1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খুব দ্রুত সব স্বাভাবিক হবে: বাংলাদেশের সেনাপ্রধান

২৩ জুলাই ২০২৪

দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখান থেকে অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে বলে মনে করেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান৷ মঙ্গলবার ঢাকায় সাংবাদিকদের তিনি এই কথা বলেন৷

ঢাকার রাস্তায় সেনাবাহিনীর ট্যাঙ্ক৷
সেনাপ্রধান বলেছেন, আমাদের আরো কিছু সময় লাগবে৷ছবি: Rajib Dhar/AP/picture alliance

সেনাপ্রধান বলেছেন, ''আমাদের কিছু সময় দিন৷ আমরা ৪৮ ঘণ্টা ধরে এখানে (মোতায়েন) আছি৷ আমাদের আরো কিছু সময় লাগবে৷ আমি বিশ্বাস করি যদি আমরা সবাই একসঙ্গে কাজ করি তাহলে শিগগিরই স্বাভাবিকতা ফিরে আসবে৷'' এর আগে সেনাবাহিনীর এক হেলিকপ্টারে তিনি ঢাকা এবং এর আশপাশ ঘুরে দেখেন৷

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ১৯ জুলাই মধ্যরাতে কারফিউ ঘোষণা করে বাংলাদেশ সরকার৷ সেনাবাহিনীকে মোতায়েন করা হয় বেসামরিক বাহিনীকে সহায়তা করার জন্য৷ ক্ষমতাসীন আওয়ামী লীগের নানা সংগঠনের নেতা-কর্মী এবং পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে চার দিনে দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে৷

কারফিউ জারির পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি তুলনামূলক শান্ত হয়ে এসেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি৷ সোম এবং মঙ্গলবার নতুন করে কোথাও কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি৷

আন্দোলনে সহিংসতার ঘটনায় দেশজুড়ে দেড়শ'র বেশি মামলা হয়েছে৷ মঙ্গলবার পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে এএফপি৷

গ্রেপ্তারের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে এএফপিছবি: ABU SUFIAN JEWEL/AFP

আটককৃতদের বেশিরভাগই বিএনপি এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী৷ গ্রেপ্তার হওয়া বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জহিরউদ্দীন স্বপন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী৷

কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি

ঢাকায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত৷ সুপ্রিম কোর্টের রায় মেনেই সরকারি চাকরিতে কোটা সংস্কারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী৷

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এ প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ৯ম থেকে ২০তম গ্রেডের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে এটি কার্যকর হবে৷

প্রজ্ঞাপন অনুযায়ী সাধারণ বা মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ১ শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে

নাগরিক ফেরালো মালয়েশিয়াও

ভারত এবং নেপালের পর বাংলাদেশে অবস্থান করা নিজেদের নাগরিকদের ফেরালো মালয়েশিয়াও৷ এয়ার এশিয়ার এক চার্টার্ড বিমানে মঙ্গলবার ১২১ জন মালয়েশিয়ানকে বাংলাদেশ থেকে ফিরিয়ে নেয়া হয়৷ এদের মধ্যে ৮০ জন শিক্ষার্থী৷ তবে অন্তত অর্ধশত মালয়েশিয়ান কাজ বা পড়াশোনার জন্য বাংলাদেশে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এপি৷

বাংলাদেশ থেকে ফেরত আসা মালয়েশিয়ার নাগরিকছবি: Hasnoor Hussain/REUTERS

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ন৷ তিনি এপিকে জানিয়েছেন, ইন্টারনেট এবং মোবাইল ফোন সেবা বন্ধ থাকায় মালয়েশিয়া বাংলাদেশে তার নাগরিকদের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না৷ তবে এর মধ্যেও এর আগে ঢাকায় দেশটির হাইকমিশন ১৯ জন শিক্ষার্থীকে ফেরাতে সক্ষম হয়েছিল৷

বাংলাদেশ থেকে ফেরত আসা মালয়েশিয়ার নাগরিকছবি: Hasnoor Hussain/REUTERS

তিনি জানিয়েছেন, অন্তত ৪০ জন শিক্ষার্থী, পাঁচ সেনা কর্মকর্তা এবং ১০ জন পাইলট বাংলাদেশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন৷

এর আগে বাংলাদেশ থেকে নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিয়েছে নেপাল এবং ভারতও৷ বিভিন্ন সীমান্ত দিয়ে অন্তত সাড়ে চার হাজার শিক্ষার্থীকে ফিরিয়ে নেয়ার কথা জানিয়েছে ভারত৷

অন্তত ৪০ জন শিক্ষার্থী, পাঁচ সেনা কর্মকর্তা এবং ১০ জন পাইলট বাংলাদেশে থাকার সিদ্ধান্ত নিয়েছেনছবি: Hasnoor Hussain/REUTERS

এদিকেআন্দোলন, সহিংসতা এবং কারফিউয়ের কারণে দেশে ফিরতে না পেরে ভারতে আটকা পড়েছেন অনেক বাংলাদেশিও৷ এদের কেউ শিক্ষার্থী, অনেকে পর্যটক, আবার কেউ কেউ চিকিৎসার জন্য গিয়েছিলেন ভারতে৷ মোবাইল ফোন নেটওয়ার্ক এবং ইন্টারনেট বন্ধ থাকায় দেশে যোগাযোগও করতে পারছেন না তাদের অনেকে৷

এডিকে/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ