ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, খেরসনে চারশর বেশি যুদ্ধাপরাধ করেছে রাশিয়া। তদন্তকারীরা দক্ষিণ খেরসনেই এতগুলি যুদ্ধাপরাধ খুঁজে বের করেছেন।
বিজ্ঞাপন
রাশিয়া সম্প্রতি খেরসন শহর থেকে সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করেছে। গত ফেব্রুয়ারিতে আগ্রাসনের পরেই তারা এই শহর দখল করে নেয়। খেরসনের কিছু জায়গায় এখনো রাশিয়ার সেনা আছে। তবে ইউক্রেনের বাহিনী অনেকগুলি শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।
জেলেনস্কি বলেছেন, খেরসনেও রাশিয়ার অত্য়াচারের চিহ্ন ছড়িয়ে আছে। ইউক্রেনের যেখানে রাশিয়ার সেনা ঢুকতে পেরেছিল, সেখানেই অত্যাচার করেছে বলে তার দাবি। তিনি বলেছেন, ''আমরা প্রতিটি অপরাধীকে খুঁজে বের করব এবং শাস্তি দেব।''
বেশ কিছু পশ্চিমা রাষ্ট্রও এর আগে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে। ইউক্রেনের কর্মকর্তারাও অনেক জায়গায় গণকবর খুঁজে বের করেছেন।
ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টেও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা চলছে।
রাশিয়া কি ভ্যাকিউম বোমা ব্যবহার করছে?
অ্যামেরিকায় ইউক্রেনের রাষ্ট্রদূত অভিযোগ করেছিলেন, রাশিয়া ভ্যাকিউম বোমের মতো মারণাস্ত্র ব্যবহার করছে।
ছবি: Anton Vergun/TASS/dpa/picture alliance
ভ্যাকিউম বোমা কী
নিউক্লিয়ার বোমা নয়। কিন্তু প্রায় তার কাছাকাছি ক্ষতি করতে পারে ভ্যাকিউম বোমা। একটি গোটা অঞ্চলকে মুহূর্তে তছনছ করে দেওয়ার ক্ষমতা থাকে এই বোমায়।
ছবি: Leonid Faerberg/ZUMAPRESS/picture alliance
কীভাবে তৈরি হয়
এই বোমায় ১০০ শতাংশ তেল বা ফুয়েল ব্যবহার করা হয়। সাধারণ বোমায় তেলের সঙ্গে অক্সিডেন্ট পার্টিকেল ব্যবহার করা হয়। ভ্যাকিউম বোমায় তা হয় না। বাতাস থেকে অক্সিজেন টেনে নেয় এই বোমা।
ছবি: Konstantin Mihalchevskiy/SNA/imago images
বোমার মারণ ক্ষমতা
এই বোমা ছুঁড়লে প্রথমে তা বিরাট মাপের বিস্ফোরণ ঘটায়। এরপর বাতাসে তেলের একটি চাদর তৈরি হয়। সেই চাদর বাতাস থেকে অক্সিজেন টেনে নিয়ে ফের বিস্ফোরণ ঘটায়। চারদিক কার্যত জ্বলে যায়।
যে এলাকায় এই বোমা ফাটানো হয়, সেখানে কারও পক্ষে বাঁচা সম্বব নয়। আশপাশের অঞ্চলেও ব্যাপক ক্ষতির সম্ভাবনা থাকে। শরীরের ভিতরে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
ছবি: Irina Rybakova/REUTERS
রাশিয়া কি এই বোমা ব্যবহার করছে
সিএনএন প্রথম একটি রিপোর্টে জানায়, রাশিয়া এই বোমা ব্যবহার করছে। রাশিয়ার টিওএস-১ ট্যাঙ্ক দেখা গেছে। যে ট্যাঙ্ক এই বোমা ছুঁড়তে পারে।
ছবি: Viacheslav Ratynskyi/REUTERS
কোথায় হয়েছে বিস্ফোরণ
ইউক্রেনের ওখতিরকা শহরে রাশিয়া এই বোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ। হোয়াইট হাউস জানিয়েছে, তারা ফুটেজ দেখেছে। কিন্তু এখনো ওই বোমাই ফাটানো হয়েছিল কি না, তা প্রমাণ হয়নি। তবে এই বোমা ফাটানো যুদ্ধাপরাধের মধ্যে পড়ে বলে তারা জানিয়েছে।
ছবি: Maksim Levin/REUTERS
বিশেষজ্ঞদের বক্তব্য
বিশেষজ্ঞদের বক্তব্য, বিস্ফোরণের ইমপ্যাক্ট দেখে মনে হচ্ছে, রাশিয়া ভ্যাকিউম বোমাই ব্যবহার করেছে।
ছবি: Maksim Levin/REUTERS
ইউক্রেন পরিস্থিতি
ইউক্রেন পরিস্থিতি আরো ভয়াবহ চেহারা নিয়েছে। কিয়েভ, খারকিভ-সহ একাধিক শহরে ব্যাপক লড়াই চলছে। আরো ভয়াবহতার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। কিয়েভের মেট্রো স্টেশনেও রাশিয়ার সেনা ঢুকে পড়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের দাবি।
ছবি: Viacheslav Ratynskyi/REUTERS
8 ছবি1 | 8
শলৎসের সমালোচনা
জার্মানির চ্যান্সেলর শলৎস বলেছেন, ''প্রেসিডেন্ট পুটিন জি২০ বৈঠকে যোগ দিতে ইন্দোনেশিয়া যাচ্ছেন না। এটা লজ্জাজনক। তার মতে, পুটিনের উচিত ছিল, ইউক্রেন আক্রমণ করার জন্য তীব্র সমালোচনার মুখোমুখি হওয়া। সমালোচনার মুখে পড়তে হবে বলেই সম্ভবত তিনি যাচ্ছেন না।''
খেরসনে কর্তৃপক্ষ এখন মাইন সরানোর কাজে ব্যস্ত। খেরসনের গভর্নর জানিয়েছেন, সব গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় রাশিয়া মাইন পেতে রেখেছে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফ্রন্টলাইনে
ডনবাস অঞ্চলকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পর অন্য কয়েকটি ইউক্রেনীয় শহর দখলে রাশিয়া নতুন করে আক্রমণ শুরু করেছে৷ অন্যদিকে ইউক্রেনও ডনবাস পুনরুদ্ধারে নতুন কৌশল গ্রহণ করেছে৷ ছবিঘরে থাকছে যুদ্ধের ফ্রন্টলাইনের কিছু ছবি৷
ছবি: Vyacheslav Madiyevskyy/REUTERS
বিনা যুদ্ধে নাহি দিবো...
খারকিভকে লক্ষ্য করে আক্রমণ শুরু করেছে রাশিয়া৷ তবে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ অঞ্চলটি নিজেদের দখলে রাখতে মরিয়া ইউক্রেনও৷ খারকিভের ফ্রন্টলাইনে রুশ সৈন্যদের লক্ষ্য করে মর্টার নিক্ষেপ করতে দেখা যাচ্ছে এক ইউক্রেনীয় সৈন্যকে৷
ছবি: Vyacheslav Madiyevskyy/REUTERS
পর্যাপ্ত সরবরাহ কি আছে?
দিনের পর দিন রাশিয়া আক্রমণ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের বিভিন্ন শহরে৷ অ্যামেরিকাসহ ন্যাটোর অন্তর্ভুক্ত বিভিন্ন রাষ্ট্র থেকে নিয়মিতই সরবরাহ হচ্ছে অস্ত্র ও গোলাবারুদ৷ তবে তা অব্যাহত না থাকলে রুশ সৈন্যদের ঠেকিয়ে রাখতে বেশ বেগ পেতে হবে ইউক্রেনকে৷ ছবিতে দেখা যাচ্ছে এক সৈন্য গাড়িতে রাখা মর্টার নিয়ে যাচ্ছেন রুশ সৈন্যদের ঠেকিয়ে রাখার অংশ হিসাবে৷
ছবি: Vyacheslav Madiyevskyy/REUTERS
বেসামরিক স্থাপনাও রক্ষা পাচ্ছে না
ছবিটি ইউক্রেনের মাইকোলাইভ শহরের৷ রাশিয়ার বোমা হামলায় একটি স্কুল ধ্বংস হয়েছে৷ তবে ইউক্রেনের সৈন্যরা এখনো শহরটি রাশিয়ার সৈন্যদের দখলে চলে যাওয়া থেকে ঠেকিয়ে রেখেছেন৷
ছবি: Valentyn Ogirenko/REUTERS
মেরামত চলছে...
ইউক্রেনের খারকিভ অঞ্চলের কুপিয়ানস্ক শহরে একটি ট্যাংকের ওপর এক ইউক্রেনীয় সৈন্যকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে৷ বোমার আঘাতে নষ্ট হওয়া ট্যাংক মেরামত করছেন তার সহকর্মী৷ রুশ সৈন্যরা খারকিভ দখলে নিলেও পরবর্তীতে ইউক্রেনের পালটা আক্রমণে দখল হারায় রাশিয়া৷ তবে এখনো এর দখল নিয়ে দুই পক্ষে ব্যাপক লড়াই চলছে৷
ছবি: Clodagh Kilcoyne/REUTERS
মুখোমুখি লড়াই
কৃষ্ণসাগরের তীরবর্তী মাইকোলাইভ অঞ্চলে লড়াই তীব্র হয়েছে৷ ইউক্রেনের সৈন্য মাইকোলা সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছেন৷ অদূরে অবস্থান করছে রুশ সৈন্যরা৷ তাদের ঠেকিয়ে রাখতে একে-৪৭ হাতে পাহারা দিচ্ছেন মাইকোলা৷
ছবি: Valentyn Ogirenko/REUTERS
মাতৃভূমি রক্ষার লড়াই
আরেক ইউক্রেনীয় সৈন্য ভালেরি একে-৪৭ হাতে পরিখার মধ্যে বসে রয়েছেন৷ তবে সতর্ক প্রহরার পাশাপাশি মাঝেমধ্যে অন্যদিকেও নজর থাকছে তাদের৷ ফ্রন্টলাইনেই এক কুকুরকে দেখে ভালেরির হৃদয় আর্দ্র হয়ে উঠেছে৷
ছবি: Valentyn Ogirenko/REUTERS
পালটা আক্রমণ
ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঝাপোরিজঝিয়া রয়েছে রাশিয়ার দখলে৷ এর নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ইউরোপের বিভিন্ন দেশের সরকার৷ শহরটি পুনর্দখলের জন্য লড়াই করছে ইউক্রেনের সৈন্যরা৷ ছবিতে দেখা যাচ্ছে এক ইউক্রেনীয় সৈন্যকে গাড়িতে মোতায়েন করা হাওয়িৎজার এফএইচ-৭০ প্রস্তুত করতে৷
ছবি: REUTERS
7 ছবি1 | 7
জেলেনস্কি জানিয়েছেন, মাইন সরাবার কাজ করতে গিয়ে এক জন মারা গেছেন ও চারজন আহত হয়েছেন। তাই বাসিন্দারা কোনো সন্দেহজনক জিনিস দেখলে সঙ্গে সঙ্গে যেন কর্তৃপক্ষকে জানায়।
এই সপ্তাহেই খেরসনে ট্রেন চলাচল শুরু হবে বলে ইউক্রেন স্টেট রেলওয়েজের তরফে জানানো হয়েছে। তবে খেরসনের বাড়িগুলিতে বিদ্যুৎ নেই, জল নেই, গ্যাস সরবরাহেও সমস্যা রয়েছে।