1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খুদ-কুঁড়া দিয়ে বানানো ৩২ বস্তা ভেজাল মশলাসহ ব্যবসায়ী আটক

৭ এপ্রিল ২০২৩

ফেনীতে চালের খুদ ও ধানের কুঁড়ায় রঙ মিশিয়ে হলুদ, মরিচসহ বিভিন্ন ধরনের গুঁড়া মসলা তৈরি হচ্ছিল৷ অভিযান চালিয়ে এমন দেড় হাজার কেজি ভেজাল গুঁড়া মসলাসহ একজনকে আটক করেছে র‌্যাব৷

ছবি: Mortuza Rashed/DW

বুধবার মধ্যরাতে শহরের একটি কারখানায় অভিযান চালানো হয় বলে র‌্যাব-৭ ফেনীর কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান৷

আটক সাঈদ হোসেনের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি এলাকায়৷

র‌্যাব জানায়, ভেজাল মসলা তৈরির গোপন সংবাদে ফেনী শহরের তাকিয়া রোডের রামপুর শিশু একাডেমি সংলগ্ন বিসমিল্লাহ মিলে অভিযান চালানো হয়৷

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাঈদ হোসেন নামে ওই ভেজাল মসলা কারবারীকে আটক করা হয়৷ পরে তাকে নিয়ে তল্লাশি চালিয়ে কারখানা থেকে প্লাস্টিকের ৩২টি বস্তায় দেড় হাজার কেজি ভেজাল রঙ ও খুদমিশ্রিত হলুদ-মরিচের গুঁড়া জব্দ করা হয়৷

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাঈদ হোসেন দীর্ঘদিন ধরে চালের খুদ, ধানের কুঁড়ায় রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল মসলা তৈরি করছিলেন বলে স্বীকার করেন৷

আটক সাঈদকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ