1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খুদে রাজপুত্রের থিম পার্ক

৭ জুলাই ২০১৪

‘দ্য লিটল প্রিন্স’ বা খুদে রাজকুমারের কথা মনে আছে? সেই ফ্যান্টাসি উপন্যাসে উদ্বুদ্ধ হয়েই এবার ফ্রান্সে তৈরি হয়েছে একটি থিম পার্ক৷ আর গত সপ্তাহে সেটা খুলে দেয়া হয়েছে জনসাধারণের জন্য৷

Der kleine Prinz (Buch)
ছবি: picture-alliance/dpa

১৯৪৩ সালে ফরাসি লেখক, ঔপন্যাসিক ও কবি অঁতোয়ান দ্য স্যাঁত-এক্সুপেরি রচনা করেন দ্য লিটল প্রিন্স৷ ভিনগ্রহের ছোট্ট এক রাজপুত্রকে নিয়ে লেখা এই ফ্যান্টাসি উপন্যাস, যে পৃথিবীতে এসে অনুভব করতে পারে একাকিত্ব, বন্ধুত্ব, ভালোবাসা এবং হারানোর অনুভূতি৷ উপন্যাসটি এতটাই জনপ্রিয়তা পায় যে এটি অনূদিত হয় ২৭০টি ভাষায়৷ এ কারণেই এই থিম পার্কের কথা মাথায় আসে নিমার্তাদের৷ জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত হয়েছে এই পার্ক৷

বড়দের প্রত্যেকেই যে একটা সময় শিশু ছিল ঔপন্যাসিকের সেই ধারণার যেন বাস্তব রূপের দেখা মিলবে এই পার্কে৷ পার্কের কর্তৃপক্ষ আশা করছেন প্রতি বছর অন্তত দেড় লাখ পর্যটক পার্কে আসবেন৷ পার্কে থাকছে হট এয়ার বেলুন, স্লাইডসহ অনেক জীব জন্তু৷ এছাড়া খুদে রাজকুমারকেও দেখা যাবে সেখানে, যে নিজের কাহিনি বলবে৷

পার্কটির প্রকল্পের ব্যবস্থাপক বলেন, ‘তাদের প্রধান টার্গেট ২ থেকে ১২ বছরের শিশুরা৷' তিনি বলেন লিটল প্রিন্স একটি ব্র্যান্ডের চেয়েও অনেক বেশি কিছু, যা মানুষের নীতিবোধ ও মূল্যবোধকে জাগিয়ে তুলবে৷

এপিবি/এসবি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ