1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভেসে উঠছে লাশ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৬ আগস্ট ২০১৪

মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে ‘পিনাক-৬’ লঞ্চটি ডুবে যাওয়ার তিনদিনেও সন্ধান মেলেনি৷ তবে কর্তৃপক্ষ লঞ্চটি উদ্ধারে জোর তৎপরতা চালানোর দাবি করছে৷

Fähre mit mehr als 200 Passagieren in Bangladesch gesunken
ছবি: picture-alliance/dpa

অন্যদিকে দেশের বিভিন্ন এলাকার নদীতে নিখোঁজ যাত্রীদের লাশ ভেসে ওঠার খবর পাওয়া যাচ্ছে৷ নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ জরিপ-১০ শেষ পর্যন্ত আসেনি৷ তাই উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক' ও ‘রুস্তম' উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে৷ তবে তিনদিনেও তারা ডুবে যাওয়া লঞ্চটির অবস্থান শনাক্ত করতে পারেনি৷ এর এতে ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে নিখোঁজদের আত্মীয় স্বজনের৷ তাঁরা বিক্ষুব্ধ হয়ে মিছিল বের করেছেন৷ বলছেন,‘লাশ চাই, লাশ চাই৷' লঞ্চটির শতাধিক যাত্রী এখনো নিখোঁজ আছেন৷

স্থানীয় পুলিশ জানিয়েছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি), নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা এখনো যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন৷ বিআইডব্লিউটিসির মাওয়া অঞ্চলের ব্যবস্থাপক আবদুল আলীম জানান, দুর্ঘটনাস্থলের আশপাশের ১১ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে এবং এই তল্লাশি অব্যাহত আছে৷ তবে এখনো ডুবে যাওয়া লঞ্চের সন্ধান মেলেনি৷

এদিকে পদ্মার ভাটিতে দেশের বিভিন্ন এলাকার নদীতে লাশ ভেসে ওঠার খবর পাওয়া যাচ্ছে৷ এ পর্যন্ত অন্তত ১২টি লাশ ভেসে ওঠার খবর পাওয়া গেছে৷ জানা গেছে, শরিয়তপুরের নড়িয়ার সুরেশ্বর-ওয়াপদা এলাকা এবং জাজিরার কুণ্ডের চরে পাঁচটি, চাঁদপুরে মেঘনায় দুটি, ভোলা সদরের রাজাপুর ও কাঠিরমাথা এলাকায় মেঘনা নদী থেকে দুটি লাশ, শরিয়তপুরের নড়িয়া উপজেলার চর আত্রা এলাকায় পদ্মা নদীতে এক নারীর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা৷ এছাড়া মুন্সীগঞ্জের মাওয়ায় লঞ্চডুবির দুদিন পর লাশ ভেসে উঠছে৷

সোমবার বেলা ১১টার দিকে কাওড়াকান্দি থেকে তিন শতাধিক যাত্রী নিয়ে মাওয়া ঘাটে যাওয়ার পথে লৌহজং ক্রসিংয়ে ডুবে যায় লঞ্চ এমএল পিনাক-৬৷ দুর্ঘটনার পরপরই নদী থেকে দুই নারীর লাশ উদ্ধার করা হয়৷ এছাড়া স্বজনদের অভিযোগের ভিত্তিতে ১৬৯ জন নিখোঁজ যাত্রীর একটি তালিকা তৈরি করেছে লৌহজং থানা পুলিশ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ