1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খাশগজি হত্যার দায় নিলেন সালমান: টিভি

২৬ সেপ্টেম্বর ২০১৯

সৌদি আরবের সাংবাদিক জামাল খাশগজি হত্যার দায় স্বীকার করেছেন যুবরাজ মোহামেদ বিন সালমান৷ তবে এই হত্যাকাণ্ড সম্পর্কে তিনি আগে জানতেন না বলেও দাবি করেছেন৷

তুরস্কের ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে গতবছর অক্টোবরের ২ তারিখ খাশগজিকে হত্যা করা হয়৷ এর প্রায় দুই মাস পর ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের সরকারি প্রচারমাধ্যম পিবিএসকে দেয়া সাক্ষাৎকারে যুবরাজ এসব মন্তব্য করেন বলে দাবি করা হচ্ছে৷ একটি তথ্যচিত্র নির্মাণের অংশ হিসেবে সৌদি আরবের রিয়াদে সালমানের সঙ্গে কথা বলেন এক সাংবাদিক৷ তথ্যচিত্রটি আগামী সপ্তাহে প্রচারিত হবে৷ তার আগে সালমানের বক্তব্যের কিছু অংশ প্রকাশ করা হয়েছে৷

পিবিএসকে যুবরাজ সালমান বলেন, ‘‘আমি সব দায় নিচ্ছি, কারণ এটা আমার পর্যবেক্ষণে হয়েছে৷’’

তাহলে হত্যাকাণ্ড সম্পর্কে আগে জানতেন না কেন, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সালমান বলেন, ‘‘আমাদের দুই কোটি মানুষ৷ আমাদের ত্রিশ লাখ সরকারি কর্মচারী রয়েছে৷’’

‘‘তাঁরা কি আপনার একটি বিমান নিতে পারেন?'' যুবরাজকে প্রশ্ন করেন সাংবাদিক৷ কারণ; রাজকীয় একটি বিমানে করে একটি দল খাশগজিকে হত্যা করতে ইস্তাম্বুল গিয়েছিল বলে অভিযোগ রয়েছে৷

প্রশ্নের উত্তরে যুবরাজ বলেন, ‘‘বিভিন্ন বিষয় অনুসরণ করতে আমার কর্মকর্তা ও মন্ত্রীরা আছেন, এবং তাঁরা দায়িত্বপ্রাপ্ত, তাঁদের এসব করার অধিকার রয়েছে৷’’

উল্লেখ্য, খাশগজি হত্যার সঙ্গে যুবরাজ সালমানের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে রিয়াদ৷

তবে জাতিসংঘের একজন মানবাধিকার বিশেষজ্ঞ, যিনি ঐ হত্যাকাণ্ড নিয়ে নিরপেক্ষ তদন্ত করেছেন, তিনি বলেন খাশগজি হত্যার সঙ্গে সালমানের জড়িত থাকার ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ আছে৷

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’ও বারবার বলেছে যে, যুবরাজ সালমান সম্ভবত হত্যার নির্দেশ দিয়েছিলেন৷

জেডএইচ/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ