছাড়াও তার বাসার আরো ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন৷

দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে তিন বছর আগে কারাগারে যেতে হয়েছিল ৭৬ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে৷দেশে মহামারী শুরুর পর পরিবারের আবেদনে সরকার গত বছরের ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়'শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়৷ এবং পরে দুই দফা তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়৷

খালেদা জিয়া তখন থেকে গুলশানের বাসাতেই আছেন৷

এনএস/ কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ