1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইউক্রেন

খেরসনে চারশর বেশি যুদ্ধাপরাধ রাশিয়ার: জেলেনস্কি

১৪ নভেম্বর ২০২২

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, খেরসনে চারশর বেশি যুদ্ধাপরাধ করেছে রাশিয়া। তদন্তকারীরা দক্ষিণ খেরসনেই এতগুলি যুদ্ধাপরাধ খুঁজে বের করেছেন।

খেরসন থেকে যাওয়ার আগে রাশিয়া সেখানে প্রচুর যুদ্ধাপরাধ করেছে বলে দাবি জেলেনস্কির।
খেরসন থেকে যাওয়ার আগে রাশিয়া সেখানে প্রচুর যুদ্ধাপরাধ করেছে বলে দাবি জেলেনস্কির। ছবি: Valentyn Ogirenko/REUTERS

রাশিয়া সম্প্রতি খেরসন শহর থেকে সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করেছে। গত ফেব্রুয়ারিতে আগ্রাসনের পরেই তারা এই শহর দখল করে নেয়। খেরসনের কিছু জায়গায় এখনো রাশিয়ার সেনা আছে। তবে ইউক্রেনের বাহিনী অনেকগুলি শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।

জেলেনস্কি বলেছেন, খেরসনেও রাশিয়ার অত্য়াচারের চিহ্ন ছড়িয়ে আছে। ইউক্রেনের যেখানে রাশিয়ার সেনা ঢুকতে পেরেছিল, সেখানেই অত্যাচার করেছে বলে তার দাবি। তিনি বলেছেন, ''আমরা প্রতিটি অপরাধীকে খুঁজে বের করব এবং শাস্তি দেব।''

বেশ কিছু পশ্চিমা রাষ্ট্রও এর আগে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে। ইউক্রেনের কর্মকর্তারাও অনেক জায়গায় গণকবর খুঁজে বের করেছেন।

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টেও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা চলছে।

শলৎসের সমালোচনা

জার্মানির চ্যান্সেলর শলৎস বলেছেন, ''প্রেসিডেন্ট পুটিন জি২০ বৈঠকে যোগ দিতে ইন্দোনেশিয়া যাচ্ছেন না। এটা লজ্জাজনক। তার মতে, পুটিনের উচিত ছিল, ইউক্রেন আক্রমণ করার জন্য তীব্র সমালোচনার মুখোমুখি হওয়া। সমালোচনার মুখে পড়তে হবে বলেই সম্ভবত তিনি যাচ্ছেন না।''

জি২০ বৈঠকে জেলেনস্কি ভিডিও-ভাষণ দেবেন। আর রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী লাভরভ।

খেরসনে মাইন সরানোর কাজ

খেরসনে কর্তৃপক্ষ এখন মাইন সরানোর কাজে ব্যস্ত। খেরসনের গভর্নর জানিয়েছেন, সব গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় রাশিয়া মাইন পেতে রেখেছে।

জেলেনস্কি জানিয়েছেন, মাইন সরাবার কাজ করতে গিয়ে এক জন মারা গেছেন ও চারজন আহত হয়েছেন। তাই বাসিন্দারা কোনো সন্দেহজনক জিনিস দেখলে সঙ্গে সঙ্গে যেন কর্তৃপক্ষকে জানায়।

এই সপ্তাহেই খেরসনে ট্রেন চলাচল শুরু হবে বলে ইউক্রেন স্টেট রেলওয়েজের তরফে জানানো হয়েছে। তবে খেরসনের বাড়িগুলিতে বিদ্যুৎ নেই, জল নেই, গ্যাস সরবরাহেও সমস্যা রয়েছে।

জিএইচ/কে এম(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ