পূর্ব ইউক্রেনে আরো সাফল্য পেল ইউক্রেনের সেনা। রাশিয়ার দখলে থাকা আরো একটি অঞ্চল পুনর্দখল।
বিজ্ঞাপন
কিছুদিন আগেই খেরসনে গণভোট করেছে রাশিয়া। খেরসনকে রাশিয়ার অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার সেইখেরসনের পথেই অনেকটা এগিয়ে গেছে ইউক্রেনের সেনা। খেরসনের খুব কাছে একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল তারা দখল করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ইউক্রেন এখনই এবিষয়ে সেভাবে মুখ না খুললেও রাশিয়ার একাধিক প্রশাসনিক সূত্র এখবর স্বীকার করে নিয়েছে। রাশিয়ার গণমাধ্যমেও এখবর প্রচারিত হয়েছে।
ইউক্রেনে সহায়ক অ্যাপ
04:05
ইউক্রেনের সেনা নাইপার নদীর পশ্চিম তির ধরে এগচ্ছে। রাশিয়ার সরকারি সূত্র জানিয়েছে, নাইপার নদীর পশ্চিম তির ধরে ইউক্রেনের একটি অত্যাধুনিক ট্যাঙ্কবাহিনী এগিয়ে চলেছে। পথে একাধিক গ্রাম তারা পুনর্দখল করেছে। তাদের অভিমুখ খেরসনের দিকে। কিয়েভও একই খবর প্রচার করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র আইগর কোনাশেনকভ জানিয়েছেন, ''ইউক্রেনের শক্তিশালী ট্যাঙ্কবাহিনী বেশ কিছু গ্রাম দখল করেছে। জোলোতায়া বাল্কা, আলেকজানদ্রোভকার দিকে তারা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের সেনা বেশ কিছুটা পিছিয়ে আসতে বাধ্য হয়েছে।''
রুশ গোলায় লাগা আগুন যেভাবে নেভান ইউক্রেনীয় দমকলকর্মীরা
আপৎকালীন পরিস্থিতিতে কাজের অভিজ্ঞতা ছিল ইউক্রেনের দমকলকর্মীদের। অগ্নিকাণ্ড মোকাবেলার জিনিসপত্র থাকতো তাদের কাছে। কিন্তু রুশ আগ্রাসন কঠিন কাজকে আরো কঠিন করে দিয়েছে।
ছবি: Leah Millis/Reuters
জ্বলছে ঘর, পুড়ছে বাড়ি
সুবিশাল এক অ্যাপার্টমেন্টে রাশিয়ার গোলাবর্ষণের ফলে আগুন লাগে। খারকিভের আশেপাশের এলাকাগুলিতেও গোলাবর্ষণ চলে। যুদ্ধপীড়িত ইউক্রেনের দমকলকর্মীরা এখন জানেন, একাধিক বাড়িতে আগুন লাগলে কোনটিকে আগে বাঁচাতে হবে, কাদের প্রথমে উদ্ধার করতে হবে এবং একই সময়ে কিলোমিটার দূরে কারখানায় আগুন লাগলে, তা কীভাবে সামলাতে হবে।
ছবি: Leah Millis/Reuters
একযোগে হার না মানা লড়াই
ইউক্রেনের খারকিভ শহরের একটি দমকলকেন্দ্রের প্রধান রোমান কাশানভ রয়টার্সকে বলেন, "একই সময়ে ছয় বা সাতটি অ্যাপার্টমেন্ট জ্বলতে দেখছেন। অথচ আপনি জানেন না কিছু লোক আদৌ কোথায় রয়েছে। এদিকে আপনার কাছে মাত্র তিনটি ট্রাক আছে। এটা একটা লটারির মতো।"
ছবি: Leah Millis/Reuters
পরিবারকে কবে দেখবেন
গোলাবর্ষণের মাঝেই রোমান কাশানভদের মনে পড়ে পরিবারকে। তার সাত বছরের শিশুকন্যা ভিওলেত্তা, স্ত্রী মারিনা জার্মানিতে রয়েছেন। জীবন মৃত্যুর মধ্যে লড়াই করতে করতে ভিডিও কলে প্রিয়জনের মুখ দেখেন কাশানভ। তার কথায়, "পরিস্থিতি ইরাক, আফগানিস্তানের মতো। কোথায় কখন বোমা হামলা হবে কেউ জানে না।"
ছবি: Leah Millis/Reuters
লড়ছেন নারী কর্মীরাও
মার্গারিটা এবং অন্যান্য দমকল কর্মীরা কাজের মাঝে কখনো সখনো জানলার বাইরে চোখ রাখেন। কিন্তু কালো পর্দায় ঢাকা তাদের কার্যালয় ভবনটি। যাতে সহজে সেটি লক্ষ্য করে শত্রুশিবির আক্রমণ করতে না পারে। উদাস চোখে চেয়ে থাকেন মার্গারিটা।
ছবি: Leah Millis/Reuters
মাঝরাতে কাজের ডাক
ঝুঁকি নেওয়ার জন্য অতিরিক্ত অর্থ পান দমকলকর্মীরা। কাজের ধরন বদলে যায়, কর্মীরা যাতে সবাই একটু বিশ্রাম নিতে পারেন, সে কথাও মাথায় রাখা হয়। কিন্তু মাঝরাতে ডাক এলেই আলেকজান্ডারের মতো কর্মীরা মানুষকে বাঁচাতে বেরিয়ে পড়েন। কাজের মাঝে প্রশিক্ষণ নেন, ব্যায়াম করেন কারণ সুস্থ থাকতেই হবে।
ছবি: Leah Millis/Reuters
অন্ধকারে কাজ
অগ্নিদগ্ধ বাড়িগুলিতে কাজ করতে হয় তাদের। অন্ধকার, সামান্য টর্চের আলো ভরসা। তারা খতিয়ে দেখেন, গোলার আঘাতের ফলে ভাগ্যজোরে কেউ বেঁচে রয়েছেন কিনা। কাশানভ বলেন, তিনি খুশি স্ত্রী এবং সন্তান নিরাপদে রয়েছে। প্রতি রাতে মেয়েকে গল্প বলে ঘুম পাড়িয়ে দেয়ার কথা মনে পড়ে তার।
ছবি: Leah Millis/Reuters
লক্ষ্যে অবিচল
বুলেটরোধক পোশাক, জ্যাকেট সবমিলিয়ে নিজের ওজনের থেকে প্রায় ২০ কেজি বেশি ওজন সমেত চলাফেরা করতে হয় তাদের। খারকিভের আপৎকালীন পরিষেবা বিভাগের গণণাধ্যম সচিব ইভজেনি ভাসিলেঙ্কো আগস্টে বলেছিলেন, যুদ্ধের শুরু থেকে, দমকলকর্মীরা ১৭০০ বার খারকিভের নানা এলাকায় গোলার হানার ফলে আগুন নিয়ন্ত্রণ করেছেন।
ছবি: Leah Millis/Reuters
খবর পড়েন মোবাইলে, ক্লান্তি আসে
ডিমা আর নিকোলাই বেশ পরিশ্রান্ত। ছবি দেখেই তা বোঝা যাচ্ছে। যুদ্ধ থেমে যাওয়ার আশা নিয়ে মোবাইলে খবরে চোখ রাখেন তারা। তারা জানেনা না কবে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে। মৃত শিশুর দেহ কিংবা অনাথ হয়ে যাওয়া শিশুর বাবা মায়ের দেহ দেখে বিচলিত হয়ে পড়েন কাশানভও। মানসিকভাবে একেবারে বিধ্বস্ত তিনি, জানান কাশানভ।
ছবি: Leah Millis/Reuters
মন শান্ত রাখার চেষ্টা
সামান্যতম সুযোগ পেলে একটু মন হালকা রাখার চেষ্টা করেন কেউ কেউ। মোবাইলে গান শোনেন হয়তো কিংবা মনকে ব্যস্ত রাখার চেষ্টা। মৃতদেহ দেখতে দেখতে চোখে জল চলে আসে দমকলকর্মীদের।
ছবি: Leah Millis/Reuters
প্রাণের ঝুঁকি, অপেক্ষা পরিস্থিতি বদলের
এতকিছুর মাঝেও লড়াই ছাড়ছেন না তারা, আশা রাখছেন পরিস্থিতির বদল হবে, প্রিয়জনকে ফিরে পাবেন এই দমকলকর্মীরাও। এই সাইনবোর্ডটা লাগাতে ইগর তার বন্ধুদের সাহায্য করছেন। এখানে লেখা আছে, শুভ সন্ধ্যা, আমরা ইউক্রেন থেকে এসেছি।
ছবি: Leah Millis/Reuters
10 ছবি1 | 10
যদিও একইসঙ্গে তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে পিছিয়ে গেলেও রাশিয়ার সেনা প্রত্যাঘাত শুরু করেছে। রাশিয়ার গোলায় ইউক্রেনের ট্যআঙ্কবাহিনীর ভালোই ক্ষতি হয়েছে। কিয়েভ অবশ্য এখবর স্বীকার করেবনি।
রাশিয়ার সেনা ব্লগারের একটি পোস্টও গোয়েন্দাদের হাতে পৌঁছেছে। সেখানেও বলা হয়েছে, রাশিয়ার ট্যআঙ্কবাহিনী দ্রুতগতিতে নাইপার নদীর পশ্চিম পার ধরে এগিয়ে যাচ্ছে।
সম্প্রতি মস্কো ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ায় অন্তর্ভুক্ত হয়েছে বলে জানিয়েছিল। গণভোটের মাধ্যমে তারা দনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্ঝিয়া এবং খেরসন তাদের অংশ বলে দাবি করেছিল। ইউক্রেন এর তীব্র বিরোধিতা করে। শুধু তা-ই নয়, অ্যামেরিকা, ইইউ-সহ সমস্ত পশ্চিমা বিশ্বই এর বিরোধিতা করে। তবে প্রায় এই গোটা অঞ্চলটাই যুদ্ধ শুরু হওয়ার কিছুদিনের মধ্যে রাশিয়া দখল করে নিয়েছিল। ফলে সেখানে গণভোট করতে রাশিয়ার সমস্যা হয়নি। এবার সেই দখল হয়ে থাকা এলাকা ধরেই এগোতে শুরু করেছে ইউক্রেন। বিশেষজ্ঞদের কাছে যা যুদ্ধের গুরুত্বপূর্ণ মোড় বলে মনে হচ্ছে।