1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খেলা হবে, তবে দর্শক থাকবে না আর্জেন্টিনায়

৪ আগস্ট ২০১৩

শনিবার থেকে ফুটবল মৌসুম শুরু আর্জেন্টিনায়৷ শুরুটা হচ্ছে অদ্ভুত এক নিয়মে৷ গ্যালারিতে দর্শক নিষিদ্ধ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন৷ পুরো মৌসুম নয়, আপাতত আগামী দু’সপ্তাহ খেলা হবে এ নিয়মে৷

ছবি: Reuters

আর্জেন্টিনার ফুটবল মাঠে হাঙ্গামা লেগেই আছে৷ দর্শকদের মধ্যে মারামারি হালে প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷ গতমাসে এক প্রাক মৌসুম ম্যাচে দর্শকদের মারামারিতে দু'জন মারা যান৷ দু'জনই বুইনস আইরেসের বোকা জুনিয়র্স ক্লাবের সমর্থক৷ সান লরেনজোর বিপক্ষে ম্যাচ শেষের সহিংসতায় দুটি তাজা প্রাণ যাবার পরই নড়ে চড়ে বসে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)৷ তাদের সিদ্ধান্ত, দেশের ফুটবল থেকে সহিংসতা কমাতে সবচেয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে৷ তাই প্রথম দু'সপ্তাহে গ্যালারিতে কোনো দর্শক ঢুকতে দেয়া হবেনা৷ খেলা দেখবেন শুধু ক্লাব কর্মকর্তারা৷ শুধু স্থানীয় ক্লাবের সমর্থকদের নিষিদ্ধ করা হচ্ছে শুরুতে৷ তারপর থেকে অতিথি দলের দর্শকদেরও আর ঢুকতে দেয়া হবেনা মাঠে৷ জমজমাট খেলা হচ্ছে, কিন্তু গ্যালারিতে বসে থাকবেন কর্মকর্তারা, একজনও দর্শক নেই – কী অদ্ভুত, তাই না!

এএফএ-কে এমন কঠোর অবস্থান নিতে হচ্ছে বাধ্য হয়ে৷ মাঠের হাঙ্গামা কমাতে এতদিন কোনো ব্যবস্থা না নেয়ায় সমালোচনা হচ্ছিল দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার৷ অবশেষে মাঠে শান্তিপূর্ণ পরিবেশে খেলার নিশ্চয়তা পেতে দর্শকশূন্য গ্যালারিতে খেলা আয়োজনের কথা ভাবছে তারা৷ সরকারেরও সমর্থন আছে তাতে৷

এসিবি/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ