1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খাশগজি হত্যার নির্দেশ প্রিন্স সালমানের: সিআইএ

১৭ নভেম্বর ২০১৮

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই সাংবাদিক জামাল খাশগজিকে হত্যা করা হয়েছে বলে মনে করে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ৷ বিভিন্ন সূত্রের বরাত দিয়ে শুক্রবার এমন খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম৷

Mohammed bin Salman Al Saud Kronprinz Saudi-Arabien
ছবি: Reuters/A. Levy

এর ফলে মিত্র সৌদি আরবের সঙ্গে খাশগজি ইস্যুতে তৈরি হওয়া টানাপোড়েন মেটানো আরো জটিল হয়ে পড়বে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে৷ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সিআইএ তাদের তদন্তে পাওয়া তথ্য সম্পর্কে কংগ্রেসসহ সরকারের বিভিন্ন পর্যায়ে অবহিত করে৷ সেখানে তারা উল্লেখ করে যে, ইস্তানবুলে সৌদি দূতাবাসে খাশগজিকে যুবরাজের নির্দেশেই হত্যা করা হয়৷

সিআইএ'র তদন্তের বিষয়টি প্রথম প্রকাশ করেছে মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট৷ ওয়াশিংটনে সৌদি দূতাবাস সিআইএ'র তদন্তকে প্রত্যাখ্যান করেছে

‘‘তদন্তে যা দাবি করা হয়েছে, তা মিথ্যা,'' দূতাবাস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়৷ ‘‘এমন অনেক তত্ত্ব আমরা আগেও শুনেছি এবং শুনে যাচ্ছি, অথচ এসব সন্দেহের বিষয়ে কোনো প্রাথমিক ভিত্তিই খুঁজে পাইনি৷''

এদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, ‘‘জামাল খাশগজির হত্যার জন্য যারা জড়িত, তাদের সবাইকে বিচারের আওতায় আনার ব্যাপারে যুক্তরাষ্ট্র সংকল্পবদ্ধ৷'' পেন্স পাপুয়া নিউগিনি সফরের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন৷ তবে তদন্তের ব্যাপারে তিনি তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে চাননি৷ তবে এ ঘটনায় সৌদি আরবের সঙ্গে সম্পর্কের ক্ষতি হবে না বলেও দাবি করেন তিনি৷

বরাবরই খাশগজি ইস্যুতে কঠোর ভাব দেখানোর পাশাপাশি সৌদি আরবের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার বিষয়েও জোর দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র৷

সিআইএ'র তদন্তের বিষয়ে শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কোনো মন্তব্য করেনি৷

জেডএ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ