1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খুচরো ব্যবসায় বিদেশি লগ্নি ইস্যুতে সংসদে তুফান

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি৪ ডিসেম্বর ২০১২

খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ নিয়ে অবশেষে সংসদের নিম্নকক্ষ লোকসভায় মঙ্গলবার ভোটাভুটিসহ আলোচনা শুরু হয়৷ যেখানে বিজেপি নেত্রী সুষমা স্বরাজ নানা তথ্যউপাত্ত দিয়ে এফডিআই নীতির জন্য সরকারকে তুলাধুনা করেন৷

ছবি: AP

দীর্ঘ টালবাহানার পর আজ সংসদের নিম্নকক্ষ লোকসভায় শুরু হলো ভোটাভুটির সংস্থানসহ খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নিয়ে আলোচনা৷ আলোচনার সূত্রপাত করে বিরোধী বিজেপি নেত্রী সুষমা স্বরাজ বলেন, এফডিআই নিয়ে সরকারের সিদ্ধান্ত একতরফা এবং দেশের স্বার্থবিরোধী৷ বিপক্ষ দলের সঙ্গে কোনো রকম পরামর্শ করা হয়নি৷ যদিও প্রধানমন্ত্রী বলেছিলেন যে, ঐকমত্য না হওয়া অবধি এই সিদ্ধান্ত স্থগিত থাকবে৷

খুচরো ব্যবসায় বিদেশি লগ্নিতে দেশে ৪০ লাখ লোকের কাজ হবে, সরকারের এই দাবি নস্যাৎ করে বিরোধী নেত্রী বলেন, এতে একচেটিয়া ব্যবসা তৈরি হবে৷ বহুজাতিক সংস্থাগিলি কৃষকদের কাছ থেকে কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য করবে৷ বিশ্বে বড় বড় সুপার মার্কেটগুলি তাই করছে৷ প্রতিযোগিতামূলক ব্যবসায় গ্রাহকদের লাভ, একচেটিয়াতে নয়৷ চীনের পণ্যে ভারতের বাজার ভরে যাবে৷ রোজগার বাড়বে চীনের আর ভারতের ১২ কোটি ঘরে নেমে আসবে অন্ধকার৷

কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধির সঙ্গে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং...ছবি: dapd

বিজেপি নেত্রীর অভিযোগ, যেখানে যেখানে মাল্টি-ব্র্যান্ড এফডিআই এসেছে, সেখানে সেখানে ছোট ব্যবসায়ীদের পাততাড়ি গোটাতে হয়েছে৷ এদিকে, তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায়ের অভিযোগ যে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে৷

আগামীকাল প্রস্তাবের ওপর ভোটাভুটি৷ তার প্রেক্ষিতে সরকারের সংখ্যাগত অবস্থানটা কী? লোকসভায় সরকার ‘পাস মার্ক' পেলেও উচ্চকক্ষ রাজ্যসভাতে পাশ করতে পারবে কিনা – তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে৷ লোকসভায় ৫৪৩টি ভোটের মধ্যে কংগ্রেস-জোট সরকারের পক্ষে ২৪৮ জন সাংসদ৷ দরকার কমপক্ষে ২৭২টি ভোট৷ বাইরে থেকে সমর্থনকারী এসপি বিএসপি যদি সরকারের পক্ষে ভোট দেয় তাহলে তো কোনো কথাই নেই৷

মুলায়েমের এসপি দল এখনো তার অবস্থান খোলসা করেনি৷ তবে মায়াবতির বিএসপি নীতিগতভাবে এর বিরোধী হলেও শেষ পর্যন্ত সরকারের পক্ষে ভোট দিতে পারে, বিজেপিকে হারাতে৷ আর মুলায়েম ও মায়াবতি ভোটদানে অনুপস্থিত থাকলেও সরকারের সংখ্যাগরিষ্ঠতা পেতে অসুবিধা হবে না৷ মুশকিল হবে রাজ্যসভাতে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ