1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খোকার মৃত্যু

৪ নভেম্বর ২০১৯

রোববার রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মারা গেছেন সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকা৷ তিনি সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন৷ তাঁর লাশ দেশে ফেরৎ আনতে সরকার সহযোগিতা দিবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী৷

ছবি: DW

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময় রোববার রাত দুইটা ৫০ মিনিটে মারা গেছেন সাদেক হোসেন খোকা৷ মৃত্যুর খবরটি ফেসবুকে নিশ্চিত করেছেন তাঁর ছেলে ইশরাক হোসেন৷  

ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন৷ গত পাঁচ বছর ধরে তিনি নিউইয়র্কে বসবাস করছেন৷ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘নিউ ইয়র্ক থেকে আমি টেলিফোনে জেনেছি, আমাদের দলের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা আর নেই৷ তিনি মারা গেছেন৷’’

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷

এদিকে সাদেক হোসেন খোকার লাশ দেশে ফিরিয়ে আনতে সরকার সব ধরণের সহযোগিতা দেবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ৷ খোকার লাশ দেশে আনা নিয়ে কোনো সমস্যা রয়েছে কি না সোমবার মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকরা এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘‘তিনি তো ইচ্ছা প্রকাশ করেছিলেন, এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকালই বলা হয়েছিল৷ তাকে আনার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে ও হবে, সে ঘোষণা তো আগেই দেওয়া হয়েছিল৷’’

সাদেক হোসেন খোকা ঢাকা সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র এবং বিএনপি সরকারের মৎস্য ও পশু সম্পদমন্ত্রী ছিলেন৷ ২০১৪ সালে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তার বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি মামলা হয় এবং সাজাও দেয় আদালত৷

এফএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ