1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খেজুরগুড়ের গন্ধে মাতানো শৈশব

৮ জানুয়ারি ২০১৮

বাংলাদেশে শহরাঞ্চলে আজকাল শীত খুব একটা পড়ে না৷ কিন্তু গ্রাম আর শহরে শীতের চিত্রটা একেবারে ভিন্ন ছিল আমাদের শৈশবে৷ এই প্রজন্ম কি শীতের ছুটি ততটাই উপভোগ করে, যতটা আমরা করেছি?

Bangladesch Töpferei
ছবি: DW/M. Mostafigur Rahman

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে ঋতু পরিবর্তনে, তাই শীতকাল যেন প্রায় উধাও হয়ে যাচ্ছে৷ আমাদের বাড়ি উত্তরাঞ্চলে হওয়ায় শীতকালে শীতের আমেজটা ছোটবেলায় ভালোই টের পেয়েছি৷ কাঞ্চনজঙ্ঘা থেকে হিমেল বাতাস যেন হাড় কাঁপিয়ে দিত৷ তারপরও শীতকালে অন্যরকম মজা ছিল৷ শীতকাল মানেই বার্ষিক পরীক্ষা শেষে এক মাসের ছুটি এবং গন্তব্য মামার বাড়ি৷

সেসময়টা ছিল চিঠি লেখার যুগ৷ হাতে হাতে মোবাইল ফোন তো দূরের কথা, বাসায় বাসায় টেলিফোনও ছিল না খুব একটা৷ তাই চিঠিতে লিখে মামাদের জানিয়ে দেয়া হতো আমরা কবে, কোন ট্রেনে আসছি৷ তারপর যখন সেই দিনটি যখন এসে পড়ল, আমার আর দিদির আনন্দ দেখে কে! ভোরের ট্রেন ধরে আমরা রওনা হতাম গন্তব্যে৷ বেলা সাড়ে দশটায় পৌঁছে যেতাম গাইবান্ধা৷ স্টেশনে নেমেই দেখতাম মামা এবং মামাতো ভাই-বোনেরা দাঁড়িয়ে আছে৷

শীতের পিঠাছবি: DW/M. Mostafigur Rahman

মামার বাড়িতে তো ‘ভারি মজা, কিল চড় নাই৷' তাই আমরা তখন ‘ছাড়া গরু'৷ শীতে আমার পছন্দের মিষ্টান্ন হলো গুড়ের পায়েস৷ মামি জানতেন যে ওটা আমি ভীষণ পছন্দ করি৷ তাই বাড়ি গিয়ে হাতমুখ না ধুয়েই পায়েসের বাটি হাতে বসে পড়া৷ তবে গাইবান্ধা শহর কিন্তু আমাদের আসল গন্তব্য নয়৷ গন্তব্য নূরপুর গ্রাম, যেখানে আমার নানার বাড়ি৷ দু'দিন গাইবান্ধা শহরে থাকার পরই আমরা রওনা দিতাম নূরপুরের উদ্দেশে৷ কামারপুকুর স্টেশনে নামতেই মাকে দেখে সবাই ঘিরে ধরত৷ নানা প্রশ্নের উত্তর দিতে দিতে মা হাঁটতে থাকতেন৷ আমার নানাকে এলাকায় এক ডাকে সবাই চিনতেন৷ রিকশাওয়ালাদের মধ্যেও তাই কাড়াকাড়ি পড়ে যেত, কারণ বড় বাড়িতে গেলে বাড়তি বকশিশ৷

রিকশায় উঠেই শুরু হতো আমাদের মুগ্ধ হওয়ার পালা৷ এ সময় কচুরিপানার ফুলে ছেয়ে থাকত পুকুরগুলো৷ কচুরিপানার ফুলগুলোর রং যে কী অপূর্ব, তা যারা দেখেনি তাদের বোলে বোঝানো যাবে না৷ রাস্তার দু'ধারে সরষে ক্ষেত৷ মিষ্টি ফুলের গন্ধে কেমন মন মেতে উঠত৷ আর কোনো কোনো জমি থেকে এ সময় কাটারিভোগ ধানের মন মাতানো গন্ধ ভেসে আসত৷ আমাদের রিকশা চলতে থাকতো আর পেছনে একপাল ছেলে-মেয়ে৷ ট্রেন স্টেশন থেকে প্রায় দু'মাইল দূরে ছিল আমার নানা বাড়ি৷ আর এই দু'মাইলের মধ্যে কিন্তু খুব বেশি ঘর-বাড়ি ছিল না৷ যে কয়টার সামনে দিয়ে রিকশা যেত, সেই বাড়ির মানুষ এসে রিকশা থামিয়ে কুশল জিজ্ঞাসা করতেন৷

আমাদের রিকশা পৌঁছানোর আগেই স্টেশন থেকে কেউ সাইকেল নিয়ে তাড়াতাড়ি বাড়িতে খবর দিত৷ তাই মাঝ রাস্তায় আসতেই আমার বড় মামার ছেলেরা হাজির হয়ে যেত৷ শুরু হতো গল্প৷ আমরা এ সময় রিকশা থেকে নেমে হাঁটতে হাঁটতে ওদের সঙ্গে গল্প করতে করতে বাড়ি পৌঁছে যেতাম৷

বাড়ি পৌঁছাতেই আমার নানি আমাদের জড়িয়ে ধরে কান্না শুরু করতেন৷ আমাদের রিকশার পেছনে যে ছেলে-মেয়েদের দলটা আসতো, তাদের প্রত্যেকে মা নিজ হাতে মিষ্টি দিতেন৷ আর আমরা বাড়িতে গিয়ে প্রথমেই জুতো খুলে দৌড় লাগাতাম মাঠে৷ সবুজ সরষে খেতের মধ্য দিয়ে সে যে কী উল্লাস! আমাদের যা ইচ্ছে করার স্বাধীনতা ছিল এ ক'টা দিন৷ প্রথমেই ডাব খাওয়ার ধুম উঠত৷ বলার সাথে সাথে চার-পাঁচটা ছেলে কোমড়ে গামছা বেঁধে উঠে পড়ত গাছে আর টপ টপ করে ফেলত ডাব৷ আহ কী যে তার স্বাদ! ডাব আর ডাবের শ্বাস খাওয়া শেষ না হতেই খই-মুড়ি হাতে মামি এসে দাঁড়াতেন৷

এরপর দেখা গেল পুকুরে এলাহিকাণ্ড৷ কারণ মাছ ধরা হচ্ছে, জাল ফেলা হয়েছে আর বড় মাছ ধরা পড়লে সেগুলো টেনে উপরে আছড়ে ফেলা হচ্ছে৷ জ্যান্ত মাছ ধরার কী যে আনন্দ!

দুপুরে মাছ খাওয়া শেষে বিকেলে মামার ছেলের সঙ্গে হাটে যেতাম৷ সেই হাট বিখ্যাত ছিল গুড়ের জিলাপির জন্য৷ গুড়ের জিলাপি খেয়ে গুড়ের তিলের খাজাসহ নানা কিছু সঙ্গে নিয়ে মনের আনন্দে ফিরতাম বাড়িতে৷ ফেরার পথটা ছিল অলৌকিক৷ কেননা পুরো গ্রামের কোথাও তখনও বিদ্যুৎ পৌঁছায়নি৷ তাই হালকা কুয়াশায় ঢেকে থাকত পথ৷

ছবি: DW/P. Henriksen

এর মাঝে মাঝে দূরে কোনো বাসায় হয়ত কুপি জ্বলছে তার আলো এসে পড়তো রাস্তায়৷ এসে খেয়ে দেয়ে খড় জ্বালিয়ে ধান সিদ্ধ করা হতো৷ শীতের রাতে সেই আগুনের পাশে বসে গল্প করাটা যে কী আরামের বলে বোঝানো যাবে না৷ গল্প শুনতে শুনতে হয়ত ওখানেই ঘুমিয়ে পড়েছি৷

সকালে হাক-ডাকে ঘুম ভেঙে যায়৷ কারণ খেজুরের রস এসেছে৷ খেজুরের রস যেহেতু খুব ভোরে পারা হয়, তাই সকাল সকাল খেতে হয়৷ রস খাওয়ার পরও অনেক রস বেঁচে যেত৷ এটা তখন জ্বাল দেয়া হতো৷ সেই জ্বাল দেয়া গুড় দিয়ে বানানো হত পিঠা৷ পাটিসাপ্টা, রসকুলি, দুধপিঠা, নানা ধরনের পিঠা খাওয়া হতো এ সময়৷

আমার নানাবাড়িতে কখনো মুরগির মাংস খাওয়া হত না৷ তাই শীতে রান্না করা হত হাঁস৷ আমার নানির রান্নার হাত ছিল অপূর্ব৷ হালকা মসলা দিয়েই তিনি যে কী ভালো রাঁধতেন৷ সেই স্বাদ যেন এখনো মুখে লেগে আছে৷

এ সময় মামা বাড়ি যাওয়ার আর একটা আকর্ষণ হলো যাত্রা৷ বাড়ির সামনে সামিয়ানা টাঙিয়ে চার-পাঁচদিন ধরে যাত্রার আসর বসত৷ সারা রাত ধরে চলতো যাত্রা৷ আমাদের বাড়িতেই যাত্রার শিল্পীরা খাওয়া দাওয়া করতেন৷ রাতেরবেলায় যারা অভিনয় করতেন, সকালে দেখে তাঁদের একদম চেনা যেত না৷ মামা তখন ডেকে পরিচয় করিয়ে দিতেন৷ মায়েদের পুরো গ্রামের মানুষদের আদরে আমাদের পুরোটা মাস কেটে যেত৷ পুরো বছরের চালিকাশক্তি যেন পাওয়া যেত এই একটা মাস থেকে৷

কিন্তু আমাদের পরের প্রজন্ম যারা, তারা এখন শীতের ছুটিতে কী করে তা খুব জানতে ইচ্ছে করে৷ তাদের সবার কি শীতে গ্রাম বাংলার অপূর্ব রূপ দেখার সুযোগ হয়? তারা কি কখনো চেখে দেখেছে ভোরের শীতল খেজুরের রস?

আজকাল সবকিছুই কেমন বদলে গেছে৷ গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছানোর পর নগরজীবনের হাওয়া লেগেছে সেখানে৷ খেজুরের গাছই তেমন চোখে পড়ে না, রস তো দূরের কথা৷ আজকাল আর খড়ের আগুনে ধানও সিদ্ধ হয় না৷ ঢেকির আওয়াজে কারো ঘুম ভাঙে না৷ বাংলাদেশের মানুষ এখন ছুটি পেলেই ঘুরতে চলে যায় দেশের বাইরে বা দেশের ভেতর কোনো রিসোর্টে৷ কিন্তু আমাদের যে শেকড়, সেই গ্রামে যাওয়ার সময় কারো হয় না, দেখা হয় না শীতের ভোরে ধানের শীষে একটি শিশির বিন্দু৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ