1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খোকা নিয়ে যায় ঈগলে...

২৭ এপ্রিল ২০১৬

ছোটবেলায় পড়া একটা ছড়া৷ ‘ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে' – আপনারও মনে আছে নিশ্চয়৷ না, জীবনানন্দ দাসের কবিতার ‘সোনালি ডানার চিল' মাছ নিয়ে যায়নি, আসলে এক ঈগল নিয়ে যেতে চেয়েছিল একটা বাচ্চাকে৷ তবে পারেনি...৷

ঈগল
ছবি: Getty Images/AFP/P. Ellis

নীল আকাশে তখন খুঁজলে হয়ত সাদা মেঘের ভেলাও পাওয়া যেতো৷ তারই মাঝে হঠাৎ চোখে পড়ে একটি ঈগল বা বাজপাখি৷ প্রখর দৃষ্টি, শক্তিশালী পেশী৷ তখনও বেশ দূরেই উড়ে বেড়াচ্ছিল সে৷ সামনের মাঠে সবুজ ঘাসে বসে বাবার সঙ্গে খেলা করছিল একটা বাচ্চা ছেলে৷ কতই বা বয়েস হবে? খুব বেশ হলে দু'বছর! কিন্তু খেলতে খেলতে বাবা একটু অন্যমনস্ক হতেই, নিমেষের মধ্যে ছেলেটাকে ছোঁ মেরে তুলে নেয় বাজপাখিটা৷

কিন্তু ভাগ্য ভালো, বাচ্চাটা বেশ নাদুসনুদুস হওয়ায় তার ভার শিকারি পাখিটি সামলাতে পারেনি৷ একবার থাবা থেকে পড়ে যাওয়ায় আবার খামচে ধরে উড়ে যাওয়ার চেষ্টা করে৷ সেবারও বাচ্চাটির ওজন একটু বেশি বলে ধরে রাখতে না পারায় শেষ পর্যন্ত বাজপাখিটাকে হাল ছাড়তেই হয়৷ আর মস্ত বড় বিপদ থেকে বেঁচে যায় বাচ্চাটা৷ সন্তান হারানোর শোক থেকে বাবাও বেঁচে যায় অল্পের জন্য৷

ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কত বড় বিপদ থেকে রক্ষা পেল বাবা আর তাঁর শিশু সন্তান৷

ডিজি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ