1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খেলাধুলার পাশাপাশি প্রয়োজন পড়াশুনাও

৪ ফেব্রুয়ারি ২০১১

জার্মানিতে প্রতি পাঁচজনের মধ্যে একজনেরও বেশি ফুটবল খেলোয়াড় তাঁদের ক্যারিয়ারের শেষে অর্থনৈতিক অনটনের মুখে পড়বে৷ জার্মান ইউনিয়ন অফ কনট্রাকটেড ফুটবলারস শুক্রবার এই আশঙ্কা প্রকাশ করেছে৷

ক্যারিয়ারের শেষে অর্থনৈতিক অনটনের মুখে পড়বেন পাঁচজনের মধ্যে একজনছবি: picture-alliance/dpa

জার্মান ফুটবল ক্লাব ‘শাল্কে জিরো ফোর' এর কোচ ফেলিক্স মাগাথ, টিনএজ খেলোয়াড় ইউলিয়ান ড্রাসলার'কে বলেছিলেন, স্কুলের পড়াশুনা বাদ দিয়ে কেবল ফুটবলের দিকে মনোযোগ দিতে৷ আর এই কথা বলার একদিন পর চুক্তিবদ্ধ ফুটবলার ইউনিয়নের ব্যবস্থাপনা পরিচালক উল্ফ বারানোভোস্কি বললেন অন্যকথা৷ তিনি বললেন, ‘‘খেলাধুলা অর্থের সম্ভাবনা জাগিয়ে তুললেও এর অনেক ভোগান্তিও রয়েছে৷''

শাল্কে'র খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে কম বয়স সতেরো বছরের ড্রাসলারের৷ ভালো খেলার জন্য এরই মধ্যে সুনাম অর্জন করেছেন তিনি৷ তাই তাঁর কোচ ড্রাসলারকে বলেছেন, তাঁর আর হাই স্কুলের সার্টিফিকেট'এর প্রয়োজন নেই৷

বারানোভোস্কি কোচের এই কথার সমালোচনা করে বলেন, এর মধ্য দিয়ে শাল্কে ক্লাব দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে৷ তিনি বলেন, ‘‘শতকরা ২০ জন কিংবা তার চেয়েও বেশি খোলোয়াড় তাঁদের ক্যারিয়ার শেষে আর্থিক অনটনে পড়বে৷''

প্রতি দশ জন খেলোয়াড় থেকে মাত্র একজনই বড় ক্লাবগুলোর হয়ে খেলতে পারেন৷ এবং তাঁরাই শেষ পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে খেলার জন্য নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে পারেন৷ আর তাদের ক্ষেত্রেই কেবল খেলাধুলার মাধ্যমে আর্থিক স্বচ্ছলতা সম্ভব৷

বারানোভোস্কি বললেন, জাতীয় দলে এবং ইউরোপীয় প্রতিযোগিতাগুলোতে অংশ নেন শীর্ষে থাকা এরকম দশ শতাংশ খেলোয়াড়৷ এবং তাঁরাই কেবল নিজেদের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন৷

তাই তিনি অল্প বয়সি খেলোয়াড়দের উপদেশ দিলেন, ফুটবলের পাশাপাশি লেখাপড়াটাও সমান গুরুত্ব দিয়ে চালিয়ে যেতে৷ যাতে তাদেরকে ভবিষ্যতে এই ধরণের বিপদে পড়তে না হয়৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ