1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খেলনা মনে করে বিষধর সাপ ধরার পর...

২১ জুন ২০১৭

পরিস্থিতিটা একবার ভাবুন – মেঝেতে পড়ে থাকা একটি জিনিসকে খেলনা মনে করে আপনি তুলতে গেছেন, কিন্তু হাতে ধরার কয়েক মুহূর্ত পরই বুঝতে পারলেন যে, ওটা বিষধর সাপ! তখন কেমন লাগবে আপনার? 

ছবি: picture-alliance/dpa/Palnic

এমনই অবস্থায় পড়েছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক নারী৷ স্বামীর সঙ্গে জ্যাকুজি করার পর বাড়ি ফিরে দরজার সামনে পড়ে থাকা বাঁকানো একটি বস্তুকে তিনি কুকুরের খেলনা মনে করেছিলেন৷ তাই সেটি তুলতে গিয়েছিলেন তিনি৷ কিন্তু ওটা যে বিষধর সাপ তা বুঝতে বেশি সময় লাগেনি তাঁর৷ ফলে হন্তদন্ত হয়ে লাফিয়ে কোনোরকমে সাপটিকে ফেলে দেয়ার চেষ্টা করেন ঐ নারী৷ পুরো ঘটনাটিই একটি ভিডিওতে দেখা গেছে৷ সেই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট হওয়ার পর অনেকেই সেটি দেখছেন৷

মার্কিন প্রচারমাধ্যম এবিসি-র অ্যাফিলিয়েটেড টিভি চ্যানেল ‘কেস্যাট'-এ ভিডিওটি নিয়ে সংবাদও প্রচারিত হয়েছে৷ এতে বলা হয়, মহিলাটি যে সাপ হাতে নিয়েছিলেন সেটি আকারে ছোট হলেও বিপদ ঘটতে পারত৷ কারণ সাপটি ছোট হওয়ায় তাদের বিষ নিয়ন্ত্রণের ক্ষমতা কম থাকে বলে জানিয়েছেন স্থানীয় দমকল কর্মীরা৷ ঐ ঘটনার পর তারা ঘটনাস্থলে পৌঁছে সাপটি নিয়ে গেছেন৷ ভাগ্য ভাল, মহিলাটির কিছু হয়নি৷

জেডএইচ/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ