জাতিসংঘ জানিয়েছে, সাংবাদিক জামাল খাশগজিকে সৌদি আরবের কর্মকর্তারাই যে পরিকল্পিতভাবে হত্যা করেছেন, তার প্রমাণ পাওয়া গেছে৷ সৌদি আরব তদন্ত বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগও উঠেছে৷
বিজ্ঞাপন
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক তদন্তকারী অ্যাগনিস ক্যালামা বলেছেন, ‘‘খাশগজি হত্যার ঘটনায় তুরস্কের তদন্তকে বারবার প্রভাবিত ও বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে সৌদি আরব৷ এমনকি ঘটনাস্থলে তুরস্কের কর্তৃপক্ষকে প্রবেশের অনুমতি দিতেও ১৩ দিন সময় নেয় সৌদি কনসুলেট কর্মকর্তারা৷ এ সময় তারা প্রমাণ সরিয়ে ফেলার কাজে ব্যস্ত ছিল বলে ধারণা করা হচ্ছে৷''
গত অক্টোবরে তুরস্কের সৌদি দূতাবাসে ডেকে নিয়ে হত্যা করা হয় জামাল খাশগজিকে৷ এই ঘটনার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে অ্যাগনেস ক্যালামার নেতৃত্বে তিন সদস্যের একটি দল ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ইস্তানবুল সফর করে৷
সফর শেষে জেনেভায় এক বিবৃতিতে সৌদি আরবের ভূমিকার সমালোচনা করেন ক্যালামা৷ তিনি বলেন, ‘‘খাশগজি হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত৷ এতে সৌদি কর্মকর্তাদের প্রত্যক্ষ সংযোগ রয়েছে৷’’
ক্যালামা আরো বলেন, খাশগজিকে জোর করে সৌদি আরব নিয়ে যাওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে তাঁকে হত্যা করা হয় কিনা সে বিষয়টি স্পষ্ট নয়৷ তিনি আরো বলেন, সৌদি কনসুলেট কর্মকর্তারা সব প্রমাণ সরিয়ে ফেলায় ফরেনসিক তদন্তকারীরা অকাট্য প্রমাণ সংগ্রহে ব্যর্থ হয়েছে৷
উল্লেখ্য, ওয়াশিংটন পোস্টের কলাম লেখক খাশগজি সৌদি সরকারের সমালোচক ছিলেন৷ যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়া এই সাংবাদিক গত ২ অক্টোবর ইস্তাম্বুলের কনসুলেটে গিয়েছিলেন বিয়ের জন্য কাগজপত্র সংগ্রহ করতে৷ সেখানেই তিনি নিহত হন৷
এফএ/এসিবি (এপি, এএফপি)
টাইম ম্যাগাজিনের ‘পার্সন অফ দ্য ইয়ার’ সাংবাদিকরা
সত্য উন্মোচনে ঝুঁকিপূর্ণ কাজের জন্য জামাল খাশগজিসহ চার সাংবাদিক ও দ্য ক্যাপিটাল গ্যাজেট অফ অ্যানাপোলিসকে ২০১৮ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব ঘোষণা করেছে টাইম ম্যাগাজিন৷ সহযোদ্ধা হিসেবে উঠে এসেছে বাংলাদেশের শহীদুল আলমের নামও৷
ছবি: Reuters/Time Magazine
জামাল খাশগজি
যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা সৌদি সাংবাদিক জামাল খাশগজি মধ্যপ্রাচ্য ও সৌদি আরবের রাজনীতি বিষয়ে ওয়াশিংটনে পোস্টে নিয়মিত কলাম লিখতেন৷ পাশাপাশি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একজন কট্টর সমালোচক ছিলেন তিনি৷ অক্টোবরে ইস্তান্বুলেন সৌদি দূতাবাসে গেলে সেখানেই নিহত হন তিনি৷ তুরস্ক তাঁকে পরিকল্পিতভাবে খুন করার অভিযোগ করলেও, সৌদি আরব তা অস্বীকার করে আসছে৷
ছবি: Reuters/Time Magazine
ক্যাপিটাল গেজেট
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের পত্রিকা ক্যাপিটাল গেজেটকেও ‘পারসন অফ দ্য ইয়ারের’ স্বীকৃতি দেয়া হয়েছে৷ জুন মাসে পত্রিকাটির অফিসে একটি বন্দুক হামলায় পাঁচ সাংবাদিক নিহত হন৷ কিন্তু তারপরও থেমে থাকেনি পত্রিকাটি৷ বরং এরপর থেকে আরো বেশি অনুসন্ধানী সাংবাদিকতায় জোর দিয়েছে৷
ছবি: Reuters/Time Magazine
রয়টার্স সাংবাদিক
মিয়ানমারে সাত বছরের কারাদণ্ড হয়েছে রয়টার্সের দুই সাংবাদিক কিয়াও সোয়ে উ এবং ওয়া লোনের৷ রোহিঙ্গা ইস্যুতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশে তাঁদের ওপর ক্ষিপ্ত হয় দেশটির সরকার৷ ১০ সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমকে হত্যার তথ্য উন্মোচনের দায়ে তাঁদের আটক করা হয়, অভিযোগ আনা হয় রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের৷ তারা এখন কারাবন্দি৷
ছবি: Reuters/Time Magazine
মারিয়া রেসা
ফিলিপাইন্সের ৫৫ বছর বয়সি নারী মারিয়া রেসা ব়্যাপলার নামে একটি অনলাইন নিউজ সাইটের প্রতিষ্ঠাতা৷ দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধে’র একজন কঠোর সমালোচক তিনি৷ এই ‘তথাকথিত যুদ্ধে’ ১২০০ মানুষ নিহত হয়েছেন বলে জানুয়ারিতে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ৷ সম্প্রতি ব়্যাপলারের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে৷ এর ফলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তাঁর৷
ছবি: Reuters/Time Magazine
বাংলাদেশের শহীদুল আলম
বাংলাদেশের শহীদুল আলমের কথাও উঠে এসেছে টাইমের ঘোষণায়৷ এক সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করায় ‘মিথ্যা’ এবং ‘উসকানিমূলক’ মন্তব্য করার অভিযোগ এনে তাঁকে ১০০ দিনের বেশি সময় কারারুদ্ধ করে রাখার কথা বলা হয়েছে ম্যাগাজিনের প্রতিবেদনে৷