1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজীব হত্যা মামলা: সুবিচার হয়নি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩১ ডিসেম্বর ২০১৫

ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় দু'জনের ফাঁসি এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷ এছাড়া আরো পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে৷ বাংলাদেশে ব্লগার হত্যা মামলায় এটাই প্রথম রায়৷

Bagladesch Demo Urteil Abdul Quader Mollah
ছবি: Reuters

বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহম্মেদ তাঁর রায়ে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম ওরফে দিপ ও রেদোয়ানুল আজাদ রানার মৃত্যুদণ্ডের আদেশ দেন৷ রানা অবশ্য এখনও পলাতক৷

মাকসুদুল হাসান অনিককে যাবজ্জীবন এবং এহসানুর রেজা রুম্মান, মো. নাঈম সিকদার ওরফে ইরাদ ও নাফিজ ইমতিয়াজের ১০ বছর করে কারাদণ্ড হয়েছে৷ এছাড়া সাদমান ইয়াছির মাহমুদকে তিন বছরের কারাদণ্ড এবং হত্যা পরিকল্পনাকারী নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীকে পাঁচ বছর কারাদণ্ড দেয়া হয়৷

বিচারক সাঈদ আহম্মেদ তাঁর রায়ের পর্যবেক্ষণে বলেন, ‘‘খুতবায় কী বক্তব্য দেওয়া যাবে তার একটা সীমা থাকা উচিত৷ কেউ কিছু লিখলেই তাঁকে মেরে ফেলতে হবে?'' তিনি আরো বলেন, ‘‘শুনেছি ব্লগাররাও এমন কিছু লেখেন, যা পড়লে নাকি মারতে ইচ্ছে করে৷ আসলে আমরা সবাই ধৈর্যহারা হয়ে গেছি৷ সকলকেই ধৈর্য ধরতে হবে৷ আইন হাতে তুলে নেওয়া যাবে না৷ আবার আইন-শৃঙ্খলা বাহিনীও ক্রসফায়ারের নামে আইন হাতে তুলে নিচ্ছেন, সেটাও বন্ধ করতে হবে৷''

বিচারক মামলার তদন্তে ত্রুটির কথা তুলে ধরে আদালতে বলেন, ‘‘মামলার শুনানির সময় এমন প্রশ্নও এসেছে, তানজিলা নামের যে মেয়েটিকে পৌঁছে দিতে গিয়েছিলেন, তিনিই রাজীবকে হত্যা করেছেন কিনা৷ এক্ষেত্রে তাঁর একটা জবানবন্দি নেওয়া প্রয়োজন ছিল তদন্ত কর্মকর্তার৷''

ইমরান এইচ সরকার

This browser does not support the audio element.

সাঈদ আহম্মেদ বলেন, ‘‘এই হত্যাকাণ্ড পরিকল্পিত ও নৃশংস ছিল৷ তবে রাষ্ট্রপক্ষ এই হত্যাকাণ্ডের সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারেনি৷''

এদিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ডয়চে ভেলেকে বলেন, ‘‘রাজীব হত্যার অন্তত তিনজন আত্মস্বীকৃত খুনির সর্বোচ্চ শাস্তি হয়নি৷ তদন্তে চরম গাফিলতির কথা বলেছে আদালত৷ অথচ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মুফতি জসীম উদ্দিন রাহমানীকে মাত্র পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়৷ তাই আমরা এই রায় প্রত্যাখ্যান করে আন্দোলনের কর্মসূচি দিয়েছি৷''

এরপরও অবশ্য ইমরান এইচ সরকার মনে করেন, ‘‘আরো যে ব্লগার হত্যা হয়েছে, তার বিচারে এই রায় সহায়ক ভূমিকা পালন করবে৷''

প্রিয় পাঠক, আপনিও কি ইমরান এইচ সরকারের মতো রাজীব হত্যা মামলার রায় প্রত্যাখ্যান করেন? নীচের গরে জানান আপনার মতামত৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ