সম্প্রতি খেরসন ছেড়ে চলে গেছে রাশিয়ার সেনা। স্থানীয় মানুষ এখনো অত্যাচারের ঘটনা নিয়ে সন্ত্রস্ত।
বিজ্ঞাপন
খেরসন জুড়ে একাধিক অত্যাচারের ঘর বা টর্চার চেম্বার তৈরি করেছিল রাশিয়ার সেনা। বিরোধিতা করলেই সেখানে তুলে নিয়ে গিয়ে ভয়াবহ অত্যাচার করা হতো। বহু ব্যক্তির সেখআনেই মৃত্যু হয়েছে। ইউক্রেনের প্রশাসনের কাছে সেই ভয়াবহতার কথা বলতে শুরু করেছেন খেরসনের মানুষ।
ইউক্রেনের পার্লামেন্ট কমিশনের মানবাধিকার প্রধান জানিয়েছেন, এত ভয়াবহ কাহিনি তিনি এর আগে শোনেননি। এই পরিমাণ টর্চার চেম্বারও এর আগে দেখেননি তিনি। স্থানীয় মানুষের কাছে তিনি শুনেছেন, প্রতিবাদ করলেই ওই চেম্বারে তুলে নিয়ে যাওয়া হতো। সেখানে ইলেকট্রিক শক দেওয়া হতো। লোহার পাইপ দিয়ে মারা হতো। বহু ব্যক্তি ওই অত্যাচার সহ্য করতে না পেরে মারা গেছেন। ৪৫ দিন ধরে টর্চার চেম্বারে আটক এক ব্যক্তি শুনিয়েছেন তার অভিজ্ঞতার কথাও। প্রতিদিন কীভাবে পাশবিক অত্যাচার হতো তাদের উপর, সে কাহিনি বলেছেন তিনি।
খেরসন ফিরে পেয়ে ইউক্রেনে আনন্দ, উল্লাস
ইউক্রেনীয় সৈন্যদের প্রবল প্রতিরোধের মুখে খেরসন ছাড়তে বাধ্য হয়েছে রুশ সৈন্যরা৷ স্বভূমের মুক্ত হাওয়ায় শ্বাস নিতে পেরে ইউক্রেনের মানুষ উল্লাসে মেতেছে৷ সৈন্যদের বীরের মর্যাদায় বরণ করছেন তারা৷ দেখুন ছবিঘরে...
ছবি: Lesko Kromplitz/REUTERS
মুখে ফিরেছে প্রাণখোলা হাসি
পরাধীন খেরসনে যেন হাসতে ভুলেই গিয়েছিল সবাই৷ পাল্টা আ্ক্রমণের মুখে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহরটি থেকে রুশ সৈন্যরা চলে যেতে বাধ্য হতেই প্রশাসনিক ভবনের সামনে নামে উল্লসিত জনতার ঢল৷ সেখানেই গায়ে, হাতে ইউক্রেনের পতাকা নিয়ে দুই তরুণীর ভুবন ভোলানো হাসি৷
ছবি: Lesko Kromplitz/REUTERS
‘মুক্তাঙ্গন’ ফিরে পেয়েছে শিশুরা
যুদ্ধের কারণে খেরসনের সব মানুষই ছিল আতঙ্কে৷ বড়রা জরুরি কাজে অনেক সময় বাইরে যেতে বাধ্য হলেও, অনেক শিশু দীর্ঘদিন চার দেয়ালের বাইরে পা ফেলার সুযোগই পায়নি৷ রুশ সৈন্যরা চলে যাওয়ায় খেরসনের শিশুরা আবার মুক্ত৷ সেই আনন্দ উদযাপন করছে দুই শিশু৷
ছবি: Valentyn Ogirenko/REUTERS
আনন্দমুখর ওডেসা
রাশিয়ার আক্রমণের মুখে খেরসনের অনেক মানুষ ইউক্রেনের তৃতীয় বৃহত্তম শহর ওডেসায় আশ্রয় নিয়েছিলেন৷ খেরসন ‘স্বাধীন’ হওয়ায় সেখানেও আনন্দে মেতেছেন সবাই৷
ছবি: Igor Tkachenko/REUTERS
সৈন্যরা এখন মহাতারকা
তাদের কারণেই খেরসন আবার ‘শত্রুমুক্ত’৷ খেরসনবাসীর কাছে ইউক্রেনীয় সৈন্যরা তাই পরম শ্রদ্ধা, ভালোবাসার পাত্র৷ ওপরের ছবিতে গণদাবির মুখে একজনের পিঠে অটোগ্রাফ দিচ্ছেন এক সেনাসদস্য৷
ছবি: Lesko Kromplitz/REUTERS
খেরসনে প্রেসিডেন্ট
রুশ সৈন্যমুক্ত খেরসন দেখতে গিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি৷ তার সঙ্গে সেল্ফি তুলছেন কয়েকজন নগরবাসী৷
ছবি: Ukrainian Presidential Press Service/REUTERS
বীরের সঙ্গে সেল্ফি
খেরসনের প্রাণকেন্দ্রে ইউক্রেনের এক সৈন্যের সঙ্গে সেল্ফি তোলার ধুম পড়েছে৷ নিজের সন্তানকে কাঁধে নিয়ে একের পর এক অনুরোধ রেখে চলেছেন সেই সৈন্য৷
ছবি: Lesko Kromplitz/REUTERS
বীরের সঙ্গে কোলাকুলি
মুক্ত খেরসনে ফুল দিয়ে বরণ করা হয়েছে বীর সেনাদের৷ এক সৈন্যের সঙ্গে সগর্বে কোলাকুলি করছেন এক খেরসনবাসী৷
ছবি: Lesko Kromplitz/REUTERS
ব্যানার, পোস্টার, স্লোগানে খেরসন
ইউক্রেনীয়দের সবার মুখে মুখে এখন খেরসন৷ রুশ সৈন্যরা চলে যাওয়ার পর ‘খেরসন, খেরসন’ বলতে বলতে রাস্তায় বেরিয়ে আসেন অনেকে৷ ওপরের ছবির তরুণীর মতো অনেকের হাতেই ছিল খেরসন লেখা পোস্টার৷
ছবি: Genya Savilov/AFP/Getty Images
স্বাধীনতা চত্বরে স্বাধীন মানুষদের ঢল
গত ১১ নভেম্বর রাতে খেরসন রুশ সৈন্যমুক্ত হওয়া মাত্রই শহরের ইন্ডিপেন্ডেন্স স্কয়ারে নামে উল্লসিত জনতার ঢল৷ স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ৷
ছবি: Danylo Antoniuk/ZUMA/picture alliance
বীর নারীর আনন্দ
খেরসন থেকে রুশ সৈন্যদের তাড়াতে ছবির এই নারীও যুদ্ধ করেছেন৷ মুক্ত শহরে পা রেখেই খেরসন লেখা ফলকের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন তিনি৷
ছবি: Dagaz/AP/picture alliance
10 ছবি1 | 10
গত সপ্তাহেই রাশিয়া ঘোষণা করে যে, তারা খেরসন ছেড়ে চলে যাবে। তার আগে রাশিয়ার সেনা ওই অঞ্চল দখল করে রেখেছিল। খেরসনে গণভোটের ব্যবস্থাও করা হয়েছিল। রাশিয়ার সেনা চলে যাওয়ার পরেই ক্রমশ তাদের ফেলে যাওয়া অত্যাচারের চিহ্ন স্পষ্ট হচ্ছে।
ইউক্রেনজুড়ে বিমান হামলা
বৃহস্পতিবার ইউক্রেনের একাধিক অঞ্চলে বিমান হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। তিনি জানিয়েছেন, এদিন ফের গ্যাস এবং বিদ্যুতের স্টেশন লক্ষ্য করে বোমা ফেলা হয়েছে। ক্ষতিও হয়েছে যথেষ্ট।
ইউক্রেনের প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবারের হামলায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। ১১জন ব্যক্তি আহত। এদের অধিকাংশই বেসামরিক মানুষ বলে জানিয়েছে ইউক্রেন। বিমান হামলার পাশাপাশি এদিন ড্রোনের সাহায্যেও রাশিয়া হামলা করেছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বিভাগ।
জেলেনস্কির অভিযোগ, অমানবিক কাজ করছে রাশিয়া। তারা ইউক্রেনের বেসামরিক মানুষকে ঠান্ডায় মেরে ফেলার চেষ্টা করছে। সে কারণেই শীতের মুখে বার বার গ্যাস এবং বিদ্যুতের কাঠামোয় হামলা চালানো হচ্ছে। গ্যাস এবং বিদ্যুৎ না থাকলে মানুষ বাড়িতে হিটিং মেশিন চালাতে পারবেন না। ইউক্রেনের ভয়ঙ্কর ঠান্ডায় তারা জমে মরে যাবেন।