তিনি পেশায় ডাক্তার। তবে চালাতেন বিশাল এক গ্যাং। যাদের কাজ ছিল হরিয়ানা এবং উত্তরপ্রদেশে ট্যাক্সি এবং ট্রাক চালকদের খুন করা।
বিজ্ঞাপন
পঞ্চাশের পর আর খুনের হিসেব রাখেননি তিনি। দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান জুড়ে তৈরি করেছিলেন গ্যাং। তার মাধ্যমেই মূলত ট্যাক্সি আর ট্রাক ড্রাইভারদের খুন করে জলে ভাসিয়ে দিতেন পেশায় চিকিৎসক দেবেন্দ্র। বৃহস্পতিবার পুলিশ তাকে গ্রেফতার করেছে। জেরায় নিজের ভয়াবহ কীর্তিকলাপের কথা নিজেই স্বীকার করেছেন ওই চিকিৎসক। জানিয়েছেন, কয়েক দশক ধরে এ কাজ করছিলেন তিনি।
অভিনব ব্যবসা শুরু করেছিলেন উত্তরপ্রদেশের আদি বাসিন্দা দেবেন্দ্র। ইদানীং থাকছিলেন দিল্লিতে। পুলিশ জানিয়েছে, এক বিশাল দল তৈরি করেছিলেন দেবেন্দ্র। যাদের কাজ ছিল যাত্রী সেজে ট্যাক্সিতে উঠে পড়া। তারপর সুযোগ বুঝে ট্যাক্সি ড্রাইভারকে খুন করে মৃতদেহ ভাসিয়ে দেওয়া হতো একটি খালে। যে খাল কুমীরের জন্য বিখ্যাত। অধিকাংশ দেহ নিমেষের মধ্যে কুমীরের খাবারের পরিণত হতো। ফলে মৃতদেহ জলে ভেসে ওঠারও কোনও সম্ভাবনা ছিল না। লাশ চিরতরে গায়েব।
অপরাধের জন্য কুখ্যাত যেসব ভারতীয় শহর
ভারতের বেশ কিছু অংশে কিছু বিশেষ বিশেষ অপরাধের বাড়বাড়ন্ত রয়েছে৷ সেই শহরগুলি কোনটি, দেখুন ছবিঘরে...
ছবি: picture-alliance/AP Photo
গাড়ি চুরি
উত্তর প্রদেশের মীরাট ও মুজফফরনগরের সাথে জড়িত হয়েছে বহু গাড়ি চুরির ঘটনা৷ শুধু তাই নয়, উত্তর ভারতের অন্যান্য শহরে গাড়ি চুরির ঘটনার তদন্ত থেকে উঠে এসেছে এই দুই শহরের দাগী আসামীদের নাম৷
ছবি: Colourbox/Andrey Armyagov
খুন
মোটা অঙ্কের টাকার বিনিময়ে খুনের ঘটনা রমরমিয়ে চলে উত্তর প্রদেশের ইটাওয়া ও বুলন্দশহর অঞ্চলে৷ গত কয়েক বছরে এই দুই শহরের সাথে বিহারের বেগুসারাই শহরে পাল্লা দিয়ে বেড়েছে খুনের ঘটনা, জানাচ্ছে ভারতের জাতীয় অপরাধ ব্যুরো৷
ছবি: Fotolia
পরিচয়পত্র জালিয়াতি
ভোটার কার্ড বা ‘আধার’ জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনা কয়েক বছরে মারাত্মক হারে বেড়েছে৷ অপরাধ ব্যুরোর সাইবার ক্রাইম বিভাগ জানাচ্ছে, এমন অপরাধের হারে শীর্ষে রয়েছে দক্ষিণের শহর হায়দরাবাদ৷
ছবি: Getty Images/AFP/N. Seelam
লুট ও ডাকাতি
মধ্য প্রদেশ ও রাজস্থানের বিভিন্ন অঞ্চল লুটপাটের জন্য কুখ্যাত৷ হাইওয়ে সংলগ্ন বসতিহীন অঞ্চলগুলিই অপরাধীদের নজরে থাকে৷
ছবি: Getty Images/AFP/D. Dutta
‘আইটি ফ্রড’
তথ্যপ্রযুক্তির উন্নয়নের সাথে পাল্লা দিয়ে বেড়েছে নতুন ধরেন অপরাধ৷ বেঙ্গালুরু, যেখানে রয়েছে বিশ্বের তাবড় তাবড় তথ্যপ্রযুক্তি সংস্থার দপ্তর, বর্তমানে ভারতের আইট ফ্রড বা তথ্যপ্রযুক্তি অপরাধের রাজধানী৷
ছবি: Getty Images/AFP/D. Sarkar
ধর্ষণ
একের পর এক ভয়াবহ ধর্ষণের খবর সামনে আসার পর থেকে বলা হচ্ছে যে রাজধানী দিল্লিই ভারতের ‘ধর্ষণ রাজধানী’৷ যদিও এই দাবির সত্যতা যাচাই করার মতো কোনো তথ্য নেই, তাও দিল্লির গায়ে রয়েই গেছে এই তকমা৷
ছবি: picture-alliance/AP Photo/Saurabh Das
গুম বা অপহরণ
বেশ কয়েক দশক ধরে চলে আসা গুমের প্রবণতা এখনও ভারতের রাজ্য বিহারের পিছু ছাড়েনি৷ রাজনৈতিক প্রতিহিংসাজনিত কারণেই সেখানে বেশির ভাগ গুমের ঘটনা হয় বলে মনে করেন অনেকে৷
ছবি: Strdel/AFP/Getty Images
কয়লা মাফিয়া
কয়লা খনির জন্য বিখ্যাত ঝাড়খণ্ডে সক্রিয় আছে বহু মাফিয়া চক্র৷
ছবি: Ravi Mishra/Global Witness
বন্যপ্রাণীর চোরাশিকার ও পাচার
ভারতের উত্তরাখণ্ড, যেখানে রয়েছে বন্যপ্রাণীদের জন্য অভয়ারণ্য, বর্তমানে বন্যপ্রাণীদের চোরাশিকার ও পাচারের একাধিক চক্র৷ বাঘ, চিতাবাঘ ছাড়াও নানা রকমের পাখির চোরাপাচার হয় সেখান থেকে৷
ছবি: AP
মাদক বাজার
হিমাচল প্রদেশের কুলু ও মানালি অঞ্চলে রয়েছে মাদক-পর্যটনের ব্যাপক প্রচলন৷ বিশেষ করে বিদেশি পর্যটকদের মধ্যে রয়েছে এই অঞ্চলে আসার ঝোঁক৷ যার কারণ এই অঞ্চলে ব্যাপকহারে গাঁজা, আফিম ও চরসের উৎপাদন৷
ছবি: picture-alliance/AP Photo/R. R. Jain
নকল
পরীক্ষায় নকল করার জন্য বিহারের বদনাম রয়েছে কয়েক দশক ধরে৷ এতটাই গভীরে এই নকলের ধারা যে বেশ কয়েক বার সারা রাজ্যে প্রথম হওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধেও পরীক্ষায় নকল করার অভিযোগ ওঠে ও শিক্ষার্থীরা দোষীও সাব্যস্ত হয়৷
ছবি: picture-alliance/AP Photo
11 ছবি1 | 11
এর পর সেই ট্যাক্সি ২০ থেকে ২২ হাজার টাকা দামে বিক্রি করে দেওয়া হতো হরিয়ানা অথবা উত্তরপ্রদেশে। এ ভাবেই লাখ লাখ টাকা রোজগার করছিলেন দেবেন্দ্র। শুধু তাই নয়। একাধিক ট্রাকও ছিনতাই করেছে দেবেন্দ্রের দল। মূলত রান্নার গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাক ছিনতাই করতো দেবেন্দ্রের দল। চালককে খুন করে সেই ট্রাক পৌঁছে যেত ডাক্তারের ভুয়া গ্যাস ডিলারশিপে। সেখানে সিলিন্ডার নামিয়ে ট্রাক ভেঙে ফেলা হতো। যাতে পুলিশ তার হদিশও না পায়। এ ভাবেই দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন চিকিৎসক। একই সঙ্গে নিজের স্বচ্ছ ভাবমূর্তি রক্ষা করতে রাজস্থানের জয়পুরে চেম্বার খুলেছিলেন তিনি। মাঝে মধ্যে তিনি সেখানে বসতেন।
এখানেই শেষ নয়। কিডনি পাচারের সঙ্গেও যুক্ত ছিলেন দেবেন্দ্র। যে কারণে জেলেও যেতে হয়েছে তাঁকে। ভুয়া গ্যাসের ডিলারশিপের জন্যও তাঁকে জেল খাটতে হয়েছে। কিন্তু ব্যবসা থামেনি। কাজ বন্ধ হয়নি দলেরও। জেলে বসেই সবটা পরিচালনা করতেন ডাক্তার। বস্তুত, গত মাসেও জেলেই ছিলেন তিনি। সপ্তাহখানেক আগে প্যারলে বাইরে এসেছিলেন। তারপরেই বেপাত্তা হয়ে যান। পুলিশ বহু খুঁজেও তাঁর সন্ধান পাচ্ছিল না। সূত্র জানিয়েছে, প্রথমপক্ষের স্ত্রী এবং সন্তান বহুদিন আগেই দেবেন্দ্রকে ছেড়ে চলে গিয়েছে। প্যারলে মুক্তির পরে দিল্লিতে এক দূর সম্পর্কের আত্মীয়কে বিয়ে করে থাকছিলেন দেবেন্দ্র। শেষ রক্ষা হলো না। ফের পুলিশের জালে পড়তে হলো তাঁকে।
তবে প্রশ্ন উঠেছে, দেবেন্দ্র জেলে থাকলেও তাঁর দলের কাজ বন্ধ হবে কি? পুলিশের বক্তব্য, দেবেন্দ্রের মাধ্যমে গোটা দলটাকেই ধরার কাজ শুরু হয়েছে। উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।