1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘অভিযোগ তদন্তে কমিটি’

সমীর কুমার দে, ঢাকা৬ মে ২০১৪

নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণের পর হত্যায় ব়্যাব সদস্যদের জড়িত থাকার অভিযোগ তদন্তে একটি নিজস্ব কমিটি গঠন করা হয়েছে৷ ব়্যাবের অতিরিক্ত মহাপরিচালক আফতাব উদ্দিন আহমেদকে প্রধান করে এই কমিটি করা হয়েছে৷

Bangladesch - Landesweiter Streik
ছবি: Getty Images

নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণের পর হত্যায় ব়্যাব সদস্যদের জড়িত থাকার অভিযোগ তদন্তে একটি নিজস্ব কমিটি গঠন করা হয়েছে৷ ব়্যাবের অতিরিক্ত মহাপরিচালক আফতাব উদ্দিন আহমেদকে প্রধান করে ৪ সদস্যের এই কমিটি করা হয়েছে৷

এদিকে এই ৭ জনকে অপহরণের পর হত্যার ঘটনায় ব়্যাব-১১ এর সদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগসহ সার্বিক বিষয়ে তদন্ত করতে সরকারকে এবং বিভাগীয় তদন্ত করতে ব়্যাবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট৷ বিচারপতি রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ সোমবার স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন৷ নারায়ণগঞ্জের সাতজনকে হত্যার ঘটনায় ৬ কোটি টাকার লেনদেনের বিষয়ে সংবাদপত্রে প্রকাশিত সংবাদ আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী শামীম সরদার৷ এরপর আদালত আদেশ দেন৷

তদন্তের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে হবেছবি: fotolia

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এএসএম নাজমুল হক৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, নারায়ণগঞ্জের ওই ঘটনায় সার্বিক বিষয়ে (অপহরণ, হত্যাকাণ্ড ও লেনদেন) তদন্ত করতে হাইকোর্ট সরকারকে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন৷ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে এই কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ জন, আইন মন্ত্রণালয়ের ২ জন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ জনকে (উপ-সচিব) সদস্য রাখতে বলা হয়েছে৷ এছাড়া সিআইডিকে আলাদা তদন্ত ও ব়্যাবকে বিভাগীয় তদন্ত করার আদেশ দিয়েছেন আদালত৷ তাদেরকে সাত দিনের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে৷

এদিকে গঠনের এক দিনের মাথায় অভিযান চালাতে মাঠে নেমে পড়েছে পুলিশের ‘অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড'৷ প্রথম অভিযানেই তাদের হাতে ধরা পড়েছে ৮ জন৷ এরা সবাই পুলিশ পোশাক ব্যবহার করে অপহরণ চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে আসছিল৷ এদের কাছ থেকে পুলিশের মতো ওয়াকিটকি, হাতকড়া, আগ্নেয়াস্ত্র ও বোমা পাওয়া গেছে৷ এদিকে এই ইউনিট গঠনের খবরে অপহৃত মানুষগুলোর স্বজনরা ছুটে আসছেন এখানে৷ সোমবার পর্যন্ত ১৭টি অভিযোগ জমা পড়েছে বলে ডয়চে ভেলেকে নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার কৃষ্ণপদ রায়৷ তিনি বলেন, এতদিন বিছিন্নভাবে অভিযোগ আসত, এখন সবাই নির্দিষ্ট একটি জায়গায় অভিযোগ করবেন৷ সেখান থেকে এই ইউনিটের সদস্যরা খোঁজ খবর করবেন৷ যেগুলো সত্যি ঘটনা, সেগুলো নিয়ে কাজ এই স্কোয়াড৷ আর সবকিছুর নিয়মিত তদারকি করবেন সিনিয়র অফিসাররা৷

সবকিছুর নিয়মিত তদারকি করবেন সিনিয়র অফিসাররাছবি: Fotolia

প্রথম অভিযানের ব্যাপারে উপ-কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, গত রোববার মধ্যরাতে রাজধানীর বাড্ডার আফতাবনগর এলাকায় অভিযান চালানো৷ অবশ্য আগে থেকেই গোয়েন্দাদের কাছে এ বিষয়ে তথ্য ছিল৷ পরে অভিযানে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে৷ এরা পুলিশের নাম ব্যবহার করে পুলিশের মতো অভিযান চালিয়ে নিরীহ মানুষকে ধরত৷ তিনি বলেন, এই চক্রটি দু'টি মাইক্রোবাসে করে গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে অপহরণ, ডাকাতিসহ নানা ধরনের অপরাধ করছিল৷ অপহরণ ঠেকাতে গত শনিবার গঠিত গোয়েন্দা পুলিশের ‘অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড' এর সদস্যরা ওই স্থানে পৌঁছে একটি মাইক্রোবাসসহ আটজনকে গ্রেফতার করে৷

কৃষ্ণপদ রায় আরও বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি হাতকড়া, একটি ওয়াকিটকি, ২০টি হাতবোমা ও একটি শটগান পাওয়া গেছে৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অপহরণ, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর কথা স্বীকার করেছে৷ পরে এদের সবাইকে ৪ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ৷ তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গঠিত ‘অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াডে' গত দুই দিনে ১৭টি অভিযোগ এসেছে৷ এর মধ্যে একটি ঘটনা সরাসরি এসেছে আর বাকি ১৬টি ঘটনা এসেছে বিভিন্ন থানা থেকে৷ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি তরুণী অপহরণের যে ঘটনা এসেছে, সেটি প্রেমঘটিত বলে আমরা নিশ্চিত হয়েছি৷ তিনি বলেন, অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড অপহরণের বাইরেও প্রয়োজনে বিশেষ কাজ করবে৷

গোয়েন্দা পুলিশের পরিচয়ে যে প্রতারণা হচ্ছে তাদের বিষয়ে প্রশ্ন করা হলে কৃষ্ণপদ রায় বলেন, গোয়েন্দা পুলিশ যে কোন অভিযানে গেলে অবশ্যই তাদের পরিচয় প্রদান করবে৷ প্রথমে পরিচয় প্রদান না করলেও অভিযান শেষে গ্রহণযোগ্য পরিচয় প্রদান করেই তারপরই তারা স্থান ত্যাগ করবে৷ যদি কেউ পরিচয় দিতে না চায় তাহলে নিকটস্থ থানা অথবা মহানগর গোয়েন্দা কার্যালয়ে ভুক্তভোগীদের যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ