1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খুচরো ব্যবসায় বিদেশি লগ্নি ইস্যুতে সোমবার সংসদ অচল

২৮ নভেম্বর ২০১১

খুচরো ব্যবসায় বিদেশি লগ্নিতে কেন্দ্রের অনুমোদনের প্রশ্নে বিপক্ষ দলের প্রতিবাদে সোমবারেও সংসদ উত্তপ্ত হয়ে ওঠে৷ অধিবেশন মুলতুবি হয়ে যায়৷ বিরোধীদের দাবি, এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে৷ সরকার তাতে অনড়৷

ভারতের বাজারে বহুজাতিক সুপারমার্কেট নিয়ে এখন বিতর্ক তুঙ্গেছবি: picture alliance/dpa

সংসদে অচলাবস্থা দূর করতে কী করা যায় - তা নিয়ে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং আজ সোমবার ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন৷ সংসদের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রতিভা দেবি সিং পাটিলের সঙ্গেও আলোচনা করেন৷ সম্ভবত আগামীকাল এক সর্বদলীয় বৈঠক ডাকবেন তিনি৷

খুচরো ব্যবসায় বিদেশি লগ্নি ইস্যুতে শুধু বিরোধীদলগুলিই নয় তৃণমূল কংগ্রেস ও ডিএমকের মত সরকারের শরিক দলগুলিও সরকারের বিরুদ্ধে সংসদে সরব৷ তাদের সঙ্গে সুর মিলিয়েছে চার বাম দল৷ সংসদের উভয়সভায় বিরোধীদের সঙ্গে দুই শরিক দল হৈচৈ শুরু করলে সভার অধিবেশন প্রথমে দুপুর পর্যন্ত পরে সারা দিনের মত মুলতুবি হয়ে যায়৷

সোনিয়া গান্ধীর সঙ্গে সোমবার বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং (ফাইল ছবি)ছবি: AP

বিরোধী পক্ষের যুক্তি, এতে বেকারি বাড়বে৷ ছোট ব্যবসায়ী, দোকানদার ও চাষিরা মার খাবে দারুণভাবে৷ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের কনভেনার শারদ যাদব মনে করেন, ভারতের খুচরো বাজার বড় বড়. বিদেশি কোম্পানিগুলির জন্য খুলে দিলে খুচরো ব্যবসার ওপর নির্ভরশীল দেশের প্রায় ২২ কোটি লোক মার খাবে৷ কৃষির পর বৃহত্তম কর্মসংস্থান হয় খুচরো ব্যবসায়৷ এটা শুধু সংসদের উদ্বেগ নয়, উদ্বেগ গোটা দেশের৷ সরকার এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার না করলে সংসদ অচল থাকবে৷

সংসদীয় মন্ত্রী রাজীব শুক্লা বলেন, খুচরো ব্যবসায় বিদেশি লগ্নি, মূল্যবৃদ্ধি, কালো টাকা সবকিছু নিয়েই আলোচনা করতে সরকার রাজি যদি সংসদের অধিবেশন চলতে দেয়া হয়৷ রোজ একটা করে মুলতুবি প্রস্তাব আনাটা কোন কাজের কথা নয়৷ একটি অধিবেশনে মুলতুবি প্রস্তাব মাত্র একবারই আনা যায়৷ কাজেই ভোটাভুটি ছাড়াই আলোচনা হতে পারে৷ বিরোধীপক্ষ চাইছে ভোটাভুটি৷

এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় নেমেছে বিভিন্ন রাজ্যের অ-কংগ্রেসি সরকারগুলি৷ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতির কটাক্ষ, এই সিদ্ধান্ত নেয়া হয়েছে রাহুল গান্ধীর বিদেশি বন্ধুদের খুশি করতে৷ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার মন্তব্য, এটা একটা চরম আঘাত৷ বিজেপি নেত্রী উমা ভারতী ওয়ালমার্ট সুপার বাজার খুললে তাতে আগুন লাগিয়ে দেবার হুমকি পর্যন্ত দিয়েছেন৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ